স্মৃতি ও বিস্মৃতি।

in hive-129948 •  22 hours ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1738838762630411093164458561910.jpg



সোর্স


স্মৃতি আমাদের জীবনের অনেক বড় একটা অংশ যা আমরা কখনোই ভুলতে পারবো না। এবং এই স্মৃতি থেকে আমরা কখনোই দূরে পালাতে পারব না। আর আমাদের জীবনের এই স্মৃতি কখনো কখনো অনেক খারাপ হয়ে থাকে আবার কখনো অনেক সুন্দর হয়ে থাকে। আর কিছু কিছু স্মৃতি এমন থাকে যা আমরা কখনোই ভুলতে পারবো না। যতই কষ্ট করি না কেন বা যতই চেষ্টা করি না কেন আমাদের এই স্মৃতি ভুলে থাকা সম্ভব হবে না। কারণ চলতে ফিরতে, বা বিভিন্ন রকম কাজ করার সময় আমাদের এই পুরনো দিনের স্মৃতি অবশ্যই মনে পড়বে। অথবা কখনো যদি একা আপন মনে বসে থাকা হয় তাহলে সারা জীবনের যত স্মৃতি আছে সব যেন একে একে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঠিক সিনেমার মতো। আর এই স্মৃতি ভালো হোক বা খারাপ মনে পড়লেই একটা বড় দীর্ঘশ্বাস নিজের অজান্তেই বেরিয়ে আসে। কারন আমরা প্রতিনিয়ত আমাদের পুরাতন জীবনকে কখনো না কখনো কোনো না কোনো ভাবে মনে করি এবং কিছু কিছু সময় আমাদের মনে হয় সেই সময়ে ফিরে যেতে। আসলে স্মৃতি মানেই আমাদের অতীত এবং অতীতে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা। সেটা হতে পারে আমাদের একদম ছোটবেলার ঘটনা যা আমরা দীর্ঘ বছর আগে পেরিয়ে এসেছি বা কিছু সময়ে আগেকার ঘটনা যা আমরা সদ্য কাটিয়ে উঠেছি।


এই সবকিছুই আমাদের জন্য স্মৃতি হয়েই থেকে যায়। আসলে আমরা যখন অবসরে বসে থাকি তখন আমাদের সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায় যখন আমরা প্রথম স্কুলে গেছিলাম। এবং প্রথমদিনে আমাদের স্কুলের দিন কেমন কেটেছিল। এরপর আমাদের স্কুলে পড়া জীবনের নানা রকম ঘটনা, বন্ধুদের সাথে বিভিন্ন মান অভিমান, ছোটবেলায় রান্নাবাটি খেলা আর আমাদের বড়দের থেকে আলাদা ছোট্ট একটি জগত। সেই সব স্মৃতি মনে পড়লে আজও মনে হয় যদি আবার সেই সব দিনে ফিরে যেতে পারতাম কি ভালোই না হতো। তবে কলেজ জীবনের অনুভূতিটাও ছিল অনেক বেশি সুন্দর। বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানো, বন্ধুদের পড়া ধরা আর তাদের পড়া ধরতে ধরতে নিজেদেরই পড়া মুখস্ত হয়ে যেত, আর সব সময় বন্ধুদের থেকে পড়াশোনা ভালো করার প্রতিযোগিতা। তখন ওই সময়টা কত ভালো ছিল সেটা তখন বুঝতে না পারলেও এখন অবশ্যই বুঝতে পারি যে তখনকার সময় কতটা সুন্দর কাটিয়েছিলাম। কলেজের টিফিনের সময় ফাঁকা একটি ঘরে গিয়ে সবাই বন্ধু বান্ধবী মিলে একসাথে কাড়াকাড়ি করে টিফিন খাওয়া, এবং তারপরে টিফিনের বাটি গুলো একটার পর একটা তুলে টাওয়ার তৈরি করা। স্কুল বা কলেজ শেষে গল্প করতে করতে একসাথে বাড়ি ফেরা।


দিনগুলো সত্যিই খুব ঘোরাঘুরি করে স্মৃতির পাতায়। কিছু কিছু মানুষের তো আবার কলেজ জীবনেই প্রথম প্রেমের অনুভূতি হয়। আর এই অনুভূতি যদি দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ এই প্রেম যদি বিয়ের রূপ ধারণ করে সারা জীবন থেকে যায় তাহলে তো একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর যদি এ প্রেমের মেয়াদ অতি সামান্য হয়ে থাকে তাহলে তো একটা খারাপ স্মৃতি হয়ে থেকে যায়। তবে আমাদের প্রত্যেকের জীবন যেমন আলাদা তেমন প্রত্যেকের স্মৃতিও বিভিন্ন রকমের হয়ে থাকে। এবং প্রত্যেকের বিয়ের স্মৃতিও অনেক আলাদা হয়ে থাকে। আসলে আমাদের জীবনটাই পুরো স্মৃতিতে ভরা। আমরা যত দিনের পর দিন এগিয়ে যেতে থাকবো ততই আমাদের জীবনে প্রতিটা দিনের সাথে সাথে স্মৃতিও বাড়তে থাকবে। তবে আমাদের অর্থাৎ মানুষের মধ্যে অনেক বড় একটি গুন আছে যা আমাদের বাঁচতে অনেক সাহায্য করে আর সেটা হল বিস্মৃতি। বিস্মৃতি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা যদি আমাদের মনে থেকে যায় অর্থাৎ স্মৃতিতে থেকে যায় তাহলে আমরা হয়তো সামনের দিকে এগোতে পারবো না বা ভালো করে বাঁচতেই পারব না। কারণ আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু দুর্ঘটনা বা ঘটনা থাকে যা আমরা ভুলে থাকতে চাই।


আর এই সব ঘটনা যদি আমরা না ভুলতে পারি তাহলে আমরা জীবনে সামনে এগোতে পারবো না এবং জীবনে উন্নতি করা তো দূরের কথা কোন কিছু ভালো কাজ করতে পারবো না। তাই আমাদের জীবনে যেমন স্মৃতির প্রয়োজনীয়তা আছে তার পাশাপাশি বিস্মৃতির প্রয়োজনও অপরিসীম। কারণ জীবনের কিছু কিছু ঘটনা আবার কিছু কিছু কথা মাঝে মধ্যে মনে পড়লে তাও জীবনে চলতে খুব একটা সমস্যা হয় না কিন্তু যদি জীবনে ঘটে যাওয়া সেই সব খারাপ স্মৃতি আমরা প্রতিনিয়ত মনে রাখি এবং আমাদের বিস্তৃতি না ঘটে তাহলে আমরা জীবনে চলতে পারব না এবং ভালোভাবে বাঁচতে পারব না। যার ফলে অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন জটিল সমস্যা হতে পারে আর আমরা ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকারও হতে পারি, এমনকি আমরা আমাদের পুরনো দিনের খারাপ স্মৃতিগুলি যদি ভুলতে না পারি আর সারা জীবন যদি সেগুলো মনে থাকে তাহলে আমরা স্বাভাবিক জীবনযাপন ভুলে পাগল হয়ে যেতে পারি। তাই আমার মনে হয় আমাদের জীবনে স্মৃতির থেকে বেশি প্রয়োজন বিস্মৃতি। আর আমরা সবসময় চেষ্টা করব আমাদের জীবনকে সুন্দর আর ভালো স্মৃতিতে ভরিয়ে রাখতে এবং খারাপ ঘটনা ও খারাপ স্মৃতির থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবো তাহলে আমরা সুন্দরভাবে বাঁচতে পারব।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000028675.jpg

1000028668.jpg

1000028667.jpg

যেই দিনটা অতীত হয়ে যায় সেই দিনের স্মৃতিগুলো আমাদের জীবন খাতায় লিখা হয়ে যায়। তবে কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি থেকে থাকে যেগুলো বারবার মনে পড়ে। চোখ মেলে দেখতে গেলে বোঝা যায় অতীতের ফেলে আসা কার্যক্রম গুলো। আপনি স্মৃতি ও বিস্মৃতি নিয়ে সুন্দর লিখেছেন আপু।

"স্মৃতি ও বিস্মৃতি" একে অপরের বিপরীত হলেও গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে। স্মৃতি, যা আমাদের অতীতের একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের জীবনকে প্রভাবিত করে, আবার বিস্মৃতি, যা কিছু কিছু সময়ের জন্য আমাদের মনে দাগ রেখে যায়, কখনো কখনো আমাদের অজান্তেই পুরনো অভিজ্ঞতাগুলিকে মুছে ফেলে। তবে, বিস্মৃতি হয়তো কিছু সময়ের জন্য স্মৃতিগুলো থেকে মুক্তি দেয়, কিন্তু সত্যিকারভাবে স্মৃতিগুলো আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকে, কখনো মুছে যায় না। এক ধরনের অদৃশ্য চক্র, যেখানে স্মৃতি ও বিস্মৃতি একে অপরের দিকে ফিরে ফিরে আসে।