ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল

in hive-129948 •  3 months ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000018678.jpg



বেশ কয়েকদিন ধরে ঝাল মসলা দিয়ে রান্না খাওয়া চলছে। তাই আজকে সকাল থেকেই ভাবছিলাম একটু কিছু হালকা পাতলা রান্না করবো। বাবাও দেখলাম সকালবেলা ফুলকপি আর রুই মাছ কিনে এনেছে। মনে মনে ভাবলাম যাক ভালই হয়েছে, আজকে তাহলে কোন মসলা ছাড়া ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করা যাবে। ফুলকপি খেতে আমার খুবই ভালো লাগে। ফুলকপি দিয়ে যেকোনো রান্না আমি খুব পছন্দ করি। রুই মাছ যদিও আমার খুব একটা পছন্দ না। কিন্তু আজকের মাছটি বরফের না, এটা জ্যান্ত মাছ ছিল। আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে আরো বেশি সুস্বাদু লাগে। দেরি না করে ঝটপট গুছিয়ে নিতে গেলাম আজকের রান্নার উপকরণ।

1000018671.jpg

1000018668.jpg


-:উপকরণ:-

রুই মাছ
ফুলকপি
আলু
টমেটো
পেঁয়াজ
কাঁচা লঙ্কা
গোটা জিরা
হলুদ
লবণ

1000018666.jpg


1000018669.jpg


-:রান্নার পদ্ধতি:-

রান্নার জন্য আমি প্রথমেই ছোট সাইজের দুইটি ফুলকপি, একটি বড় সাইজের আলু, একটি টমেটো ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এরপর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যেহেতু রান্নায় একদম কম ঝাল খাব তাই পাঁচটি কাঁচালঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি। রুই মাছের টুকরো গুলো ভালো করে বেশ কয়েকবার জল ধোয়া করে নিয়েছি। ভালো করে মাছ ধোয়া হয়ে গেলে মাছের টুকরো গুলোতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। এবার কড়াইতে চার চামচ মত তেল নিয়ে নিলাম। তেল ভালো ভাবে গরম হয়ে উঠলে মাছের টুকরো গুলো পর্যায়ক্রমে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে দেখতে পেলাম এখনো বেশ কিছু পরিমাণ তেল অবশিষ্ট আছে। এই তেল এ আমার পুরো রান্নাটাই হয়ে যাবে। তেল যেহেতু গরম আছে তাই অর্ধেক চামচের একটু বেশি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ভাজা হয়ে সুন্দর একটি গন্ধ পাওয়া যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ।

1000018673.jpg


1000018675.jpg



কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ব্রাউন রংয়ের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো গুলোকে। দু চার মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফুলকপির টুকরো গুলোকে। এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আমি এখানে আলু এবং ফুলকপি আগে থেকে ভেজে রাখিনি। অনেকেই আলু এবং ফুলকপি রান্নার আগে একটু ভেজে নেয়। আমিও অবশ্য মাঝে মধ্যে আগে থেকে তেলে একটু ভাজি। তবে আজকে কম তেলে একদম স্বাস্থ্যকর ভাবে পুষ্টিকর রান্না করবো। তাই এই কম তেলেই যেটুকু ভাজা হবে তাতেই রান্নায় অন্যরকম একটা স্বাদ আসবে। ফুলকপি আলু দিয়ে মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে অর্ধেক কাপ জল দিলাম। কারণ ফুলকপি বা আলু পোড়া লেগে যেতে পারে।

1000018677.jpg



সামান্য জল দেওয়ায় এতে পোড়া লাগবে না আবার সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এবার ঢাকনা খুলে দেখলাম বাঁধাকপি সিদ্ধ হয়ে এসেছে। এরমধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে কড়াইতে পর্যাপ্ত জল ঢেলে দিলাম, যতটা ঝোল রাখবো তার থেকে আরেকটু বেশি জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে ভালো করে জাল হতে থাকলো। তারপর ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে থাকলাম। একটু নাড়াচাড়া করে দেখলাম ঝোলটা প্রায় পরিমাণ মতো চলে এসেছে। এ পর্যায়ে একটা হাতার সাহায্যে কয়েক টুকরো আলু একটা গামলায় নিয়ে নিলাম। এবং এই আলুর টুকরো গুলি ভালো করে হাতার সাহায্যে পেস্ট করে নিলাম। তারপর ওই আলুর পেস্ট ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে ঝোলটা একটু ঘন হল এবং স্বাদ আরো ভালো হলো। এবার আমার রান্না সম্পন্ন হল। মসলা ছাড়া এটি অনেক সুস্বাদু একটি খাবার।

1000018679.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল শীতকালে আমার সবথেকে প্রিয় খাদ্য। আপনি তো দারুণভাবে এটি বানিয়েছেন। এমন ফুলকপির ঝোল দেখলে লোভ হয়। তবে শীতকালে বাড়িতে প্রায়ই এই পদটি রান্না হয়। ফুলকপি সবসময়ই আমার প্রিয়। তার মধ্যে এমন মাছের ঝোল হলে তো কথাই নেই।

image.png

শীতকাল মানেই ফুলকপি। আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে খুবই মজা।বিশেষ করে আমি খেতে খুব পছন্দ করি। আজকে আপনার তৈরি করা ফুলকপি দিয়ে রুই মাছ রান্না দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে।রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে শীতের সবজি ফুলকপি দিয়ে আপনি মজাদার রেসিপি তৈরি করেছেন। দেখে ভালো লাগলো।

রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। শীতকালীন এই সবজি দিয়ে মজাদার রেসিপি তৈরি করে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো।

সত্যি বলতে ফুলকপির সাথে রুই মাছের কম্বিনেশনটাই কেমন জানি মজাদার মনে হয়। পরিবেশন করা রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর এই মজাদার রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। শীতকালীন সবজি দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। সুন্দর ভাবে রেসিপি পরিবেশন করেছেন ধন্যবাদ আপনাকে।

শীতকালের জনপ্রিয় রেসিপি হল ফুলকপি দিয়ে মাছের ঝোল৷ আপনি আবার রুই মাছ ব্যবহার করেছেন৷ যার ফলে স্বাদ নিশ্চই ভালোই হয়েছিল। সবজি দিয়ে মাছের ঝোলটা আমাদের বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত।

শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি আমার অনেক বেশি পছন্দের। অনেক মজাদার ভাবে আপনি ফুলকপি দিয়ে রুই মাছের একটা রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। শীতের সময় এই সবজি গুলো অনেক মজা করে খাওয়া যায়। আর এগুলো শীতকালীন সবজি যার কারণে সবাই খুব পছন্দ করে। শীতের সময় প্রত্যেকটা রেসিপি অনেক মজাদার হয়।

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

ফুলকপি আমার সবচাইতে পছন্দের সবজি। ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন আপনি রেসিপি টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

শীতের সবজি গুলোর মধ্যে ফুলকপি আমার খুবই পছন্দ। ফুলকপি রুই মাছ অথবা যে কোন বড় মাছ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে। আপনার আজকের রেসিপি টা দেখে ভালো লাগলো। নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল খেতে। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ফুলকপি শীতকালীন একটি মজার সবজি।সারাবছর ফুলকপি পাওয়া গেলেও শীতকালের মতে তরতাজা সুন্দর ও সুস্বাদু হয় না খেতে।রুই মাছ দিয়ে চমৎকার সুন্দর করে লোভনীয় রেসিপিটি করেছেন।রেসিপি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

বর্তমান শীতকালীন সবজির মধ্যে ফুলকপি অন্যতম একটি সবজি।আর ফুল কপির সাথে যেকোনো মাছ দিয়ে রান্না করলে সেটা খুবই ভালো লাগে।তবে রুই মাছ টি বেশি টেস্ট লাগে।যাইহোক আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

জ্যান্ত মাছ খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি দেখতেছি জ্যান্ত রুই মাছ ও ফুল কপি এবং আলু দিয়ে রেসিপি করেছেন। শীতকালে ফুলকপি খাওয়ার মজাই আলাদা। আর এ ধরনের রেসিপির খাওয়ার মজা অন্যরকম। মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।