কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে একজন ব্যক্তি যখন তার প্রিয় মানুষটিকে মন থেকে ভালোবাসে তখন সে প্রিয় মানুষটির সকল দোষ গুণকে একসাথে করেই ভালবাসে। আসলে তার ভালোবাসায় কোনো ধরনের চতুরতা থাকে না। কারণ সে তার ভালোবাসার মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবাসে। তার কাছে এই পৃথিবীতে সে ছাড়া আর কেউ থাকেনা। আর এইভাবে ভালোবাসার মানুষটিকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু তার স্বপ্ন এক মুহূর্তেই ভেঙেচুরে যায়।
আসলে তার প্রিয় মানুষটি তার সাথে সব সময় ভালোবাসার অভিনয় করেছে। এই ভালোবাসার অভিনয়ের ফলে সেই প্রিয় মানুষটি তাকে কখনোই ভালোবাসেনি। এছাড়াও কখনো একবার তার দিকে মন থেকে তাকাইনি। কিন্তু সে প্রথম অবস্থায় প্রিয় মানুষটির এ ধরনের অভিনয়কে কখনোই বুঝতে পারেনি। কারণ সে তাকে মন থেকে বিশ্বাস করে এবং মন প্রাণ দিয়ে ভালবাসে।
কিন্তু প্রিয় মানুষটি যে তার সাথে এ ধরনের অভিনয় করছে জানতে পেরে তারার দুঃখের শেষ থাকলো না। সে নিজেও কল্পনা করতে পারল না যে তার প্রিয় মানুষটি তার সাথে এরকম ধরনের অভিনয় করতে পারে। আসলে এত কিছুর পরেও সে তার প্রিয় মানুষটিকে কোনো দোষ দেয়নি। আসলে এরকম কষ্ট বুকে নিয়ে সে তার প্রিয় মানুষটিকে পুনরায় চায় তার জীবনে ফিরে আনতে।
একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালবাসলে তার সব দোষ গুণ ভুলে গিয়ে তাকে আবার পুনরায় কাছে আনার জন্য প্রাণপণ চেষ্টা করে সেটা আপনারাই ভালো জানেন। আসলে যদি কাউকে মন দিয়ে ভালোবাসা যায় তার সকল দোষগুনকে ভুলেও আবার তাকে কাছে ফিরে পাওয়া যায়। কিন্তু প্রিয় মানুষটি আর তার কাছে যেতে রাজি নয়। কারন সে তার চেষ্টার কোন ত্রুটি রাখেনি তার জীবনে ফিরিয়ে আনার জন্য।
আসলে সমাজে এমন এমন অনেক মুখোশধারী লোক রয়েছে যারা শুধু ভালোবাসার নামে অভিনয় করে। আসলে এসব ব্যক্তিদের জন্য আজ সমাজে ভালোবাসা কলঙ্কিত। আসলেই ভাল লোকের সংখ্যা এতই কম যে খারাপ লোকের ভিড়ে এই ভালো মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। এছাড়াও সব সময় কেন জানি ভালো মানুষের কপালে খারাপ মানুষেরই নাম লেখা থাকে। তারা যতই চেষ্টা করুক না কেন সেই খারাপ মানুষকে কখনো নিজের আপন করে নিতে পারে না।
আসলে আজকের অনু কবিতায় আমি ভালোবাসার নামক অভিনয়ের সামান্য একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এসব ভালোবাসায় কখনো শান্তি আসে না। কারণ যে ভালোবাসা শুরু হয় মিথ্যা দিয়ে সে ভালোবাসা কখনোই সঠিক ভালোবাসা হতে পারে না। আর তাই আমার মনে হয় ভালবাসা কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই। আপনি যে কাজটা করেন সেটি ঠিক বা অন্যায় হোক কখনো আপনি আপনার প্রিয় মানুষটির কাছে সেটি গোপন করবেন না।
কোন ভালোবাসায় যদি এ ধরনের লুকোচুরি থাকে তাহলে সে ভালোবাসা কখনোই পূর্ণাঙ্গ রূপ পায় না। ভালোবাসায় থাকতে নেই কোন মিথ্যা তেমনি থাকতে নেই কোন অভিনয়। আসলে দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকলে সে ভালোবাসা কখনো কেউ অথবা কোন মিথ্যা কখনোই ভাঙতে পারে না। আর এজন্য আমাদের কাউকে ভালবাসতে হবে মন প্রাণ দিয়ে। কোন কিছু পাওয়ার আশায় নয়। তাকে ভালবাসতে হবে নিঃস্বার্থ ভাবে।
✠ ০১ ✠
ভালোবেসে তুমি আমায়,
দিলে মনে ভীষণ কষ্ট।
তাহলে কেন ভালবেসে ছিলে,
কেন জীবনটা করলে নষ্ট।
ভালোবাসা যদি এমন হতো,
ভালবাসতাম না তোমায় কখনো।
ভালোবাসার এমন খেলা,
দেখিনা আগে কখনো।
তোমার স্মৃতি ভুলতে পারিনা,
সত্যিই ভালোবেসেছিলাম তোমায়।
তোমার জন্য এখনো মনটা,
সব সময় ব্যথার প্রহর কাটায়।
✠ ০২ ✠
দুদিন আগেও তুমি আমায়,
বাসতে ভীষণ ভালো।
হঠাৎ করে এমনটা হলে,
বুঝতে পারিনি কখনো।
সত্যিই কি আমি তোমার,
মনের মানুষ ছিলাম।
কখনো কি আমার প্রতি,
ছিল কি কোন ধ্যান-জ্ঞান।
যদি না ভালো বাসবে তুমি।
সোজাসুজি বলে দিতে পারতে।
হয়তো তোমায় মুক্তি দিতাম,
কষ্টে কাটাতাম নির্জনেতে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে পোস্টের শিরোনাম অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন ।ধন্যবাদ আপনাকে অনুভূতির কথাগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর কিছু অনুভূতি তুলে ধরেছেন এই কবিতাটির মধ্যে। দাদা আপনার লেখা কবিতা পড়ে আমি তো কবিতার মাঝে একেবারে হারিয়ে গিয়েছিলাম। কবিতাটা যত পড়ছিলাম আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগছিল। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দের। আর বেশিরভাগ সময় আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মানুষ যদি হঠাৎ বদলে যায় সেটা অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভাই। একপর্যায়ে গিয়ে মনে হয় এইরকম নিখুঁত অভিনয় কীভাবে করেছে তারা। এবং এমনকি দেখা যায় এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এক পর্যায়ে গিয়ে এসব দোষ তারা নিজে না নিয়ে আমাদের উপর চাপিয়ে দেয় হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবরের মতো এই সপ্তাহ খুবই দারুন একটি কবিতা লিখেছেন।ভালোবাসার মানুষের প্রতি অভিযোগ ও মনের আবেগ দিয়ে লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটি কবিতা আপনার সৃজনশীলতা ও ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার মনের অনুভূতিটা কবিতার মাধ্যমে আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit