পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি।

in hive-129948 •  17 days ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000026992.jpg



আমি আগে কখনো পালং শাক দিয়ে রুই মাছ রান্না করে খাইনি। আর সত্যি কথা বলতে আমি জানতাম না যে রুই মাছ দিয়ে পালং শাক রান্না করা যায়। তবে আমার একটা বান্ধবী আছে যে কোচবিহারে থাকে। অর্থাৎ তার বাপের বাড়ি কোচবিহারে। আমার ওই বান্ধবীর বাপের বাড়ির ওদিকে নাকি রুই মাছ দিয়ে পালংশাক এভাবে রান্না করে খায়। তবে আমি যেহেতু এর আগে কখনো রুই মাছ দিয়ে পালং শাক রান্না করে খাইনি। তাই কেমন খেতে লাগে সেটা বোঝার জন্য আমি আমার বান্ধবীর কাছ থেকে এই পালং শাক দিয়ে মাছের রেসিপিটা জেনে নিয়ে আজকে রান্না করতে চলেছি। পালং শাক যেহেতু আমার খেতে ভালো লাগে তাই আর দেরি করিনি। যেদিন এই রেসিপি জেনেছি তার পরের দিনই ভেবেছি এই রেসিপিটি রান্না করে দেখব। তাই বেশি দেরি না করে শুরু করে দি আজকের পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি।


1000026938.jpg


1000026940.jpg


-:উপকরণ:-

পালং শাক
রুই মাছ
বেগুন
আলু
টমেটো
পেঁয়াজ
আদা
রসুন
কাঁচা লঙ্কা
হলুদ
লবণ
গোটা জিরে
জিরের গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
গরম মসলার গুঁড়া

1000026939.jpg


-:রন্ধন প্রণালী:-


প্রথমে আমি ২ আটি মতো পালং শাক ভালো করে বেছে নিয়েছি, এবারে পালং শাক গুলিকে ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর ভালো করে পালং শাক টুকরো করে কেটে নিলাম এবং একটি ঝুড়িতে জল ঝরাতে রেখে দিলাম। এবার একটি পেঁয়াজ কুচি করে নিলাম এবং আরেকটি পেঁয়াজ পেস্ট করে নিলাম। অল্প পরিমাণ আদা এবং একটা রসুন খোসা ছাড়িয়ে ভালো করে থেঁতো করে নিলাম। মাঝারি সাইজের দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিলাম এবং সাথে একটা টমেটো এবং অর্ধেকটা পরিমাণ বেগুন কেটে নিলাম। এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিলাম। এ পর্যায়ে আমার কাটাকুটির পর্ব সম্পন্ন হলো। এবার রুই মাছগুলোকে ভালো করে বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলিকে ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজার পরে অবশিষ্ট বেশ কিছু তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ জিরে ফোড়ন। বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ।
1000026945.jpg1000026946.jpg1000026950.jpg
1000026951.jpg1000026958.jpg1000026961.jpg



এবার আরো বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পেঁয়াজ একটু বাদামী রঙের হয়ে গেল। পেঁয়াজ বাদামী রঙের ভাজা হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বেগুন এবং পালং শাক। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদেই ঢাকনা খুলে দেখলাম জল বেরিয়ে এসেছে পালংশাক থেকে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। তারপর আরো একবার নাড়াচাড়া করে ভালো করে হলুদ লবণ মিশিয়ে দিলাম। দু এক মিনিট পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এবং চিরে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করতে লাগলাম। কিছুক্ষণ রান্না করতেই দেখলাম পালং শাকের জলটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এবং থেঁতো করে রাখা আদা রসুন। এবার আরো ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণ মিশিয়ে দিলাম। উপকরণ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে করতে দেখলাম জল পুরোই শুকিয়ে গেছে এবং পালং শাক প্রায় হয়ে গেছে।

1000026965.jpg1000026968.jpg1000026970.jpg
1000026974.jpg1000026977.jpg1000026978.jpg



এ পর্যায়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আবারো সব উপকরণ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখতে পেলাম পালং শাকের জল পুরোটাই টেনে নিয়েছে এবং শাক পুরোপুরি হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম খুব বেশি জল দেব না কারণ এই রেসিপিটা একটু গামাখা ঝোল হবে। পালংশাকে জল দেওয়ার পর কিছুক্ষণ জাল দিতে লাগলাম। তারপর ঝোল ফুটে আসলেই দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো। মাছ দিয়ে দু মিনিট আবার ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মসলার গুড়ো। গরম মসলার গুড়ো ভালো করে মিশিয়ে দিতেই তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি। এবার পরিবেশনের জন্য একদম তৈরি। প্রথমবার এই রেসিপিটা তৈরি পদ্ধতি যখন শুনেছিলাম তখন একটু অদ্ভুত লেগেছিল বটে কিন্তু রান্না করার পর দেখলাম খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি প্রথমবার এরকম একটি রেসিপি তৈরি করলাম এবং খেলাম।

1000026991.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পালংশাক দিয়ে কখনো রুই মাছ খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

পালং শাক দিয়ে রুই মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি গুলো আমি ও খেতে পছন্দ করি। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন। বিশেষ করে রেসিপির কালার টা অনেক সুন্দর ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

1000027099.jpg

1000027098.jpg

1000027076.jpg

1000027035.jpg

পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে এত মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপি আমার কাছে দারুন লেগেছে।

আপনার বান্ধবীর থেকে জেনে নিয়ে চমৎকার একটি রেসিপির আয়োজন করেছেন আজকে। পালং শাক দিয়ে রুই মাছ খেতে বেজায় স্বাদ লাগে। বাসায় আম্মুও বেশ কয়েকবার রান্না করেছিল দারুন লাগে খেতে। ঠিক তেমনি আপনার রেসিপির ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে ভালই মজা হয়েছিল খেতে। যাইহোক পালং শাক দিয়ে রুই মাছ রান্না করার পুরো বিষয়টি উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আশা করি আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে পুনরায় হাজির হবেন ,ধন্যবাদ।

শাক ব্যবহার করে যে কোন ধরনের মাছের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো।

অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখছি আজকে। আপনার তৈরি করা এই রেসিপিটা দেখতে খুব লোভনীয় লাগছে। রুই মাছ আমার অনেক পছন্দের। যার কারণে পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন দেখে অনেক বেশি লোভ লাগলো। নিশ্চয়ই এটা অনেক মজা করে খেয়েছিলেন।

পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে তো আমি ও শিখে ফেললাম আপু। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

image.png

দারুন একটি লোভনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পালংশাক দিয়ে রুই মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। আমি পালংশাক কখনো ভাজি খেতে পারি না। হয়তো রুই মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাই। আজ আপনার রুই মাছ ও পালংশাক রান্নাটি দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। নিশ্চয়ই পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে।

পালং শাক দিয়ে রুই মাছ অসাধারণ সুন্দর এক রেসিপি।অনেক দিন আগে খেয়েছি আমার মা শীতকালে পালং শাক দিয়ে মাছ রান্না করে বেশ মজা লাগে খেতে।আপনার বান্ধবীর রেসিপি অনুসরণ করে আপনি আজকে রুই মাছ দিয়ে পালং শাক রান্না করেছেন জেনে ভালো লাগলো।দারুণ হয়েছে আপনার পালং শাকের রেসিপিটি।রন্ধন প্রনালী ধাপে ধাপে চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

পালং শাক অনেক খেয়েছি কিন্তু মাছের সমন্বয় নয়। বেশিরভাগ ডালের সাথে রান্না করে খাওয়া হয় আমাদের বাসায়। এতে খেতেও খুব ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হল ইউনিকে একটা রেসিপি। বেশ মজা হবে।

পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি এটা তো কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিলো।পালং শাকের সঙ্গে আলু বেগুন এবং টমেটো দিয়েছেন তাতে রেসিপিটি আরো বেশি ভালো লেগেছিল হয়তো। টমেটো দিলে মাছের ঝোল খেতে এমনিতেই বেশি ভালো লাগে। লোভনীয় একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন।আমাদের মাঝে শেয়ার করলেন। এই রুই মাছের রেসিপি দেখে আমার ভালো লাগলো। তাই তৈরি করার ইচ্ছা জাগলো ধাপগুলো দেখে শিখে নিলাম।

পালং শাক দিয়ে রুই মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এ রেসিপি তৈরিতে মসলার ব্যবহারটা করা দেখে এবং পাকা টমেটোর ব্যবহারটা দেখে। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পালং শাক খেতে আমার কাছেও ভালো লাগে। আজকে আপনি পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি করেছেন। আর শীতকালীন সবজি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে এমনিতে মজা লাগে। আর এই ধরনের রেসিপির মধ্যে টমেটো দিলে আলাদা একটা খেতে মজা লাগে। মজার একটি রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

পালং শাক আমার খুব পছন্দের। পালং শাক দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। সুন্দর ভাবে আমাদের উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আপু।

পালং শাক বাদেও আলু বেগুন টমেটো সবকিছুই দিয়েছেন দেখছি এই রেসিপি তে। রুই মাছের রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন ভাই। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন আপনি রেসিপি টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

পালং শাক দিয়ে রুই মাছের খুবই মজাদার একটি রেসিপি আপনি তৈরি করেছেন। দেখেই তো খাওয়ার লোভ লেগে গেল। তবে আমি পালং সব খুবই কম খাই কিন্তু আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় লাগছে খেতে অনেক বেশি ইচ্ছে করছে। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি ।ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য ।