কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দরকারের সময় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমাদের মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হয়। অর্থাৎ আমরা মানুষের সাহায্য ছাড়া সামনের দিকে কখনো সঠিকভাবে এগিয়ে যেতে পারি না। আসলে কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের ট্যালেন্ট দ্বারা সামনের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু সেই এগিয়ে যাওয়াটা তার পক্ষে অনেক বেশি কঠিন হয়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ একটি সামাজিক জীব। আর এই সামাজিক জীব হিসেবে মানুষের যেমন সমাজের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে ঠিক তেমনি সমাজের মানুষকে সাহায্য করাও তার কিন্তু একটা দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে। আসলে আমরা যদি মানুষের সাহায্য নিয়ে সামনের দিকে সৎ ভাবে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।
কেননা কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের সমস্যা গুলো কখনো দেখতে পাই না। অর্থাৎ অন্য লোক আমাদের সমস্যাগুলো দেখে যদি আমাদের কি সেই সমস্যা সম্পর্কে জানায় তাহলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে কিন্তু সবাই সবাইকে দরকার রয়েছে। কিন্তু একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে দরকারের সময় আমরা কাউকে কখনো পাই না। অর্থাৎ এখনকার মানুষগুলো বর্তমানে স্বার্থপর হয়ে গেছে। আরে স্বার্থপর মানুষগুলো সব সময় স্বার্থ নিয়ে আমাদের চারিপাশে ঘোরাফেরা করে। আসলে তাদের যখন দরকার হবে তখন তারা নিজে থেকেই আমাদের কাছে আসবে এবং আমাদের যখন তাদের দরকার হয় ঠিক তখনই আমরা তাদেরকে কোথাও আর খুঁজে পাবো না।
আসলে এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের খুব খারাপ লাগে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষগুলো আপনার দরকারের সময় আপনার পাশে থাকে না তারা কখনো আপনার প্রিয় মানুষ অথবা প্রিয় বন্ধু হতে পারেনা। কেননা প্রিয় মানুষগুলো এবং প্রকৃত বন্ধু গুলো সব সময় দরকারের ক্ষেত্রে আপনার পাশে থাকে এবং দরকার ছাড়াও কিন্তু সবসময় তারা আপনাদের পাশে থাকার চেষ্টা করেন। আসলে তারা অনেকটা আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। আর এই ব্যক্তি গুলোকে আপনার অবশ্যই জীবনে কখনো কষ্ট দেয়ার চেষ্টা করবেন না। কেননা এই ব্যক্তি গুলো হল একমাত্র ব্যক্তি যারা আপনার জীবনে কখনো কোন ক্ষতি চায় না বরং সব সময় আপনার জীবনের উন্নতি চেয়ে থাকে।
আর এই জন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দরকারের সময় যারা দূরে সরে যায় এবং বিভিন্ন ধরনের অজুহাত দেখায় তাদের মত মানুষকে আমাদের জীবনের রাখার কোন প্রয়োজন মোটেও নেই। কেননা আমরা এসব মানুষগুলো ছাড়াও চলতে পারব যদিও চলার পথটা একটু বেশি কঠিন হবে। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে মানুষের মন মানসিকতাকে অবশ্যই পরিবর্তন করার দরকার রয়েছে। কেননা মানুষের এই মন মানসিকতা যদি আমরা পরিবর্তন করে একটা সুন্দর সমাজ গঠন করতে না পারি তাহলে কিন্তু কখনো আমরা জীবনে বড় হতে পারব না। তাইতো শুধুমাত্র প্রয়োজনে নয়, অপ্রয়োজনে মানুষের পাশে থাকার প্রয়োজন এবং তাদের সাহায্য করার প্রয়োজন। এতে করে মানুষের ভিতরের ভালোবাসার সম্পর্কটা আরও মজবুত হয়।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাইয়া দরকারে সময় কাউকে পাওয়া যায় না। বর্তমান সবাই শুধু সুযোগ খুঁজে। আসলে উপকারের সময় সবাই থাকে কিন্তু আপনার প্রয়োজনে কেউ কখনো আসবে না। তবে বন্ধুর মতো বন্ধু হলে সব সময় পাশে থাকে। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রয়োজনের বেলায় মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে সুখের সময় মানুষের অভাব হয় না। তবে এখানে বড় শিক্ষা রয়েছে। বিপদে পড়লে বা বিশেষ প্রয়োজনে যে ব্যক্তিরা পাশে থাকে তারাই আপন। আর যারা বিপদ থেকে দূরে সরে যায় তারা যতই আপন জন হোক না কেন তারা কখনোই আপন নয় এক প্রকার পর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাই, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। বিপদের সময় কেউ পাশে থাকে না। প্রয়োজনে কেউ কখনো আসবে না এইটাই প্রকৃতির বাস্তবতা। সুখের সময় মানুষের অভাব হয় না। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর এটা অনেক বার খেয়াল করেছি ভাই। অন্যদের প্রয়োজনে আমি এগিয়ে যায়। কিন্তু আমার প্রয়োজনে আমি কাউকেই কখনও পাইনা। সবসময় যেন আমি একা হা হা। এটা একটা বাস্তবতা। এইজন্যই এখন আমি আর কারো অপেক্ষায় থাকি না। নিজের মতো নিজেই সামলে নেয় প্রয়োজন গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit