কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আবার প্রেমের কবিতা নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। কবিতা লিখতে বসলেই খালি প্রেমের কবিতা মনে পড়ে। প্রেম না করেও প্রেমের কবিতা লিখতে আমার খুব ভালো লাগে।
আসলে প্রিয়জনের সাথে কাটানো সময় গুলো অনেক মধুর হয়। এই প্রিয়জনকে একবার দেখতে না পারলে মনটা কেমন যেন আনচান করে সব সময়।
তাইতো দক্ষিণা বাতাসের ঠান্ডা হওয়ার প্রিয়জনের কথা মনে পড়ে। কিন্তু এই দক্ষিণা বাতাসের হাওয়ায় ভেসে আসে এক টুকরো মেঘের মত কালো ছায়া। আরে কালো মেঘের ছায়ায় যেন জীবন অন্ধকার হয়ে যায়।
আসলে প্রিয়জনকে নিয়ে দেখা স্বপ্ন যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে মনের ব্যথা যেন শেষ হওয়ার নয়। কারণ কাউকে নিয়ে স্বপ্ন গড়তে যতটা সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না।
আসলে আমি প্রিয় জনকে নিয়ে যত কথাই বলি না কেন আমার কথার কোন শেষ হবে না কখনো। কারণ প্রিয়জনকে নিয়ে ভাবনা চিন্তা কখনো শেষ হয় না।
বিভিন্ন বড় বড় কবিরা প্রিয়জনকে নিয়ে যেসব কবিতা লিখেছিলেন সেসব কবিতা কোন মূল্য দিয়ে পরিমাপ করা যায়। এক এক ব্যক্তির কাছে প্রিয়জনকে নিয়ে ভাবনা-চিন্তা এক এক রকম।
আসলে সবার জীবনে প্রিয়জনকে কাছে পাবার সুখ হয় না। অবশ্য ভালোবাসায় দুজনের সম্মতি থাকে তাহলে সে ভালোবাসা অনেকখানি সার্থক হয়।
কিন্তু একতরফা প্রেম কখনো সঠিক শান্তির পথ দেখায় না। আর প্রথম ভালবাসা জীবনে একবারই আসে। কেউ পারে এই ভালোবাসাকে বেঁধে রাখতে। আবার কেউ ব্যর্থ হয় ভালোবাসার কাছে।
আসলে অনেকে মনে করে যত দিন যায় ততই ভালোবাসার মানুষকে আস্তে আস্তে ভুলে যাওয়া সম্ভব হয়। কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা। আমার মনে হয় ভালোবাসা ক্যান্সারের মতো। এই ভালোবাসার ক্যান্সার কখনো কমেনা। বরং যতদিন বেঁচে থাকে ততই এই ভালোবাসার ক্যান্সার ক্ষুরে খায় আমাদের।
মনের মেঘ
এই দক্ষিনা হাওয়ায়,
মনে পড়ে তোমায়।
তোমার স্মৃতিগুলো,
হৃদয়ে দোলা দেয়।
হঠাৎ করে মাঝ আকাশে,
মেঘের দেখা মেলে।
এক পলকের হঠাৎ বৃষ্টি,
হল ভোর সকালে।
ভোরের স্বপ্ন আমার,
ভেঙে গেল বৃষ্টির জলে।
পেয়েও পেলাম না তোমায়,
স্বপ্নের মাঝেতে।
তুমি আমার প্রথম প্রেম,
তুমি আমার ধ্রুবতারা।
তোমায় ছাড়া আমার জীবন,
হাহাকারে ভরা।
তোমায় নিয়ে বাঁচার স্বপ্ন,
বৃথা কি হবে আমার।
তোমায় নিয়ে লেখা কবিতা,
ভুল হয়েছে কি আমার।
ভালোবাসায় আমার কোন,
ছিল না কোন ঘাটতি।
কেন এত কষ্ট পেলাম,
কেন দিলে আমায় শাস্তি।
তোমার স্মৃতি বুকে নিয়ে,
মরে যেতে চাই।
তোমার বিরহে বেঁচে থেকে,
নরক যন্ত্রণা পাই।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
তেলাপোকার হাত ফুল থাকলেও সবাই ভয় পাবে, এভাবে ভয় দেখানো একদমই ঠিক না। আর কবিতা বেশ সুন্দর হয়েছে। আর নিচের লাইনগুলো নিয়ে একটা কথা শুধু বলবো, শাস্তি না দিলে বুঝবে কিভাবে ভালোবাসা খাঁটি, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আপনি ঠিক কথাই বলেছেন। আসলে ভালোবাসায় কখনো দুঃখ কখনো বেদনা আছে। এই দুঃখ-বেদনাকেউ সঙ্গে করে আমাদের ভালবেসে যেতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit