সময় সব কিছু বদলে দেয়।

in hive-129948 •  6 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17410634541154510860223488522930.jpg



সোর্স



আমরা মানুষ তাই আমাদের ধৈর্য সহ্য প্রত্যেকটা ক্ষেত্রে সমান থাকে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা ধৈর্য ধরে কাজ করি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আসলে এটা ঠিক যে কিছু কিছু সময় ধৈর্য ধরে থাকতে হয় এবং সময়ের ওপর ছেড়ে দিতে হয় আবার কিছু কিছু সময় কিছু কিছু কাজ সময়ের উপর না ছেড়ে সাথে সাথেই করে নেওয়া ভালো। তবে আমাদের জীবনে ভালো খারাপ অনেক ঘটনা ঘটে থাকে। যার মধ্যে কিছু কিছু ঘটনা সময়ের ওপর ছেড়ে দিতে হয় আর সময় যত যায় ধীরে ধীরে সেই সব জিনিসগুলো সঠিক করে দেয়। যেমন আমাদের জীবনে যদি কোন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সময়ের উপর ছেড়ে দিতে হয় তাহলে সময় যত যাবে আমরা সেই দুর্ঘটনাটা একটু একটু করে ভুলতে পারবো। অথবা যদি আমাদের কোন ব্যক্তি বা কোন ব্যক্তির কথা ভুলতে হয় তাহলে অবশ্যই সময়ের ওপর নির্ভর করতে হবে। কারণ আমরা চাইলেও হঠাৎ করে ভুলতে পারবো না বা হঠাৎ করেই সবকিছু বদলে দিতে পারব না। আসলে সময় জিনিসটা বড়ই অদ্ভুত কারণ এই সময় মানুষের ভালো সময়কে খারাপ করে দিতে পারে আবার খারাপ সময় কেও ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে।


যেমন দেখা যায় দেখাশোনা করে বিয়ে হওয়া কিছু নববিবাহিত দম্পতিদের মধ্যে প্রথম প্রথম অনেক ঝগড়া ঝামেলা বা ভুল বোঝাবুঝি থাকে কিন্তু পরবর্তীতে যত সময় যায় ধীরে ধীরে ভুল বোঝাবুঝি এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হতে থাকে। আবার বিপরীতভাবে কিছু কিছু সম্পর্ক অনেক সুন্দর থাকে কিন্তু ধীরে ধীরে যত সম্পর্কের সময় বাড়তে থাকে ততই সম্পর্ক নষ্ট হতে থাকে। দেখা যায় প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো সময়ের পর অবশ্যই খারাপ সময় আসে। আবার খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। তবে অনেকেই এ ভালো সময়টাকে বুঝতে পারে না কারণ তাদের সব সময় নেতিবাচক জিনিসের দিকে লক্ষ্য থাকে। আসলে সময় কখনো নিজের মতো করে বদলায় না, সময় আমাদের কর্মফলের ওপর নির্ভর করেই সব সময় বদলাতে থাকে। আমরা যদি শুয়ে বসে দিন কাটাই কোন ভালো কর্ম না করি তাহলে আমাদের সময় বদলে যাবে অবশ্যই কিন্তু সেটা খারাপ দিকে যাবে। আর আমরা যদি প্রতিনিয়ত ভালো কিছু করার চেষ্টা করি এবং ভালো কর্ম করি তাহলে অবশ্যই আমাদের খারাপ সময় বদলে ভালো সময় আসবে।


আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে থাকতে হবে যেন আমাদের খারাপ সময়টা ভালো সময়ে বদলে যায়। যেমন কিছু কিছু ব্যক্তি আছে যারা পড়াশোনার পর সরকারি চাকরি করার জন্য চেষ্টা করতে থাকে অথবা ভালো কোন চাকরি বা ব্যবসা করার চেষ্টা করতে থাকে। কিন্তু অনেক চেষ্টার পরেও হচ্ছে না দেখে হাল ছেড়ে দেয় আবার অনেকে আছে চেষ্টা করতেই থাকে তার খারাপ সময়টা ভালো সময় বদলে যাবে এই আশায়। দেখা যায় যারা মন দিয়ে এবং নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে থাকে তারা অবশ্যই নিজের জীবনে ভালো সময় আনতে পারে। আর যারা তার অসময়ে তাকে নিয়ে অনেক কু মন্তব্য করেছিল তাদেরকে একদম মুখের ওপর জবাব দিতে পারে। সময় আমাদের স্মৃতিতেও অনেকটা ধুলো ফেলে দিতে পারে। আমরা ছোটবেলায় যেমন ছিলাম এখন তেমন আর নেই সময়এর সাথে সাথে আমরা প্রতিনিয়ত শিখছি আর নিজের অজান্তেই বদলে যাচ্ছি। আমরা প্রত্যেকেই এই ব্যাপারটা খেয়াল করলে বুঝতে পারবো যে আমাদের ছোটবেলা থেকে জীবনে যেসব ঘটনা ঘটেছে তার অনেক কিছুই আপনাদের মনে নেই আর কিছু কিছু জিনিস মনে আছে কারণ কিছু স্মৃতিতে আমাদের এখনো সময়ের মোটা স্তর পড়েনি। আবার কিছু কিছু স্মৃতিতে সময় এমনভাবে কাজ করেছে যে সেই সব স্মৃতি বিস্তৃতিতে পরিণত হয়েছে।


সময় আমাদের বিভিন্ন কষ্টকর মুহূর্ত ভুলতে সাহায্য করে, আমাদের জীবনের অনেক গভীর ক্ষত পূরণ করে দেয়। তাই কোন কিছু ভোলার জন্য সর্বদা আমাদের সময়ের উপর নির্ভর করা উচিত। তাহলেই সময় সবকিছু ঠিক করে দিতে পারবে। তবে বড়দের মুখে শুনেছি শুভ কাজ সব সময় আগে করে নিতে হয় এবং অশুভ বা যেসব কাজ করতে মন সাড়া দেয় না এমন যত কাজ থাকে সেগুলো করার জন্য একটু দেরি করাই ভালো এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা উচিত। তবে আমাদের অবশ্যই বুঝতে হবে যে কোন সময় কোন কাজটি করা উচিত হবে সময়ের উপর ছেড়ে রাখতে রাখতে এমন ভাবলে চলবে না যে সময়মতো সেই কাজটি এমনিতেই হয়ে যাবে। কোন জিনিস বা কোন কাজ এমনিতেই হয় না আমাদেরই প্রত্যেকটি কাজ সঠিক সময়ের মধ্যে করতে থাকতে হয়। আসলে সময় অনেক মূল্যবান জিনিস, সময় সঠিক সময়ে সবকিছু বদলে দেয়, সবকিছু বুঝিয়ে দেয় এবং অনেক সময় সবকিছু ঠিকও করে দেয় তাই সব সময় আমাদের সময়ের মর্যাদা রাখা উচিত এবং কদর করা উচিত। কারণ সময় আমাদের খারাপ স্মৃতি ভুলিয়ে নতুন করে বাঁচতে সাহায্য করে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000032869.jpg

1000032868.jpg

1000032867.jpg

সময় সত্যিই এক অদ্ভুত শক্তি, যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন শিক্ষা দেয়। খারাপ সময়ের ধৈর্য ও ভালো সময়ের কৃতজ্ঞতা, এই দুইয়ের সমন্বয়েই জীবন সুন্দর হয়। আপনার লেখা পড়ে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার লেখার জন্য।

আপনার কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত দিদি। সময় এমন একটা জিনিস যেটা নিজেও বদলায় সবকিছু বদলে দেয়। আর এই জন্য সময়ের সঠিক ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। কারণ আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত খুবই জরুরী। খারাপ সময় ধৈর্য ধরলে অবশ্যই ভালো সময় আসবে। অনেক সুন্দর করে লিখেছেন পুরোটা।