জীবন খেলা। কবিতা নং :- ৬০

in hive-129948 •  last year 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। দেখতে দেখতে আজ আপনি আপনাদের সাথে আমার লেখা কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আমাদের এই পৃথিবীতে আমরা আমাদের জীবনকালে বিভিন্ন মানুষকে দেখতে পাই। কেউবা দিনরাত পরিশ্রম করে। আবার কেউ অট্টালিকার উপরে বসবাস করে। আসলে আমাদের কারো কারো জন্ম হয় গরিব পরিবারে আবার কারো জন্ম হয় ধনী পরিবারের সোনার চামচ মুখে নিয়ে। পৃথিবীতে সবার কিন্তু জন্ম এই ধনী পরিবারে কখনোই হয় না। আসলে যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করে তাদের জন্য তাদের মা-বাবা এই পৃথিবীকে অনেক সুন্দর করে দেয়। আর যারা জন্মগ্রহণ করে গরিব পরিবারে তাদের জন্য এই পৃথিবী বড়ই কঠিন। জন্মের পর থেকে সুখের মুখ দেখার জন্য এই গরীব শ্রেণীর লোকেদের সন্তানেরা দিনরাত পরিশ্রম করে ছোট বয়স থেকেই।


আসলে মানুষকে কিন্তু সময় পরিবর্তন করে হয় যেমন তেমনি অভাবও তাদের অনেকটাই পরিবর্তন করে। আসলে মানুষ পরিবর্তন হয় তাদের অভাবের জন্য। কারণ মানুষের যদি কোন অভাব না থাকে তাহলে তার একই রকম ভাবে জীবন যাপন করতে হয়। আর যাদের জীবনে অভাব থাকে তারা সব সময় চেষ্টা করে তাদের এই অভাব থেকে বেরিয়ে আসার জন্য। যদিও বেশিরভাগ লোকেরা তাদের এই অভাব থেকে বেরিয়ে আসতে কখনোই পারেনা। আসলে মানুষ তাদের কর্মের দ্বারা তাদের নিজেদের অবস্থান অবশ্যই পরিবর্তন করতে পারে। আসলে পরিশ্রমি মানুষদের কখনোই কোনো অভাব থাকে না।


পৃথিবীতে ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীকে এক লীলা ক্ষেত্রে তৈরি করেছেন। এই লীলা ক্ষেত্রে বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে। আসলে এই পার্থক্যের জন্যই পৃথিবীটা এত সুন্দর। কিন্তু যারা গরীব শ্রেণীর লোক তাদের জন্য এই পৃথিবীটা মোটেও কখনো সুন্দর হয় না। তাদের কাছে এই পৃথিবীটা নরক সমান মনে হয়। কারণ এই গরিব শ্রেণীর বাচ্চাদের জন্ম হয় অভাবের মধ্যে দিয়ে। ধনী পরিবারের লোকেরা কখনোই এই অভাব বুঝতে পারে না। কারণ এই পৃথিবীতে যাদের যত বেশি অর্থ সম্পত্তি থাকে তারা তত বেশি শক্তিশালী। আর যাদের কাছে যত অর্থ কম তারা তত কম শক্তিশালী হয়।


আরেক শ্রেণীর লোকেরা আছে যারা সব সময় এই নিচু শ্রেণীর লোকেদের উপর অত্যাচার করে এবং শাসন করে। যদিও তারা ধনী। কিন্তু তারা মনের দিক থেকে কখনোই ধনী হতে পারে না। আসলে ধনী হওয়ার জন্য মনকে অবশ্যই ধনী করতে হবে। আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন যদি আপনার কাছে ভালো মন না থাকে তাহলে সেই অর্থের কোন মূল্য নেই। একজন গরিব ভালো মনের মানুষ এই ধনী লোক অপেক্ষা অনেক বেশি ভালো। তাইতো আমাদের সবার মনকে অনেক উদার করতে হবে। আসলে মনকে উদারন করতে না পারলে আমরা কখনোই স্বর্গ সুখ লাভ করতে পারব না। তাইতো পৃথিবীর মাঝে বেঁচে থাকতে হলে মানুষকে সাহায্য করতে হবে এবং একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসতে হবে।


✠ জীবন খেলা ✠


দুই দিনের এই জীবন খেলায়,
কত কিছুই না আমরা দেখি।
কেউবা থাকে অট্টালিকায়,
আবার কেউ হয় রাস্তার ফকির।


কেউ জন্ম নেয় গরিব ঘরে,
জন্মায় কেউ সোনার চামচ মুখে।
ধনীরা আদর সোহাগে বড় হয়,
অনাদরে কেউ বেড়ে ওঠে।


নানান মানুষ দেখতে পায়,
আমরা এই দুনিয়াতে।
খাবারের জন্য হাহাকার করে,
আমাদের এই পৃথিবীর বুকে।


কেউবা আবার শোষণ করে,
এই পৃথিবীর মানুষগণকে।
নির্যাতিত এই মানুষের,
কাটায় জীবন দুঃখ কষ্টতে।


কতই রঙ্গ দেখা যায় এই ভুবনে,
পৃথিবীর সব মানুষের মাঝেতে।
পাগলের মত কেউ ঘুরে বেড়ায়,
আবার বাবু হয়ে থাকে অনেকে।


যাদের কাছে অনেক টাকা আছে,
তাদের কাছে এই পৃথিবী স্বর্গ।
দীনহীন এই মানুষের কাছে,
পৃথিবীটা হলো এক নরক।


কত ভেদাভেদ দেখতে পাই,
আমাদের এই সারা জীবনকালেতে।
মানুষ হয়ে অমানুষের মতো,
আচরণ করে সবার সাথে।


জীবনের এই যুদ্ধে যারা,
টিকে আছে এই সমাজে।
সামান্য একটু সুখের জন্য,
দিন রাত এক করে তাদের কাজে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

দাদা আপনার স্বরচিত কবিতা সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আপনার কবিতাগুলো সব সময় বাস্তবসম্মত হয়ে থাকে। জীবনের এই খেলাটা আসলে আজীবন চলতে থাকে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

নিষ্ঠুর দুনিয়ার বাস্তবতা কে কেন্দ্র করে আজকে আপনি একটি কবিতা রচনা করেছেন ভাইজান। আপনার কবিতা আমি প্রায় পড়ে থাকি। আর আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। যেখানে সুন্দর জ্ঞানমূলক সচেতনমূলক দৃষ্টিভঙ্গিমুলক লাইন থেকে থাকে। আজকেও ঠিক তেমনি একটি কবিতা লিখেছেন। যেখানে মানুষের নজরকে সঠিক পথ দেখায়। আপনার কবিতা আবৃত্তি করে আমি সত্যিই অনেক খুশি হতে পেরেছি।

আসলেই ভাই এটা সৃষ্টিকর্তার একটা লীলাখেলা। কেউ অসহায় ভাবে জীবন যাপন করে। আবার কেউ অট্টালিকায় থাকে। কী আজব তাই না। আবার কেউ মানুষকে অত‍্যাচার করে আনন্দ পাই আবার কেউ সেই অত‍্যাচার সহ‍্য করে। গরীব পরিবারের ছেলেমেয়েদের অনেক সংগ্রাম করে বড় হতে হয়। বেশ চমৎকার ছিল আপনার লেখা এবং কবিতা টা দুইটাই সামঞ্জস্য পূর্ণ। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

  ·  last year (edited)

দাদা আপনার কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কারণ আপনি আমাদের মাঝে বাস্তবতা তুলে ধরেন।দুদিনের দুনিয়ায় কেউ থাকে অট্টালিকায় কেউবা রাস্তায় আসলেই এটা আমাদের জীবনের
খেলা।বেশ সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।