প্রয়োজনীয়তা।

in hive-129948 •  5 days ago 


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17381472379057608993893483255087.jpg



সোর্স


আমাদের জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই প্রয়োজন আছে। আর এইসব প্রয়োজনীয়তার ও একটি নির্দিষ্ট সীমা আছে। কারণ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেই আদিম যুগে থেকে এই অব্দি আমাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন এসেছে। আর তার সাথে আমাদের চাহিদা এবং প্রয়োজনীয়তার ও পরিবর্তন হয়েছে। আদিম যুগে বেঁচে থাকতে অনেক বেশি কিছুর প্রয়োজন হতো না। কিন্তু সময় যত গেছে ততই আমাদের দিন দিন বিভিন্ন জিনিসের প্রয়োজনীয়তা বেড়েই যাচ্ছে। আদিম যুগে দেখা যেত শুধুমাত্র খাদ্যের প্রয়োজনই তাদের ছিল। খাদ্যের অভাব পূরণ হলে তাদের আর কোন চাহিদা ছিল না। কিন্তু তারপর পোশাকের প্রয়োজনীয়তা আসলো, তারপর বাসস্থানের প্রয়োজনীয়তা এইভাবে ধীরে ধীরে বিভিন্ন জিনিসের প্রয়োজন মানুষের হতে লাগলো। আর আমাদের এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য আবার অর্থের প্রয়োজন হতে লাগলো। আর এই অর্থ এমন একটা জিনিস যা দিয়ে আমরা আমাদের জীবনের সব রকম প্রয়োজন মেটাতে সক্ষম। কিন্তু মাঝেমধ্যে আমরা এই অর্থের পেছনে ছুটতে ছুটতে ভুলে যাই আমাদের আসল প্রয়োজনটা কিসের।


আসলে শুধুমাত্র অর্থ হলেই যে আমরা জীবনে সব প্রয়োজন মেটাতে পারবো এমনটা কিন্তু নয়। আমাদের ভালোভাবে বাঁচার এবং ভালো থাকারও অনেক বেশি প্রয়োজন। আর এই ভালোভাবে থাকার প্রয়োজন মেটাতে পারবো আমরা আমাদের প্রিয় মানুষদের কাছে। আমরা যখন আমাদের প্রিয় মানুষটার কাছে থাকি তখন আমরা অনেক ভালো থাকি। আর এই ভালো থাকার সময়টা আমরা কখনোই অর্থ দিয়ে কিনতে পারবো না। কিন্তু অনেক সময় মানুষ অর্থের পেছনে এত বেশি ছুটতে শুরু করে যে তারা তাদের কাছের মানুষকেই অবহেলা করতে শুরু করে। যার ফলে তাদের কাছের মানুষ তাদের থেকে অনেক বেশি দূরে চলে যায়। তাই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কোন জিনিসের পেছনে ছোটা উচিত। আসলে আমরা আমাদের প্রয়োজনটা কখনোই বুঝতে চেষ্টা করি না। আমরা যত পাই ততই বেশি আমাদের চাহিদা তৈরি হয়ে যায়। এই চাহিদা আর প্রয়োজনের মাঝখানে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। আসলে আমাদের প্রয়োজন সীমিত হলেও চাহিদা কিন্তু কখনো সীমিত হতে চায় না। দেখা যায় যার যত বেশি আছে সে ততো বেশি চায় অর্থাৎ প্রয়োজনীয়তা তার আর না থাকলেও চাহিদা প্রচুর তৈরি হয়ে যায়।


যেমন মানুষ যত অর্থ উপার্জন করে তার তত অর্থের চাহিদা তৈরি হয়। মানুষের ভালোভাবে বেঁচে থাকতে যেটুকু জিনিস প্রয়োজন মানুষ তার থেকেও অনেক বেশি করে ফেলে। আসলে আমরা কখনই কম কোন জিনিসে সন্তুষ্ট হতে পারি না সেই জন্য আমাদের প্রয়োজনটাও অনেক বেশি। আর বর্তমান সময়ে দেখা যায় মানুষ অন্যের জীবন যাপন দেখে এতটাই প্রভাবিত হয়ে যায় যে তাদের নিজেদেরও তেমন জীবনযাপন করার জন্য নিজের চাহিদা এবং প্রয়োজন অনেক বেশি বাড়িয়ে ফেলে। তবে আমাদের জীবনের প্রয়োজনীয়তাটা যত বেশি বাড়িয়ে ফেলবো আমাদের জীবনে সুখ-শান্তি ততই কমে আসবে। দেখা যায় যারা খুব বেশি ধনী তারা অনেক বেশি ধন-সম্পত্তির অধিকারী হলেও তাদের মনে কোন শান্তি নেই এবং তারা বড় বাড়িতে অনেক ভালোভাবে থাকা সত্ত্বেও অসুখী হয়ে থাকে এবং প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভোগে। কিন্তু যাদের একটু কম ধন-সম্পত্তি আছে তারা ধনী ব্যক্তিদের তুলনায় অনেক বেশি সুখে স্বাচ্ছন্দে থাকতে পারে এবং তাদের মনে অনেক বেশি শান্তি বিরাজ করে এবং তাদের দুশ্চিন্তা কম থাকায় তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। এবং দেখা যায় তারা অল্পতেই অনেক বেশি খুশি থাকে।


আর মন ভালো থাকলে শরীর অবশ্যই ভালো থাকবে।তাই সবসময় প্রয়োজন অনুযায়ী কাজ করা উচিত, প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু পেয়ে গেলে তার মূল্যায়ন কমে যায়। যেমন যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত অর্থ উপার্জন করে বা হঠাৎ করে অনেক বেশি অর্থ পেয়ে যায় তাহলে সে অর্থের অপব্যবহার সেই ব্যক্তি শুরু করে দেয়। তাই আমাদের প্রয়োজনীয়তা বুঝে কাজ করা উচিত , আমরা যদি অতিরিক্ত কোনো কিছু করি সেটা আমরা ঠিকমতো ভোগ করতেও পারবো না এবং মৃত্যুর পরে এইসব জিনিসের মায়া ত্যাগ করে আমাদের পরলোকে যেতেই হবে। তখন আর কোন জিনিস আমাদের সঙ্গে যাবে না। তাই আপন জনকে দূরে সরিয়ে মরিয়া হয়ে প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু না করাই ভালো। এর থেকে ভালো আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু করে নিজের আপন জনকে সঙ্গে নিয়ে সুন্দর ভাবে আনন্দে জীবনটা কাটানো। কারণ অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছুটে লোভে পড়ে বা অতিরিক্ত চাহিদায় অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায় এবং কাছের মানুষ অনেক দূরে সরে যায়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000027401.jpg

1000027400.jpg

1000027399.jpg

পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে প্রয়োজন ততদিন থাকবে। তাই প্রয়োজনীয় কাজগুলো প্রয়োজন মতোই করতে হবে। প্রয়োজনের বেশি চাহিদা বেড়ে গেলে তখনই নিজের শরীরের জন্য অনেক ক্ষতি। প্রয়োজনের বেশি কোন কিছুই ভালো না। আপনি খুবই সুন্দর সুন্দর কথা উল্লেখ করেছেন আপু খুবই ভালো লাগলো আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।