কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
শীতকালে আমরা বিভিন্ন রকম খাবার তৈরি করি। এবং শীতকালে আমরা বিভিন্ন রকম মুখরোচক খাবার খেতে খুবই ভালোবাসি। আর এইসব মুখরোচক খাবারের মধ্যে আমি সব সময় স্বাস্থ্যসম্মত খাবার বেশি পছন্দ করি। কারণ যেসব খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেসব খাবার খেয়ে শরীরের ক্ষতি করার কোনই দরকার নেই। বরং যে সব খাবার আমাদের শরীরের উপকার হয় সেসব খাবার খাওয়া আমাদের জন্য লাভজনক। আর শুধুমাত্র অস্বাস্থ্যকর খাবারই যে মুখরোচক এবং খেতে সুস্বাদু হয় এমনটা কিন্তু নয়। স্বাস্থ্যকর খাবার বিভিন্ন উপায়ে তৈরি করলে এটাও খেতে মুখরাচক এবং সুস্বাদু হয়। আর এইসব খাবার যেহেতু স্বাস্থ্যকর সেজন্য শরীরের উপকার হয়। যেমন আমলকি, এই আমলকি খাওয়া শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই আমলকি খাওয়া এতই বেশি উপকার যে এর উপকারের তালিকা বলেও শেষ করা যায় না।
যারা আমার মত টক ফল খেতে ভালোবাসে তাদের জন্য এই আমলকি অনেক প্রিয় খাবার হতে পারে। আমার এই আমলকি খেতে খুবই ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন এই আমলকি আমাকে খাওয়ানোর জন্য মা বলতো, 'তুমি আগে এই আমলকি টা খেয়ে নাও তারপর আমি তোমাকে একটা জাদু দেখাবো'। আর আমি এই জাদু দেখার জন্য আমলকিটা খেয়ে নিতাম , তারপর মা আমাকে বলতো এবার তুমি জল খাও দেখো মুখে মিষ্টি লাগবে। তারপর আমি জল খেতাম এবং সত্যি মুখে মিষ্টি লাগতো। সেই ছোটবেলার পর থেকেই আস্তে আস্তে আমার আমলকি খুবই প্রিয় একটি ফল হয়ে উঠলো। আমলকি নিয়ে আমার ছোটবেলায় ঘটে যাওয়া অনেক সুন্দর সুন্দর মিষ্টি স্মৃতি আছে। তাই আজকে আমলকির একটি সুন্দর মিষ্টি রেসিপি তৈরি করব। আজকে আমি আমলকির মোরব্বা তৈরি করব যেটা আমি সংরক্ষণ করে বেশ কয়েক মাস রেখে খেতে পারব। তাহলে শুরু করা যাক আমলকির মোরব্বা তৈরি করা।
-:উপকরণ:-
আমলকি
গুড়
এলাচ
-:মোরব্বা প্রস্তুতি প্রণালী:-
আমলকির মোরব্বা তৈরি করার জন্য আমি প্রথমেই এক কেজি মতো একদম তাজা ভালো দেখে আমলকি নিয়ে নিয়েছি। এবারে আমলকি গুলিকে ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে আমলকি গুলো ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে ছিদ্র করে নিয়েছি। এই আমলকি গুলো ছিদ্র করে নেওয়ার কারণ হলো আমলকি গুলোর মধ্যে ভালো করে মিষ্টি ঢুকে যেতে পারবে এবং ভালো করে সেদ্ধ হবে খেতেও অনেক সুস্বাদু লাগবে। আর যদি এই ছিদ্রগুলো না করা হয় তাহলে অনেক সময় দেখা যায় আমলকির কোয়া করে খুলে আসে আর মিষ্টি ঠিক মতো আমলকির মধ্যে ঢুকতে পারে না। প্রত্যেকটি আমলকি ধরে ধরে ধৈর্য সহকারে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়ার পর, একটি পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে ওভেনের ওপর বসিয়ে গরম হতে দিলাম।
অন্য একটি ঝাজরি থালায় করে আমলকি গুলিকে নিয়ে ওই বাটির ওপর দিয়ে দিলাম। এবং অন্য একটি থালা দিয়ে ওই আমলকির ঝাজরি থালাটি ঢেকে দিলাম। তাহলে আমলকি গুলো সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এখানে অনেকে জল দিয়ে আমলকি গুলি সেদ্ধ করে নেয় এবং জল ফেলে দেয়। আমি জল দিয়ে সেদ্ধ করি না কারণ আমার মনে হয় জল দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিলে আমলকির গুনাগুন সব বেরিয়ে যাবে। আমলকি ভাপে সেদ্ধ করায় আমলকির মোরব্বা একটু কস এবং টক হয় ঠিকই। কিন্তু এর গুনাগুন বজায় থাকে এবং এটি খাওয়া খুবই উপকারী হয়। বেশ কিছুক্ষণ পর আমি এবার আমলকির ঢাকনা তুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে নিলাম। একটি কড়াইতে বড় চামচের দুই চামচ পরিমাণ গুড় নিয়ে নিলাম। এবং সাথে সাথে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম।
এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম এবং কিছুক্ষণ পরেই দেখতে পেলাম গুড় সম্পূর্ণ গলে গেছে আর গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আমলকি গুলো সবকটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে লাগলাম। এরমধ্যে ৫ থেকে ৭ মিনিট পর অর্ধেক চামচ পরিমাণ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এতে সুন্দর স্বাদ আসে এবং গন্ধটাও সুন্দর হয়। এই সময়ে ওভেনের আগুন একদম কম ফ্লেমে রাখতে হবে। এবং ভালো করে ঢাকা দিয়ে আর মাঝেমধ্যে একটু নাড়াচাড়াও দিয়ে নিতে হবে যেন কড়াইতে গুড় পোড়া লেগে না যায়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আমলকির মধ্যে গুড়ের মিষ্টি ভালো করে ঢুকে যেতে পারবে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে এক পর্যায়ে দেখতে পেলাম আমলকি গুলো একদম নরম হয়ে গেছে এবং গাঢ় ব্রাউন রংয়ের অর্থাৎ গুড়ের মতো গাঢ় রং ধারণ করেছে। এটা দেখেই বোঝা গেল আমলকির মোরব্বা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটি একটি কাঁচের পাত্রে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
আমলকির মোরব্বা😋 দেখেই তো মুখে পানি চলে এলো।না জানি খেতে কত সুস্বাদু হয়েছে।আমি কখনো আমলকির মোরব্বা খেয়ে দেখিনি,কিন্তু আপনার তৈরি আমলকির মোরব্বা দেখে সত্যিই খাওয়ার জন্য খুব লোভ হচ্ছে। আপনার এই রেসিপি পদ্ধতি দেখে বাসায় একদিন তৈরি করার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমলকির মোরব্বা রেসিপি দারুন হয়েছে। যদিও এই খাবারটি কখনো খাওয়া হয়নি। নতুন ধরনের একটি রেসিপি শিখলাম। আপনার কাছ থেকে রেসিপি তৈরির পদ্ধতি দারুন ভাবে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাত্র তিনটি উপকরণ দিয়ে এভাবে যে আমলকির মোরব্বা তৈরি করা যায় এটা আগে জানা ছিল না। খুবই দারুণ একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। রেসিপি এর প্রতিটি ধাপের বর্ণনা খুবই সুন্দর ভাবে দিয়েছেন। বাড়িতে অবশ্যই একদিন চেষ্টা করব রেসিপিটা তৈরি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমলকির মোরব্বা রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমলকির মোরব্বা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। সত্যি বলতে আপনার রেসিপি টি দেখে জিহ্বায় জল চলে এসেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে এ জাতীয় ফলগুলো পাওয়া যায় না। এজন্য কখনো এমন রেসিপি খাওয়া হয়না। আপনার চমৎকার রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে। আমলকি ফলটা শুনেছি অনেক উপকার মূলক একটি ফল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমলকি ফল টা বেশ পুষ্টিগুণ সম্পন্ন। আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে। তবে এরকম মোরব্বা তৈরি করে কখনো খাওয়া হয়নি। একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। একদিন ট্রাই করে দেখব এটা। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেন ভিন্ন স্বাদের ভিন্ন এক রিসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। আপনার তৈরি করা এমন সুন্দর রেসিপি দেখে সত্যি খুবই ভালো লেগেছে। তবে এ জাতীয় রেসিপি গুলো তেমন বেশি একটা খাওয়া হয়নি আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ক্ষতিকর খাবার খেয়ে শরীরের ক্ষতি করার দরকার নাই। যে সকল খাবার উপকারী সেগুলো খাওয়া উচিত।আমলকীর মোরব্বা সত্যি খুবই লোভনীয়। খুব ভালো লাগে খেতে।প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল আমলকি।আপনি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমলকীর মোরব্বা করেছেন এবং আমলকীর মোরব্বা তৈরি পদ্ধতি ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমলকি মোরব্বা সত্যিই খুব ভালো একটি খাবার। ঠিক কথা বলেছেন। অন্য কিছু খাবার খাওয়ার থেকে এই ধরনের খাবার গুলি ভালো। অসাধারণ একটি আনকমন খাবার আপনি ধাপে ধাপে উপস্থাপনা করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে আমলকির মোরব্বা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি কখনো তৈরি করা হয়নি। আপনাদের রেসিপির পরিবেশন দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমলকী দিয়ে মুরব্বা কখনও খাওয়া হয়নি। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে জিভে জল চলে আসলো। একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। তবে পরবর্তীতে চেষ্টা করবেন ধাপগুলো আরেকটু বেশি করে তুলে ধরার। তাহলে পোস্টের কোয়ালিটি সুন্দর হবে। ধন্যবাদ আপু মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমলকী ঔষধিগুণসম্পন্ন একটি ফল। তবে ঐভাবে আমলকী কখনও খাওয়া হয়নি। আমলকীর মোরব্বা এটা এই প্রথম দেখলাম। দেখে বেশ দারুণ লাগছে। চমৎকার তৈরি করেছেন এটা আপু। এবং রেসিপি টার উপস্থাপনা টাও বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit