নেইল এক্সটেনশন।

in hive-129948 •  2 months ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000013911.jpg


আজ সকাল থেকে তেমন কাজের কোন চাপ না থাকায় আমি একটু রিলাক্সে ঘরের সব কাজ করছিলাম। হঠাৎ করে আমার একজন ক্লায়েন্ট ফোন করে বলে তাকে আজকে নেইল এক্সটেনশন করিয়ে দিতে হবে। তখন আমি তাকে বললাম আমার তো ঘরের কাজ এখনো শেষ হয়নি তুমি যদি কালকে করতে তাহলে ভালো হতো। সে তখন বলল তার একটা অনুষ্ঠান আছে সুতরাং আজকে করে দিলেই ভালো হবে। আসলে আমাদের নেইল আর্টিস্টদের নিয়ম হলো আগের থেকে ডেট এবং টাইম বুক করে রাখতে হয়। হঠাৎ করে যদি কোন ক্লাইন্ট বলে আজকেই তার নেইল এক্সটেনশন করতে হবে তাহলে আমাদের একটু সমস্যায় পড়তে হয়।

1000013938.jpg


যেহেতু ক্লাইন্ট এর একটু তাড়া ছিল তাই আমিও তাকে আর মানা করতে পারলাম না। আমি তাকে একটি নির্দিষ্ট সময় আসতে বললাম। আর তাড়াতাড়ি নিজের কাজগুলো শেষ করলাম। কাজ সেরে নেইল এক্সটেনশনের জিনিসপত্র সব গোছাতে গোছাতে দেখলাম ক্লাইন্ট চলে এসেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি কাজটা শুরু করে দিলাম। কিন্তু কাজ করতে গিয়ে দেখি আমার যে ক্লাইন্ট তার বাঁ হাতের দুটি আঙুল বেঁকে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই দুটি আঙুল কিভাবে বেঁকে গেল? সে আমাকে জানালো অনেক বছর আগে সে ছাদে ঘোরাঘুরি করছিল, এমন সময় ছাদের কোন একটা কারেন্টের তারে তার হাত পড়ে এবং শক লাগে। সেই শক লাগার কারণেই তার ওই আঙুল দুটি বেঁকে গেছে । শক লাগার পর তার ওই হাত দিয়ে কাজ করতে অসুবিধা হতো। কিন্তু প্রায় দীর্ঘ বছর কাটার পর এখন তার অভ্যাস হয়ে গেছে।


1000013939.jpg


ঘটনাটি শুনে খুবই কষ্ট হলো। তার হাত খুবই সুন্দর। আমি তার সাথে কথা বলতে বলতে আমার নেইল এক্সটেনশন এর ধাপগুলো সম্পন্ন করতে শুরু করলাম। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কেমন ডিজাইন করাতে চায় তার হাতে। সে অনেক দেখে এই ডিজাইনটা পছন্দ করলো। সে আগে কখনো নেইল এক্সটেনশন করেনি। তাই সে খুবই উদ্বিগ্ন ছিল তার এই প্রথমবার নেইল এক্সটেনশন করার জন্য। সে আবার বলল সে বেঁকে যাওয়া ওই দুটি নখে নেইল এক্সটেনশন করাবে না। শুধু তিনটে নখে করাবে। আমিও তার কথায় সম্মতি জানালাম। কারণ তার ওই দুটি নখ হাতের তালুর সঙ্গে মিশে থাকে। সচরাচর কেউ আঙুল দুটো দেখতে পারে না। তাই নেইল এক্সটেনশন করলেও কেউ দেখতে পারবে না। সুতরাং আমি তার বাঁ হাত এবং ডান হাত মিলে আটটি আঙুলের নখে এক্সটেনশন করা শুরু করলাম।


1000013940.jpg


প্রথমে আমি তার আসল নখের উপর ঘষে নখের উপরের তৈলাক্ত ভাব দূর করলাম। তারপর তার নখের উপরে নকল নখ আঠা দিয়ে বসিয়ে দিলাম। তারপর সেই নকল নখ গুলিকে কেটে সুন্দর একটি আকার দিলাম। সেই নকল নখের উপরটা একটু ঘষে তারও তৈলাক্ত ভাব দূর করলাম। এবার হলো আসল এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে আমি এক্সটেনশন জেল নিয়ে নকল নখের ওপরে ভালো করে লাগিয়ে দিলাম। এবং সাথে সাথে ইউভি ল্যাম্পের ভেতরে হাতটি দিয়ে নখের ওপরে লাগানো জেল শুকিয়ে নিলাম। ভালো করে শুকিয়ে গেলে আবার সেই জেল এর উপরে ঘষে তৈলাক্ত ভাবটা দূর করে নিলাম। এতদূর কাজ করতে আমার ক্লাইন্ট বলে বসলো তোমার অনেক ধৈর্য আছে। এতক্ষন অব্দি বসে থাকা এবং এত ধাপে ধাপে কাজ করা অনেক ধৈর্যের কাজ। আমিও তাকে বললাম যে, আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে তাই আমি এতক্ষণ বসে থাকতে পারি। আর হ্যাঁ ধৈর্য আমার একটু বেশিই আছে। এই কথা শুনে সে হেসে উঠলো।


1000013941.jpg


এরপর আমি ছোট ছোট পাথরের কুচি দিয়ে তার মধ্যমা এবং রিং ফিঙ্গার আঙুল দুটির নখের নকশা করে দিলাম। এবং তার সাথে হালকা একটা নেইলপলিশ আর একটা গাঢ় রঙের নেইলপলিশ দিয়ে দিলাম। এবং বাকি আঙুল গুলির নখে গাঢ় রংয়ের নেইল পলিশ দিয়ে দিলাম। বাঁ হাতের তিনটি আঙুলের মধ্যে মাঝের আঙুলটি পাথরকুচি বসিয়ে এবং সেই দু'রকমের নেইল পলিশ দিয়ে কারুকার্য করে দিলাম। বাকি আঙুল দুটি শুধুমাত্র একটি গাড় রংয়ের নেইল পলিশ দিয়ে দিলাম। অবশেষে কাজ সম্পন্ন হওয়ার পর ক্লাইন্ট এর নখের কারুকার্য অসম্ভব সুন্দর লেগেছে। এবং সে খুব খুশি হয়েছে।


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

নেইল এক্সটেনশন বর্তমানে খুবই ফ্যাশনেবল। কিন্তু এই যে আঠা দিয়ে নখ চেটানো হয় এতে নখ খারাপ হয়ে যায় না? তাছাড়া এতো বড় বড় নখ নিয়ে মানুষ কাজ করে কিভাবে? আমার তো এমনিই নখ সব ভেঙে যায়!

হ্যাঁ আপনি ঠিকই আশঙ্কা করছেন। এই আঠা দিয়ে নখ লাগানোর ফলে আসল নখ খারাপ হয়ে যায়। আর নখ বড় বড় করার ফলে কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরেও মেয়েরা একটু সুন্দর দেখানোর জন্য অনেক কষ্টই সহ্য করতে পারে। আর এই নখ অনেকটাই শক্ত হয় যে কারণে সহজে ভাঙতে পারে না।

আপনি লাইফস্টাইল বিষয়ক একটি দারুণ বিষয় পোস্ট করলেন।। বর্তমানে মেয়েদের কাছে এই নীল আর্ট বিষয়টি একেবারে শিল্পের পর্যায় উন্নীত। আপনি খুব সুন্দর করে ছবির মাধ্যমে বিষয়টি বোঝালেন। যদিও এই পোষ্ট হয়তো বেশিরভাগ মেয়েদেরই কাজে লাগবে, কিন্তু তাও পড়তে বেশ ভালই লাগলো।