কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমাদের জীবনের শখ সৌখিনতা পূরণের জন্য প্রয়োজন হয় টাকার। যদিও মধ্যবিত্ত পরিবারের লোকেরা যে পরিমাণে টাকা ইনকাম করে তা দিয়ে তাদের পরিবার কোন মতে দিন যাপন করতে পারে। এসব পরিবারে শখ সৌখিনতা বলতে কোন কিছুই থাকেনা। কারণ তাদের আয়ের প্রায় টাকায় তাদের সংসারের মানুষের প্রয়োজন মেটাতে শেষ হয়ে যায়। আর এই প্রয়োজন মেটানোর ফলে পরবর্তীতে তাদের শখ তো দূরের কথা তারা ভবিষ্যতের জন্য তেমন কোনো সঞ্চয় রাখতে পারে না। আসলে আমরা সমাজে বিভিন্ন শ্রেণীর লোককে সবসময় দেখতে পাই। উচ্চবৃত্ত শ্রেণীর লোকেরা তাদের প্রয়োজনের অতিরিক্ত অনেক জিনিসপত্র কিনে তারা কিন্তু তাদের টাকার অপচয় করে। আসলে মানুষের শখ অনেক কিছুই থাকতে পারে। আসলে শখ সৌখিনতার উপরে রয়েছে টাকার অপচয়। আপনি আপনার শখ পূরণ করলেন এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই শখ পূরণ করতে গিয়ে আপনি যে টাকার অপচয় করবেন এটি কিন্তু ঠিক নয়।
আসলে বড়লোক শ্রেণীর লোকেরা যখন যা কিছু দরকার তখন তাই কিনতে পারে তারা। এছাড়াও তারা জীবনে প্রচুর আনন্দ উল্লাস করে অর্থ অপচয় করে। আসলে তাদের কাছে প্রয়োজনের কোন শেষ নেই। আসলে একটা জিনিস থাকতে যদি সেই একই ধরনের অথবা সামান্য একটি পরিবর্তিত অন্য জিনিস বারবার কেনার ফলে তারা যে অর্থের অপচয় করে তা কিন্তু আমরা সব সময় দেখতে পাই। এছাড়াও এখন দেখতে পাই যে এক একজন মানুষের কাছে অনেকগুলো ফোন থাকে। আসলে এটাও কিন্তু এক ধরনের শখ মানুষের। আসলে মানুষের শখের কোন শেষ নেই। এই পৃথিবীতে শখ নেই একমাত্র গরিব শ্রেণীর লোকেদের। কারণ তাদের কাছে শখ থাকলেও সেই শখ পূরণ করার মত অর্থ তাদের কাছে কখনোই থাকে না। অর্থাৎ তারা রাতের স্বপ্নে তারা তাদের মনের আকাঙ্ক্ষা চাহিদা সবকিছু পূরণ করে অবচেতন মনে। আসলে এভাবেই তারা জীবনে একটু সুখ পেয়ে থাকে।
এবার এই পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা গরীব ঘরে জন্মগ্রহণ করেও কঠোর পরিশ্রম করে তারা তাদের ভাগ্যের উন্নতি ঘটাতে সক্ষম হয়। তারা সবসময় চেষ্টা করে যে জীবনে একজন সঠিক ব্যক্তি হিসেবে সবার মাঝে নিজেকে তুলে ধরা এবং নিজেদের পরিবারের ছোট ছোট শখগুলো পূরণ করা। আসলে এটা কিন্তু একটা ভালো দিক। কারন সে জীবনে পরিশ্রম করে নিজের সেই দারিদ্রতাকে কাটিয়ে উঠতে পেরেছে। তাইতো আমাদের জীবনে কিন্তু কখনোই দারিদ্রতা অভিশাপ নয়। আপনি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করে যদি নিজের দারিদ্রতাকে নিয়ে বেঁচে থাকেন তাহলে কিন্তু সেটি আপনার নিজের দোষ। আপনাকে অবশ্যই সেই দারিদ্রতার সাথে লড়াই করে জীবনে বড় হতে হবে। আসলে যারা দারিদ্রতাকে দোহাই দিয়ে সমাজে বসবাস করে তারা আসলে পরিশ্রমী নয় কখনোই। আসলে তারা একদল অলস শ্রেনীর লোক। তাইতো এই অলসতাকে দূরে সরিয়ে আমাদের জীবনে কঠোর পরিশ্রম করা উচিত।
✠ ০১ ✠
জীবনের শখ যদি পূরণ করতে চাও,
তাহলে প্রচুর টাকা কামাও।
গরিবের শখ পূরণ হয় স্বপ্নের মাঝে,
কারণ স্বপ্নে টাকা আসে না কোন কাজে।
স্বপ্নের মাঝে আপনি সবকিছু,
পূরণ করতে পারবেন জীবনে।
স্বপ্ন যদি একবার ভেঙ্গে যায়,
ফিরে আসতে হবে সেই বাস্তব জীবনে।
বাস্তবতাকে জীবনের সঙ্গী করে,
সামনে এগিয়ে যেতে হবে সবাইকে।
তাইতো দারিদ্র্যকে পিছনে ফেলে,
কঠোর পরিশ্রম করতে হবে সবাই মিলে।
✠ ০২ ✠
যদি জীবনে ভাবো তুমি সব সময়,
তোমার মত গরিব পৃথিবীতে নাই।
তাহলে জীবনে উঠে দাঁড়াতে পারবেনা,
দাঁড়িয়ে থাকবে সবার পেছনে।
যদি পরিশ্রম না কর তুমি জীবনে,
দারিদ্রতা পিছু ছাড়বে না কোনো ক্ষণে।
দারিদ্রতা কোন অভিশাপ নয়,
চেষ্টার ফলে জীবনের সফলতা মিলবে।
অলস মানুষেরা সবসময় স্বপ্ন দেখে,
কারণ তারা জীবনে পরিশ্রম করতে চায়না।
অলসতার থেকে বেরিয়ে এসে,
সুন্দর পৃথিবীতে জীবন সাজাতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর অনুকবিতা শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। এতো সুন্দর নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই কিছু মানুষের শখ সৌখিনতা বলতে কোন কিছুই থাকেনা ৷ থাকবেই বা কি করে , নিজেকে যেখানে টিকিয়ে রাখাটাই হিমসিমের ৷ সেখানে শখ সৌখিনতা রাখাটা অনেকটা বিলাসীলতা ৷ তবে এটা ঠিক যে , পরিশ্রম দ্বারা ভাগ্যে পরিবর্তন করা যায় ৷ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ৷ কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব ৷ যাই হোক , দারুণ লিখেছেন দাদা ৷ অনেক ভালো লাগলো আপনার লেখা এবং কবিতা পড়ে ৷ খুবই সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেউ একজন বলেছিল আপনি গরীব হয়ে জন্মগ্রহণ করলে সেটা আপনার দোষ না। কিন্তু আপনি গরীব হয়ে মৃত্যুবরণ করলে সেটা আপনার দোষ। আসলেই তাই। নিজের এই গরীব অবস্থা কে বদলানোর জন্য পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত। আর নিজের শখ পূরণ করতে গেলে ঐ টাকা কামাতে হবে। আপনার কথাগুলো বেশ ভালো ছিল দাদা। এবং অনুকবিতা গুলো সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit