বৃষ্টিভেজা সকালের পরবর্তী মুহুর্ত

in hive-129948 •  7 months ago 

আশাকরি সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আজ আমি আপনাদের মাঝে ”বৃষ্টিভেজা সকালের পরবর্তী মুহুর্ত” নিয়ে একটি সত্য ঘটনা পোষ্ট করলাম ।

20240702_074731.jpg

আমার সাধারনত বাড়ী থেকে থুব একটা বাহিড়ে বেড় হওয়া হয় না । কিন্তুু হটাৎ একদিন মনে হলো আজ বাহিড়ে যাবো । কারন সেদিন ভোররাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং সকালবেলা সে বৃষ্টি শেষ হয়ে গেছে । বৃষ্টি শেষ হবার পর আমি সকাল বেলা রাস্তায় একটু হাঁটার জন্য বেড় হলাম । রাস্তায় এসে দেখি একটি পুকুরের ওপর পুরোটা জাল দিয়ে ঘেরা আর সে জালের উপরে বসে আছে একটি বগ । বগটি মাছ ধরার চেষ্টা করছিল সকাল বেলা এমন দৃশ্য দেখে মনটা যেন কেমন হয়ে উঠলো ।

এরপর খানিকটা হেঁটে গেলাম যেহেতু রাস্তায় কেউ নাই তাই ভয় পাচ্ছিলাম কেননা রাস্তার দু-পাশে প্রচুর জঙ্গল আর সেই সাথে সকালবেলা কারও তো থাকার কথাই নয় । রাস্তায় কেউ নাই শুধু আমি একা । ভয়ে যেন গাঁয়ের মধ্যে শিউরে উঠছিল তবুও যেন রাস্তায় হাঁটা থামছিল না ।

20240702_075033.jpg

20240702_075124.jpg

খানিকটা হেঁটে গিয়ে দেখলাম একজন কৃষক তার কিছু ছাগল নিয়ে মাঠে যাচ্ছে,ছাগলগুলোকে খাওয়ানোর জন্য । আমার ভয়টা চলে গেল । লোকটা আমায় জিঙেস করলো আমি এতো সকালে কোথায় যাচ্ছি, উত্তরে বললাম একটু হাঁটার জন্য বেড় হয়েছি । আর কিছু না বলে ছাগল নিয়ে মাঠে চলে গেল ।

20240702_080015.jpg

এরপর আবার হাঁটতে শুরু করলাম , যেহেতু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদী এবং নদীটা বর্ষার পানিতে ভরে গেছে তাই নদীটি দেখতে ভালোই লাগছিল । আমাদের এই নদীর নাম নাগর নদী । নদীটি প্রায়ই সময় শুখনা থাকে, তাই নদীটা যখন পানিতে ভরে গেছে দেখতে অনেক ভালো লাগছিল এবং মানুষ সকাল সকাল মাছ ধরতেও এসেছিল । নদীটির দুপাশে ছিল তালগাছ ,তালগাছে অনেক তাল এসেছে, যেন এমন দৃশ্য আজকাল দেখা যায় না ।

আশাকরি আমার এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাথে থকতে ভুলবেন না ।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আগামীতে নিয়ে অসবো নতুন কোন পোস্ট নিয়ে, সাথেই থাকুন…..

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!