নামঃ নিলয় নূর।
বয়সঃ ২৭
জাতীয়তাঃ বাংলাদেশী।
রেফারারের নামঃ আরিফুল ইসলাম। (ইউনিভার্সিটির ছোটো ভাই।)
রেফারারের আইডিঃ ছোটো ভাই আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে। আইডি উদ্ধার করতে পারে না। ওর সাহায্য নিয়েই স্টিমিট আইডিটা খুলেছি। এখন চাইলেও লিংক এ্যাড করতে পারছি না। তবে ও নতুন আইডি খুললে কমেন্ট বক্সে ওর আইডিটা দিয়ে দেবো।
আসসালামু আলাইকুম সবাইকে। নিলয় নূর বলছি। আজ ‘আমার বাংলা ব্লগে’ নতুন সদস্য হিসেবে (২৬/১০/২০২২) আবেদন করেছি। ‘আমার বাংলা ব্লগে’ সত্যায়িতকরণ স্বরূপ নিজের সম্পর্কে লিখাটি লিখছি।
শুরু করছি শিক্ষাগত যোগ্যতা দিয়ে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক সবই করেছি ব্যবসায় শিক্ষা নিয়ে। বিজ্ঞান শাখায় পড়ার আগ্রহ থাকলেও কেন সে শাখায় পদচারণ পরলো না সে দুঃখজনক ঘটনা কখনো কোনো ব্লগে হয়তো বলা হবে। বর্তমানে পেশায় চাকুরিজীবী হিসেবে বাংলাদেশের অন্যতম শিল্প ‘তৈরি পোশাক শিল্প’ সেক্টরে সক্রিয় আছি।
মনে লালিত কিছু সখের মধ্যে সবচেয়ে প্রিয় বই পড়া। বই বলুন আর যে কোনো লিখা, পড়তে আমি ভীষণ রকম ভালোবাসি। বাংলা সাহিত্যের অমূল্য রত্নদের লিখা পড়তে বা শুনতে কার না ভালো লাগে! এছাড়াও নতুন লেখকদের লিখাও অনুসরণ করার চেষ্টা করি। ভালো লিখায় উৎসাহ দেয়া আমাদের কর্তব্য। আমি লিখতেও পছন্দ করি। তবে আমার লিখাগুলো ঠিক বড় গল্প আকারে হয় না। ছোটো করে স্মৃতিচারণমূলক লিখা বা মজার কিছু ছোটো গল্পাকারে লিখতে আমার ভালো লাগে।
অনুবাদ করতেও আমার ভালো লাগে। ভাষা শেখার ব্যাপারে ছোটোবেলা থেকেই আমার অনেক আগ্রহ। আমি বিশ্বাস করি মানুষের ব্যবহার, খাবার এবং ভাষাই মানুষকে অন্তরের একদম কাছে নিয়ে আসে। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, যেকোনো স্পিচ বা লিখা অনুবাদ করতে পারি। এছাড়াও আজকাল কোরিয়ান, রাশিয়ান, জাপানিজ ভাষা শেখার ব্যাপারে বেশ সময় দিচ্ছি। যদিও তা কচ্ছপের গতিতে এগুচ্ছে। আসলে ইচ্ছে আছে উচ্চতর ডিগ্রিটা বিদেশ থেকে নেয়ার। কোভিডের কারণে পিছিয়ে আছি। তাই ভাষার স্রোতে ভাসিয়ে দিয়েছি নিজেকে।
এছাড়াও আমার আর্টস এন্ড ক্রাফটস ভালো লাগে। সাধারণত সুযোগ পেলে হাতে বানানো কার্ড তৈরিতে সব সময় মুখিয়ে থাকি। সেসব ছবি কখনো শেয়ার করবো আপনাদের সাথে। তবে আমি আমার এ সখগুলোকে কখনো বানিজ্যিকভাবে চিন্তা করি নি। ভালো লাগা এবং ভালোবাসাতেই রেখেছি তাদের।
নেচার ফোটোগ্রাফি, গ্রাম বাংলার দৃশ্য, পৃথিবীর একমাত্র ষড়্রঋতুর দেশ এই বাংলার মিষ্টি সৌন্দর্যের কিছু চোখে পরলেই চেষ্টা করি তা ধরে রাখতে। শহুরে জীবনে সামান্য ছুটিছাটায় গ্রামে গেলে ইন্টারনেটবিহীন এগুলো করেই সময়গুলো চলে যায়।
ঐ ফুডি বলতে যা বোঝায় আমি ঠিক তা না। অতিরিক্ত খাবার, রেস্টোরেন্ট বা রিভিউ দেখে খেতে যাওয়া মানুষ নই। তবে ভাই যখন আমাদের উত্তরবঙ্গের চাল, ডাল, সবজীর কথা আসে খাঁটি কৃষকের মত গামলা নিয়ে মাটিতে পাত পেতে বসে খাওয়া মানুষ আমি। হ্যা ভাই,
হামরা বোগড়ার ছৈল,
হামরা পুঁটিমাছ ধৈরব্যার যায়া
ধৈর্যা আনি বৈল।
মজা করলাম। আমার বাড়ি ঠিক বগুড়াতে না। যমুনা পাড় হলেই আমার বাড়ি শুরু হয়ে যায়। এরপর পুরো উত্তরবঙ্গ আমার বাড়ি।
সখের কথা তো বলে শেষ হবে না। মুভি দেখা, কার্টুন, সিরিজ, স্পিচেস সেটা যেকোনো ভাষার হোক, সাবটাইটেল থাকলে আমি সবই দেখি। আমি হলাম সর্বভূক। স্কিলের মধ্যে ইংলিশ ল্যাংগুয়েজ, কাস্টমার সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, কুইকবুক, ফোটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে সময়ের অভাবে পিচ্চি ধরনের ট্রেনিং নেয়া আছে। মাইক্রোসফট অফিস সম্পর্কেও ধারণাটা খারাপ না। যেহেতু অফিসে পুরো সময়টা সেখানেই দিতে হয়। এমুহূর্তে আপনাদের জন্য অফিসে বসেই লিখছি। ফাঁকিবাজ বলবেন না কিন্তু। বস আসে নি কি না তাই আর কি।
আজ রাখছি কি বলেন? ভেরিফিকেশনে পাশ করে গেলে আশা করছি আবার কথা হবে আপনাদের সাথে।
আপু আপনার সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো। আপনি আপনার ছোট ভাইয়ের মাধ্যমে স্টিমিট সম্পর্কে জানতে পেরেছেন জেনে খুশি হলাম। আশা করছি নিজের প্রতিভা গুলো আমাদের মাঝে তুলে ধরবেন এবং সবার মনে জায়গা করে নিবেন। শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে স্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ৷ আপনার পরিচয় জানতে পেরে অনেক ভালো লাগলো ৷ আশা করি খুব শীঘ্রই আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন মেম্বার হয়ে কাজ শুরু করবেন ৷ এবং আপনার সুন্দর প্রতিভা গুলো আমাদের মাঝে শেয়ার করবেন ৷ আপনার জন্য শুভকামনা রইল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@niloynoor Receive a cordial welcome to this great family.
Some recommendations
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখার দক্ষতা বেশ চমৎকার, ডিজিটাল মার্কেটিং কোর্স করা যেহেতু চমৎকার তো হবেই 😄। বেশ মজার ছলেই আপনি আপনার পরিচয় পর্বটি আমাদের সামনে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনি আমার বাংলা ব্লগের সাথে পরবর্তী জার্নিতে অংশগ্রহণ করতে পারবেন সেই কামনাই রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লিখেছেন, তবে আমার বাংলা ব্লগের মেম্বার হতে গেলে আমার বাংলা ব্লগের ভেরিফাই মেম্বারের রেফার হতে হবে, আর অবশ্যই এক্টিভ ভেরিফাইড মেম্বারের রেফার হতে হবে, না হয় সেই রেফার গ্রহণ করা হবে না,
আর এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের কমিউনিটি discord এ জয়েন করুন, নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord announcement এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
discord link: https://discord.gg/5aYe6e6nMW
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আমি ডিসকর্ডে জয়েন করেই এখানে ভেরিফিকেশন পোস্ট করেছি। দুঃখজনকভাবে এখানে আমার পরিচিত কোনো ভেরিফায়েড মেম্বার নেই। ছোটো ভাইয়ের আইডি ডিজএবল। আমি একেবারেই নতুন তো এই প্ল্যাটফর্মে। আমার শিখতে সময় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit