মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা।

in hive-129948 •  last month 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000045359.jpg


1000045356.jpg



আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেই খাবারটি অনেকেই খেয়েছে আবার অনেকেই খায় না অর্থাৎ পছন্দই করে না। যেমন আমি আর আমার বাবা এই মাছের তেল পছন্দ করলেও আমার হাজব্যান্ড মোটেও পছন্দ করে না। আসলে খাবার নিয়ে একেকজনের পছন্দ একেক রকম। তবে মাছের তেলে অনেক উপকারিতা রয়েছে। মাছের তেল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আজকে মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা করেছি যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তাই ভাবলাম এত সুন্দর সুস্বাদু একটি খাবার আপনাদের সাথে শেয়ার করাই যায়। যারা মাছের তেল খেতে পছন্দ করে তারা একবার এইভাবে ভাজা করে খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুস্বাদু মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা।

1000045328.jpg


1000045332.jpg


-:মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজার উপকরণ:-

মিষ্টি আলু
মাছের তেল
পেঁয়াজ
কাঁচা লঙ্কা
হলুদ
লবণ
জিরের গুঁড়ো

1000045335.jpg

1000045340.jpg


-: মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজার পদ্ধতি:-



প্রথমে আমি মিষ্টি আলু ভালো করে খোসা ছাড়িয়ে একদম কুচি করে নেব যেভাবে নরমাল আলু ভাজার জন্য কাটা হয়। একদম সরু সরু লম্বা করে আলু কুচি করে কেটে নিলাম। এবার একটি পেঁয়াজ নিয়ে সেটিও ভালো করে কুচি করে নিলাম আর তার সাথে কয়েকটি কাঁচালঙ্কা কুচি করে কেটে নিলাম। মাছের তেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবং নোংরার নালী টা ফেলে দিলাম। সুন্দর করে বেশ কয়েকবার পরিষ্কার জলে মাছের তেল ভালো করে ধুয়ে নিলাম।

1000045338.jpg


1000045341.jpg


1000045344.jpg



এবার একটি কড়াই নিয়ে নিলাম, কড়াই উনুনের পরে রেখেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের তেল। এবং তার সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ সুন্দর করে মিশিয়ে মাছের তেলটি এক মিনিট মত ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এই মাছের তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে দুই মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজতে লাগলাম।

1000045345.jpg


1000045346.jpg


1000045348.jpg



পেঁয়াজ একটু নরম হয়ে আসতেই দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা মিষ্টি আলু গুলো। এবং মিষ্টি আলুর সাথেই দিয়ে দিলাম কুচি করে কাটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সব উপকরণ সুন্দর করে মিশিয়ে ভাজতে লাগলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যেন সুন্দর করে আলু সেদ্ধ হয়ে যেতে পারে। দু মিনিট মতো ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনা খুলে নিলাম। যেহেতু একদম শুরু করে কাটা তাই বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে।

1000045351.jpg


1000045353.jpg



বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে প্রায় হয়ে আসার কাছাকাছি হলে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে আরো ৪-৫ মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার প্রস্তুত হয়ে গেল মিষ্টি আলু দিয়ে মাছের তেল ভাজা। এই মাছের তেলটি এতটাই ভালো ছিল যে আলুর ওপরে পুরো মাছের তেল দেখা যাচ্ছিল। সব মাছের তেল গলে যায়নি কিছুটা আস্ত ছিল। তবে একমাত্র এই রেসিপিতে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন হয় না। মাছের তেলেই এই সম্পূর্ণ ভাজাটি হয়ে যায়। ভীষণ সুস্বাদু এবং হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে এই ভাজাটি খেতে।

1000045363.jpg


1000045362.jpg


1000045357.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভেজে রান্না করার রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। মিষ্টি আলু এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি দেখছি মাছের তেল দিয়ে মিষ্টি আলুর ভাজা রেসিপি করেছেন। তবে আলু ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটির কালার দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার আলু ভাজা রেসিপি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।

মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা রেসিপি শেয়ার করেছেন।মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা একটি অনন্য রেসিপি।মাছের তেলের এমন ক্রিয়েটিভ ব্যবহার দেখে আমি অভিভূত! সামনে আরও অনন্য রেসিপির আশা রাখছি।

মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজি রান্না রেসিপি আজকেই প্রথমবারের মতো দেখলাম। আপনার এই রেসিপিটি দেখতে অনেক রকমই লাগছে। নিশ্চয় গরম গরম ভাতের সাথে খেলে দারুন লেগেছিল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

আপনি আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন আজকে। এটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। কয়েকদিন আগেও রেসিপিটা খেয়েছিলাম। আপনি খুবই মজাদার ভাবে এটা তৈরি করেছেন। যে কারোই অনেক লোভ লাগবে আপনার তৈরি করা রেসিপি দেখলে।

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা রেসিপি তৈরি করেছেন। আসলে মাছের তেল দিয়ে এখন পর্যন্ত কোন ধরনের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

আলু ভাজা খেতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ আলু ভাজা দিয়ে গরম রুটি গরম পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনি কিন্তু মাছের তেল দিয়ে মিষ্টি আলু ভাজা রেসিপি করেছেন। ধন্যবাদ মজার রেসিপি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।