কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমাদের জীবনটা এক বড় যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে নিজেদের জীবনকে উন্নত করার চেষ্টা করি। আসলে এই যুদ্ধক্ষেত্রে বলতে এখানে আমি কাজকেই বুঝিয়েছি। কারণ প্রতিটা কাজ করতে গেলে আমাদের বিভিন্ন বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। আসলে এই বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করার জন্য সব সময় আমাদের যুদ্ধ করতে হয় অর্থাৎ সেই বাঁধা বিপত্তিকে অতিক্রম করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। আর কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কখনো কেউ সাফল্য অর্জন করতে পারেনি আর বর্তমানেও পারবে না এবং ভবিষ্যতে কখনোই সম্ভব হবে না। তাইতো আমাদের সব সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কঠিন কাজকে সহজ করে তুলতে হবে।
জীবনে আমরা কখনো না কখনো কোনো কাজ করতে গিয়ে অবশ্যই পরাজয় স্বীকার করতে হয়েছিল। আসলে জীবনের সকলের দ্বারা কিন্তু সকল কাজ সম্ভব হয় না। আসলে এই কথাটি পুরোটাই কিন্তু একটা ভুল কথা। কারণ এই পৃথিবীতে যদি চেষ্টায় এবং মনোবল থাকে তাহলে কোন কাজকে কঠিন মনে হয় না। কারণ এই পৃথিবীতে যত জীবজন্তুর বসবাস করে তাদের ভিতরে সবথেকে উন্নত প্রাণী হল মানুষ। আসলে মানুষের মতো উন্নতি প্রাণী এই পৃথিবীতে আর একটিও নেই। আর এই পৃথিবীতে সব কিছুই মানুষের দ্বারা সম্ভব হয়। যদি না মানুষের ভিতরে সেই কাজ করার মত দৃঢ় মনোবল না থাকে তাহলে সেই কাজটি সেই লোকেদের দ্বারা কখনোই সম্ভব হয় না। আসলে কোন কাজ করার আগে আমাদের মনোবলকে কঠোর করতে হবে।
চেষ্টার দ্বারা এই পৃথিবীতে সকল কিছুই করা সম্ভব। কিন্তু এই চেষ্টার মাধ্যমে যদি আপনি সঠিক কর্ম না করে যদি খারাপ কর্ম করেন তাহলে সেই কর্মের ফল কিন্তু মোটেও ভালো হবে না। অর্থাৎ আপনি যদি সবসময় চেষ্টা করেন যে অন্যের ক্ষতি করার তাহলে সবাই আপনাকে মনে রাখবে ঘৃণার সহিত। আপনাকে কেউ আর মনে রাখবে না কখনো। কিন্তু মানুষের দ্বারা যদি কোনো ভালো কাজ সম্পন্ন করতে হয় তাহলে তাকে অনেক বড় যুদ্ধক্ষেত্রে নামতে হয়। কারণ কোন একটি ভাল কাজ করার ক্ষেত্রে আপনাকে বহু লোক নিচু দেখাবে। কিন্তু আপনি তাদের সেই ব্যঙ্গ উপেক্ষা করে যদি সেই যুদ্ধকে মনেপ্রাণে গ্রহণ করে এবং কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু সেই কাজ কখনোই অসম্ভব হয় না। কারণ এই পৃথিবীতে অসম্ভব বলে মানুষের কাছে কিছুই নেই।
আর তাইতো আমাদের সকলের উচিত জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এবং কোন কাজকে ছোট মনে না করা। কারণ আমরা যে কাজকে ছোট মনে করি পরবর্তীতে যখন সেই কাজ করতে যাই তখন দেখি যে এই কাজটি কখনোই ছোট ছিল না। আসলে চেষ্টার দ্বারা পৃথিবীতে সব কিছুই সম্ভব। তাইতো মানুষকে সৎ মনবল নিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে হবার চেষ্টা করতে হবে। আর চেষ্টার মাধ্যমে মানুষ পৃথিবীর যেকোনো অসাধ্য কাজকে সাধন করতে পারবে এবং আমাদের সবাইকে শপথ নিতে হবে যে সবাই মিলে একসাথে সকল বাঁধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারন আমরা যখন সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে সেই কাজেই কিন্তু সব থেকে সার্থকতা রয়েছে।
✠ ০১ ✠
জীবন যুদ্ধে নেমেছি যখন,
এর শেষ দেখেই মরবো আমি।
কোন বাঁধা আমায় আটকাতে পারবেনা,
যতক্ষণ দেহে থাকে প্রাণখানি।
যুদ্ধে নেমে যদি আমরা,
পিছনের দিকে যাই চলে।
কেহ রাখবে না মনে তোমায়,
ঘৃণা করবে সবাই তখনই।
জীবনযুদ্ধে ভয় না পেয়ে,
সামনে এগিয়ে যেতে হবে সবাইকে।
মরণও আমাদের আটকাতে পারবেনা,
জয়ী হবোই আমরা আজকে।
✠ ০২ ✠
এই পৃথিবীতে যারা ভীতু মানুষ,
তারা কখনো কোন কাজ পারে না।
কাজ দেখলেই আগে ভাবে,
এ কাজ আমার দ্বারা হবে না।
যুদ্ধক্ষেত্রে নামার আগে তারা,
তাই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে।
এত চিন্তা ভাবনা করলে পরে,
যুদ্ধ নাহি তার দ্বারা হবে।
সাত পাঁচ না ভেবে যারা যুদ্ধ করে,
তারাই জীবনে জয়ী হয়।
তাদের আছে দৃঢ় মনোবল,
তাই কোন কিছুকেই ভয় না পায়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit