কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাই। কোন কোন মানুষ কষ্টের ভিতর দিন কাটায় আবার কোন কোন মানুষ সুখের ভিতর দিন কাটে। আসলে এই পৃথিবীতে যারা সবসময় সুখের পিছনে ছুটে বেড়ায় তারা জীবনে কখনো সুখ খুঁজে পায় না। কেননা সুখ খুঁজে পেতে হলে সর্বপ্রথম নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সবার মাঝে পরিচিত করতে হবে। এছাড়াও এই ভালো মানুষের পাশাপাশি নিজেকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কেননা পরিশ্রমী মানুষ জীবনে সব সময় অন্যান্য মানুষ অপেক্ষায় এগিয়ে থাকে এবং তাদের জীবনে অটোমেটিক সুখ চলে আসে। কিন্তু আমরা যে জিনিসটার পিছনে সব সময় পাওয়ার জন্য ছুটে বেড়াবো সেই জিনিসটা কিন্তু কখনো আমরা আমাদের জীবনে পাবনা।
জীবনে আমাদের অনেক বেশি ধৈর্য নিয়ে সামনের দিকে এগোতে হবে। কেননা আমরা যদি ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে না যেতে পারি তাহলে আমাদের জীবনে কোন কিছু সঠিকভাবে আমরা পাব না কখনো। অর্থাৎ এই জীবনে সবকিছু অর্জনের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সবার সামনে ভালো হিসেবে পরিচিত করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে হবে। কেননা কঠোর পরিশ্রম ছাড়া একজন মানুষ কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব গরিব পরিবারের জন্মগ্রহণ করে সেই ছোটবেলা থেকে অভাব অনটনের মুখ দেখতে দেখতে বড় হয়েছে। আসলে এইসব মানুষগুলো যতই চেষ্টা করুক না কেন তারা তাদের জীবনটাকে তেমন একটা বেশি উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না তাদের এই অভাবের কারণে।
আসলে অভাব একটা মানুষকে দিন দিন শেষ করে দেয়। কিন্তু যদি আমরা এই অভাবকে দূরে সরিয়ে নিজেদেরকে জীবনে উন্নত করার জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই একদিন না একদিন আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। কেননা মানুষ যদি তার কঠোর মনবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনে তার যতটুকু আছে ততটুকু দিয়ে সব সময় চেষ্টা করে যেতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই জীবনে উন্নতি লাভ করবে। আর একবার যদি সে উন্নতির সিঁড়িতে পা রাখতে পারে তাহলে তাকে আর নিচের দিকে কখনো ফিরে তাকাতে হবে না। আসলে প্রথম অবস্থায় সবকিছু পেতে একটু বেশি কঠিন মনে হয় কিন্তু এভাবে যদি আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কঠিন জিনিসগুলোকে সহজ করে এগিয়ে যেতে পারি তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।
✠ ০১ ✠
দুই দিনের এই সুন্দর দুনিয়ায়,
সবাইতো ভালোভাবে বাঁচতে চায়।
কেউবা কষ্ট নিয়ে জন্মগ্রহণ করে,
আবার কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়।
কপাল যদি ভালো না থাকে জীবনে,
তাহলে কষ্টের কোন সীমা নাই।
তবুও তারা বেঁচে থাকার জন্য লড়ে,
কষ্টে তাদের প্রতিটা দিন যায়।
সব সময় তারা ভাবতে থাকে,
এবার বুঝি তাদের দিন বদলাবে।
ভাবতে ভাবতে সময় যায় চলে,
তবুও তারা সুখের দিন না পায়।
✠ ০২ ✠
সবাই যদি সুখ খোঁজে জীবনে,
তাহলে দুঃখগুলো কারা নেবে।
দুঃখগুলো গরিব মানুষের জন্য,
সুখগুলো ধনী লোকেরাই নেবে।
পৃথিবীতে যারা কষ্ট পায় সব সময়,
তাদের কপালে সুখ লেখা নেই।
অনেকে আছে আবার সুখে থাকতে,
সুখের মর্ম কখনো বোঝেনি।
জীবনে যারা কঠোর পরিশ্রম করে,
একদিন তাদের দিন অবশ্যই বদলাবে।
অলসের মতো ঘরে পড়ে থাকলে,
সুখের মুখ তারা নাহি দেখতে পাবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন লিখেছেন আপনি কবিতা গুলো। খুবই ভালো লাগলো এই কবিতা দুটো পড়ে। আমাদের সমাজের বাস্তব চিত্র গুলো কবিতার লাইনে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বরাবরই খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুবই দারুণ লিখেছেন প্রতিটা লাইন খুবই চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বরাবরই অনেক চমৎকার কবিতা লেখেন। আজকের অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই দুই দিনের দুনিয়ায় আমরা একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য কত না লড়াই করি। কবিতার প্রতিটি লাইনেরকথাগুলো মুগ্ধ করার মত ছিল। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবী টা সবার জন্য এক না ভাই। বিশেষ করে গরীব দের জন্য। গরীব পরিবারে যেসব ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তাদের অনেক পরিশ্রম করে এগিয়ে যেতে হয়। আর এর জন্য প্রয়োজন হয় ধৈর্যের। চমৎকার লিখেছেন কবিতা টা। আপনার কবিতা বরাবরই খুব ভালো হয়। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit