প্রয়োজনের সম্পর্ক।

in hive-129948 •  4 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17398751112288043877670164446242.jpg


সোর্স


সম্পর্ক খুবই পবিত্র একটি জিনিস। কিছু কিছু সম্পর্ক আমাদের হঠাৎই তৈরি হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী চলতে থাকে। কিছু কিছু সম্পর্ক হঠাৎ তৈরি হয় আবার হঠাৎ নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু সম্পর্ক আছে যা দীর্ঘ মেয়াদে অর্থাৎ অনেক সময় ধরে সামনে থেকে ধীরে ধীরে তৈরি হয় এবং দীর্ঘমেয়াদে চলতে থাকে বা অনেক ক্ষেত্রে অল্প সময় পরেই নষ্ট হয়ে যায়। আসলে সম্পর্ক বিভিন্নভাবে তৈরি হয় এবং বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় আবার থেকেও যায়। কিন্তু যেসব সম্পর্ক আমাদের জীবনে ভালো প্রভাব ফেলে বা আমাদের মনে অনেক বেশি জায়গা করে সেই সম্পর্ক গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এবং সে সম্পর্কের মানুষগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সম্পর্ক কি জিনিস বা সম্পর্কের মান কতটা সেটা তারা বোঝেই না। কারণ তারা এ সম্পর্কে সম্মান করতে জানে না। যে সব ব্যক্তি সম্পর্কে সম্মান করতে পারে না তারা দেখা যায় সম্পর্ক বিভিন্ন স্বার্থের কারণে তৈরি করে থাকে। স্কুল জীবনে দেখা যায় কিছু কিছু বন্ধু থাকে যারা শুধুমাত্র পরীক্ষার আগে সাহায্য নিতে অথবা প্রয়োজনীয় পড়াশোনা কোনরকম সাজেশন নিতে বন্ধুত্ব করে।


আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আর আমাদের সাথে কথাই বলে না। তেমনই বড় বেলায় দেখা যায় কিছু কিছু ব্যক্তি আছে যারা তাদের যদি মনে হয় আমাদের দ্বারা তাদের কোন উপকার হতে পারে তখন তারা আমাদের সাথে এসে কথা বলে বা ক্ষনিকের বন্ধুত্ব এবং অনেক সুন্দর ভাবে একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে করে, যা হয়তো আমরা বুঝতেও পারি না। তবে এই বন্ধুত্বের সম্পর্ক মোটেও দীর্ঘ দীর্ঘমেয়াদী হয় না। কারণ এইসব ব্যক্তি তাদের কার্যসিদ্ধি হলেই তারা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে চলে যায়। এইসব ব্যক্তিরা এতটাই চালাক হয়ে থাকে যে তারা বুঝতেও দেয় না যে তারা স্বার্থের জন্য আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল। শুধুমাত্র তারা আমাদের বিভিন্নভাবে উপেক্ষা করে চলার চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে প্রয়োজন পড়লে আবার তারা আমাদের কাছে ফিরে আসতে দ্বিধাবোধ করে না। এসব ব্যক্তিরা আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর না হলেও কিছু কিছু সময় আমাদের মনকে অনেক বেশি আঘাত করে থাকে। আবার অনেক সময় যারা একটু ক্ষতিকর হয়ে থাকে, বেপরোয়া এবং চরমতম স্বার্থপর মানুষ হয় তারা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে।


আর এইসব মানুষ দেখা গেল তার প্রয়োজনের কাজ করাতে গিয়ে এমন কিছু করিয়ে বসলো যাতে আমাদের পুরো জীবনের অনেক বেশি ক্ষতি হতে পারে। তাই এইসব মানুষের থেকে অনেক বেশি দূরে থাকাটা খুবই প্রয়োজনীয়। কারণ এদের কাজ যদি না করা হয় তাহলে এরা উল্টে আমাদেরই স্বার্থপর বলে ঘোষণা করে। এবং বিভিন্ন রকমের নিন্দনীয় কথা বলে যা শুনলে সাধারণত কারোরই ভালো লাগবে না। আর এসব ব্যক্তির কাজ করার জন্য যদি আমরা একবার বারণ করে দিই তাহলে তাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে একটু সময় লাগে না এবং নিমেষেই তারা তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। তাই আমার মনে হয় প্রত্যেকটি সম্পর্ক ভেবেচিন্তে তৈরি করা উচিত। কে আমাদের জন্য সঠিক ব্যক্তি এবং কে আমাদের জন্য ক্ষতিকারক খারাপ ব্যক্তি সেটা আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। আর কারোর কোন কাজ করার আগে সেই কাজটি ভালো না খারাপ সেটা অবশ্যই বিবেচনা করে নিতে হবে। যদি কেউ আমাদের কখনো কোনো খারাপ কাজ করতে বলে তাহলে সবার প্রথমেই তাকে সেই কাজ করার জন্য না বলে দেওয়া উচিত। কারণ একবার তার কাজ করলে বারবার সে ব্যক্তি সে একই ধরনের খারাপ কাজ করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকবে।


তাই কোন কাজ করার আগে প্রথম থেকেই বিচার বিবেচনা করা উচিত এবং প্রথম থেকেই খারাপ কাজকে না বলা শেখা উচিত। আমরা যদি এইসব খারাপ সম্পর্কে জড়িয়ে খারাপ কাজ করা একবার শুরু করে দিই তাহলে আমাদেরও ধীরে ধীরে এই খারাপ কাজ গুলোই ভালো এবং সঠিক বলে মনে হতে থাকবে। আর আমরা এইসব কাজ প্রতিনিয়ত করতে থাকবো। কিন্তু এই খারাপ কাজগুলো করার জন্য যদি আমাদের কখনো বিপদ হয় তবে এই ধরনের প্রয়োজনের বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করা ব্যক্তিগুলো চারপাশ থেকে সরে যাবে। আমাদের বিপদে কেউ পাশে এসে দাঁড়াবে না এবং আমরা হয়ে যাব পুরো একা। তাই সব থেকে ভালো হয় এই সব খারাপ প্রয়োজনের সম্পর্কের থেকে দূরে থাকা। আর কারো সাথে কোন রকম সম্পর্ক তৈরি করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, সেও আমাদের প্রয়োজনে এবং অসময়ে পাশে থাকছে কিনা। সম্পর্ক যদি সঠিক না হয় এবং দুই তরফ থেকেই সম্পর্ক সুন্দর রাখার প্রচেষ্টা না থাকে, এবং একে অপরের অসময়ে পাশে থাকার মানসিকতা তৈরি না হয় তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো। এর ফলে যদি আমরা একা হয়ে যাই তাও হাজারগুণ ভালো। কারণ একার কোন শত্রু নেই আর একাকি থাকলে কোন বিপদ হওয়ার আশঙ্কা নেই। সবচেয়ে বড় কথা হলো এইসব খারাপ সম্পর্ক অর্থাৎ যারা আমাদের শুধু প্রয়োজনে বিভিন্ন ধরনের সম্পর্ক করে থাকে এসব ব্যক্তির থাকার থেকে না থাকাই অনেক ভালো।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000030559.jpg

1000030558.jpg

1000030557.jpg

আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই আপু। যখন দরকার পড়ে তখন ঠিক আমাদের সাথে মিশে তার প্রয়োজন মিটিয়ে নেয়। কিন্তু অন্য সময় আর তাদের খোঁজ পাওয়া যায় না। কিন্তু অনেক জায়গায় রয়েছে প্রয়োজনের জন্য অনেক জনের সাথে অনেক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে সম্পর্ক যেমনই হোক না কেন যদি সম্পর্কটা সু সম্পর্ক হয় তাহলে কোন চিন্তা থাকে না। যাইহোক খুবই সুন্দর লিখেছেন আপু। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

আপু আপনার পোস্টে মাঠ মার্ক ডাউন ব্যবহার করলে দেখতে আরো সুন্দর লাগতো।

আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য সম্পর্ক গড়ে আবার স্বার্থ শেষ হয়ে গেলে সম্পর্ক ছেড়ে অনেক দূরে চলে যায়। আসলে আমাদের সমাজে অনেক মানুষ হচ্ছে স্বার্থবাজ মানুষ। যারা শুধু নিজের স্বার্থ বুঝে অন্যের স্বার্থ বুঝে না। স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। তাদের সবকিছু হয়ে থাকে স্বার্থের জন্য তাদের আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছু স্বার্থের বন্ধনে হয়ে থাকে।

কিছু মানুষ সম্পর্ক তৈরি করে ঠিকই, কিন্তু সম্পর্কের মর্যাদা দিতে জানে না। আবার কিছু মানুষ স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে। এই ক্ষেত্রে অনেকটাই কষ্ট লাগে যখন সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। দীর্ঘমেয়াদী সম্পর্ক গুলো কোন না কোন কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এজন্য অনেক বেশি দুঃখ পেতে হয়। আসলে প্রত্যেকে একে অপরের প্রতি, সম্পর্কের প্রতি টান থাকতে হয় এবং সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য আন্তরিকতা থাকতে হয়। তাহলে এই সম্পর্ক গুলো সুন্দর থাকে কখনো নষ্ট হয় না। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো দিদি খুব সুন্দর লিখেছেন।

হ্যাঁ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের স্বার্থ পূরণের জন্য আপনাকে ব্যবহার করবে আর আপনি যদি তাদের কোন কাজে না আসেন সে ক্ষেত্রে তারা আপনাকেই উল্টো স্বার্থপর বলে আখ্যায়িত করবে। ঠিকই বলেছেন দিদি এই শ্রেণীর মানুষগুলোর থেকে আমাদেরকে দূরে থাকা উচিত।