কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা মানুষেরা এই পৃথিবীর সব থেকে উন্নত জীব। কারণ আমাদের অন্যান্য প্রাণীদের থেকে বেশি উন্নতমানের বুদ্ধি রয়েছে। এছাড়া আমরা সবদিক থেকে অন্যান্য জীব থেকে এগিয়ে। আর তাই মানব সভ্যতার সূচনা সময় থেকেই আমরা এখন অব্দি অনেক বেশি উন্নত হয়েছি এবং অপরকেও উন্নতি করতে প্রতিনিয়ত সাহায্য করে চলেছি। আর তার পাশাপাশি আমরা এটাও শিখেছি যে আমাদের প্রতিনিয়ত একজোট হয়ে কাজ করা উচিত। আমরা যখন একা থাকি তখন আমাদের বিপদ হওয়ার আশঙ্কা অনেক বেশি হয়ে পড়ে। এছাড়াও আমরা কখনো একা থাকতেই পারি না কারণ একাকীত্ব আমাদের প্রতিনিয়ত গ্রাস করতে থাকে। আমরা সেই আদিম যুগ থেকেই দলবদ্ধভাবে জীবন যাপন করে চলেছি। আর এই দলবদ্ধভাবে থাকার কারণে আমাদের অনেক বেশি ভালো হয়েছে এবং আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। আমাদের মাঝেমধ্যে একা একা থাকতে ভালো লাগলেও আমরা বেশিক্ষণ একা থাকতে কখনোই পারি না। আমাদের প্রতিনিয়ত আমাদের কাছের মানুষ এবং কিছু মানুষ আমাদের সঙ্গী হিসেবে প্রয়োজন হয়। তাই আগেকার সময়ে দেখা যেত একটি পরিবারের দাদু ঠাকুরমা, কাকা কাকি, ভাই বোন সহজ ভাষায় বলতে গেলে যৌথ পরিবারে সবাই মিলেমিশে থাকতো।
আসলে এইভাবে মিলেমিশে দলবদ্ধ ভাবে থাকার অনেক সুবিধা আছে। আমরা একসাথে মিলেমিশে দলবদ্ধভাবে থাকলে এবং দৈনন্দিন কাজ ভাগাভাগি করে নিলে আমাদের প্রত্যেকের উপর কাজের চাপ অনেকটাই কমে যায়, যার ফলে একজনের উপর কাজের অনেক বেশি চাপ পড়ে না। আর দলবদ্ধভাবে যেকোনো কাজ করলে কাজ অনেক সহজেই এবং তাড়াতাড়ি সম্পূর্ণ করা সম্ভব হয়। এছাড়াও আমরা যদি দলবদ্ধ ভাবে কাজ করি তাহলে আমাদের অনেক কঠিন থেকে কঠিনতম কাজও সহজ মনে হতে থাকে। আর একই সঙ্গে কাজ করার ফলে আমাদের মনের মধ্যে হিংসা বাসা বাঁধতে পারে না ফলে আমাদের মিলেমিশে থাকার মানসিকতা তৈরি হতে থাকে। আর যে কোন মানুষের সাথে মিশুক আচরণ এবং বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক স্থাপন করার ক্ষমতা তৈরি হয়ে যায়। এছাড়াও আমরা যখন দলবদ্ধভাবে কোন কাজ করি তখন সেই কাজটি সফল হওয়ার সম্ভাবনা অনেক গুনে বেড়ে যায়। এছাড়াও যেহেতু আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা ধরনের হয় তাই একসাথে দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমাদের বিভিন্ন ভাবে ক্রিয়েটিভিটি প্রকাশ পেতে থাকে এবং বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তাভাবনা তৈরি হতে থাকে। অর্থাৎ আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে নতুন নতুন চিন্তাভাবনা তৈরি হয় যা আমাদের নিজস্ব জীবন যাপনেও অনেক বেশি সাহায্য করে।
আমরা যখন দলবদ্ধভাবে কাজ করি তখন আমাদের একে অপরের থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়ে যায়। আর এইসব শিক্ষা আমরা কাজে লাগিয়ে আরো বেশি নিজেকে উন্নত করতে পারি এবং নিজের কাজকে আরো ভালোভাবে চালিয়ে যেতে পারি। আর এই দলবদ্ধভাবে কাজ করার ফলে আমাদের যে কোন কাজ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায় আর যদিও বা কোন কাজে বাধা আসে অথবা ভুল হয়ে যায় সেটাও সকলের সাথে আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন মতামতের মধ্য দিয়ে একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অনেক সহজেই ভুল কাজটি ঠিক করে নেওয়া সম্ভব হয়। আসলে আমরা যখন একা একা কোন কাজ করি তখন আমাদের কাছে অনেক সীমিত চিন্তাভাবনা এবং সীমিত ক্রিয়েটিভিটি থাকে কিন্তু যখন আমরা দলবদ্ধভাবে কাজ করি তখন অনেক মানুষের চিন্তাভাবনা এবং অনেক মানুষের ক্রিয়েটিভিটি একত্রে হয়ে যেকোনো কাজ অনেক বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক গুনে বেড়ে যায়। যার ফলে আমাদের কোন কাজ করতেই বেশি চাপ বা কষ্টের সম্মুখীন হতে হয় না। আর সেই কাজটা যদি হয় বুদ্ধির কাজ অথবা শারীরিক পরিশ্রমের কাজ দলবদ্ধভাবে করলে কোনটাই কঠিন নয়। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন পড়ার বইতে এমন অনেক গল্প বা কবিতা পড়েছি যাতে এই দলবদ্ধ ভাবে কাজ করার উপকারিতা লেখা ছিল।
আমরা যখন দলগতভাবে কাজ করি তখন আমাদের কাজের মধ্য দিয়ে দলের প্রত্যেকটি মানুষের সঙ্গে সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে এবং আমাদের সম্পর্ক অনেক গভীর এবং বিশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু বর্তমান যত সময় যাচ্ছে তত আমাদের দলবদ্ধ ভাবে কাজ করার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে একা হয়ে পড়ছি। আর আমাদের এই একাকিত্বের ফলেই আমাদের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত ভুল নেওয়া হয়ে যাচ্ছে কারণ আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আমরা একার চিন্তাতেই নিয়ে থাকি। এছাড়াও আমরা যেহেতু এখন দলবদ্ধভাবে কাজ করা অনেকটাই কমিয়ে ফেলেছি সেই জন্য আমাদের বিভিন্ন কাজের চাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে আর এর ফলে আমাদের শারীরিক এবং মানসিক কষ্টের পরিমাণও অনেক বেশি বেড়ে গেছে। তবে আমাদের এই দলবদ্ধভাবে কাজ করা শুধুমাত্র বড় মানুষদের জন্যই নয় ছোটদের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। দলবদ্ধভাবে কাজ করার ফলে ছোটদের অনেক তাড়াতাড়ি মস্তিষ্কের বিকাশ ঘটে এবং অনেক প্রোডাক্টটি চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করতে পারে। আমাদের ভুললে চলবে না ছোটবেলায় পড়া "একতাই বল"। তাই ছোট থেকে বড় সবারই দলবদ্ধ ভাবে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একতাই বল। একথা ছোট থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি। কিন্তু আজকাল আর সেসব দেখা যায় না। মানুষ প্রত্যেকেই নিজের নিজের লভ্যাংশ বুঝে নিয়ে সরে পড়ার পথ খোঁজে৷ একতা থাকলে বাঁচা অর্থাৎ দৈনন্দিন জীবনযাপন যে কত সহজ হয়ে যায় তা বোধহয় মানুষ নিজেই বোঝে না৷ যাইহোক এমন দুর্দিনের সময় আপনার প্রতিবেদনটি পড়ে ভালো লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit