কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
কারেন্ট অর্থাৎ বৈদ্যুতিক ব্যবস্থা আগেকার যুগে ছিল না বললেই চলে। আগেকার সময় মানুষেরা গরম লাগলে হাত পাখা দিয়ে বাতাস করতো। আর সন্ধ্যার পরে অন্ধকার হলেই মোমের প্রদীপ, কেরোসিন তেলের প্রদীপ এবং তারপর হ্যারিকেন ব্যবহার করতে দেখা যেত। আর এইসবের ব্যবহারের মাধ্যমেই তাদের আলোর চাহিদা পূরণ হয়ে যেত। কিন্তু সময় যত যাচ্ছে মানুষ ততই আধুনিক হয়ে চলেছে। তাই এখন দেখা যায় চারিদিকে বৈদ্যুতিক বাতি জ্বলছে। যে কারণে আমাদের আর কষ্ট করে হাতে ধরে আলো এদিক ওদিক নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি সুইচ এর মাধ্যমেই আমরা পুরো ঘর আলোকিত করতে পারি। বর্তমানে গ্রাম এবং শহর প্রত্যেকটা জায়গাতেই বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে। তাই কোন জায়গা এখন অন্ধকারে থাকে না। তবে বর্তমানে আমরা প্রচন্ডভাবে এই বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিদ্যুতের অর্থাৎ কারেন্টের ব্যবহার করতে হয়।
বর্তমানে গরম লাগলে মাথার উপরে ফ্যান চলে সেটাও কারেন্টের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন বাড়িতে দেখা যায় প্রচন্ড গরমকালে এসি চলে, সেটাও কারেন্টের মাধ্যমেই চালাতে হয়। এছাড়া প্রত্যেকটি ঘর আলোকিত করার জন্য কারেন্টের সাহায্যে লাইট লাগিয়ে আলোকিত করা হয়। অনেক আগেকার সময় দেখা যেত কাঠের উনুনে রান্নাবান্না করা হতো। কিন্তু বর্তমান সময়ে গ্যাসে রান্না হয় এবং তাছাড়াও কিছু কিছু সময়ে দেখা যায় মাইক্রোওভেন আর ইন্ডাকশন ওভেনে রান্না হয়ে থাকে। আর এই মাইক্রোওভেন এবং ইন্ডাকশন ওভেন দুটোই কারেন্টের সাহায্যে চলে। তাই দেখা যায় বর্তমানে রান্না করার ক্ষেত্রেও আমাদের কারেন্টের খুবই প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও আগেকার সময় যেমন বিভিন্ন ডিপ টিউবয়েল থেকে আমরা পানীয় জল এনে পান করতাম। কিন্তু এখন আর সেইসব ডিপ টিউবওয়েল অথবা অন্যান্য পানীয় জলের ব্যবস্থা না থাকায়, এখন হয়তো কিছু কিছু মানুষ কিনে জল খায় আর না হয় কিছু কিছু বাড়িতে ওয়াটার পিউরিফায়ার মেশিন লাগানো থাকে।
যার সাহায্যে জল পরিষ্কার হয়ে পান করার উপযুক্ত হয়ে ওঠে। আর এই মেশিনটিও চলে কারেন্টের মাধ্যমে। অনেকের বাড়িতে আবার কাপড় কাচার ওয়াশিং মেশিন রয়েছে। আর এই মেশিন কারেন্টের সাহায্যে নোংরা জামা কাপড় কেচে পরিষ্কার করে দেয়। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে দেখা যায় সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে। এবং টেলিভিশন দেখে মনোরঞ্জনের মাধ্যমে সময় কাটাতে থাকে। সুতরাং আমরা বর্তমান পরিস্থিতিতে যা কিছুই চারপাশে ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কারেন্টের সাহায্যে চলছে। এমনকি বর্তমানে বিভিন্ন কর্মস্থলে এবং বাড়িতেও ডিজিটাল জিনিসপত্রের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য কাজ করা হয়ে থাকে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, ফোন, ক্যামেরা। আর এইসব ডিজিটাল জিনিসপত্র কারেন্টের মাধ্যমেই আমরা চার্জ করে থাকি। যেন আমরা বিনা বাধায় ভালোভাবে আমাদের কাজ সম্পন্ন করতে পারি। তাই বোঝাই যাচ্ছে যে কারেন্ট ছাড়া আমরা পুরোই অচল। আর যখন আমাদের বাড়িতে বা বলা যায় এলাকাতে কোন কারনে কারেন্ট চলে যায় তাহলে আমাদের জীবনযাপন অনেকটাই কষ্টকর হয়ে ওঠে।
কারণ আগেকার দিনে যেমন কারেন্ট না থাকলেও অল্প একটু আলোতেই তারা বসে সময় কাটাতে পারত অথবা বিভিন্ন রকমের কাজ করতে পারতো, আমরা যেহেতু সেই ভাবে কাজ করতে অভ্যস্ত নই সেই জন্য বর্তমান সময়ে আলো ছাড়া কাজ করা তো দূরের কথা, থাকার কথা কল্পনাও করতে পারি না।তাই এই সমস্যা দূর করতে দেখা যায় অনেক বাড়িতে ইনভার্টার আছে যার সাহায্যে কারেন্ট গেলেও আমাদের অন্ধকারে থাকার প্রয়োজন হয় না। যখন কারেন্ট থাকে তখন ইনভার্টার এর ব্যাটারীতে কারেন্ট সংরক্ষণ করে পরবর্তীতে যখন কারেন্ট চলে যায় তখন আমরা সেই কারেন্ট ব্যবহার করে ঘরবাড়ি আলোকিত রাখতে পারি এবং বিভিন্ন রকমের কাজ সম্পন্ন করতে পারি। সুতরাং বোঝাই যাচ্ছে যে, আমরা কারেন্টের ওপর এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ওপর কতটা পরিমাণ নির্ভরশীল হয়ে পড়েছি। কারেন্ট ছাড়া যেহেতু আমাদের কোন কাজ করাই সম্ভব নয় তাই বর্তমান সময়ে বিভিন্ন রকম আবিষ্কারের মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে। আর আশা করা যায় ভবিষ্যতেও আরো অনেক আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবনযাত্রা আরও অনেক সহজ হয়ে উঠবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছুকে নিজের জীবনের সাথে এতটা আঁকড়ে ধরে যেন একটুখানি দূরত্ব হলেই অনুভব করতে পারে। আমার বাসাতেও ইনভার্টার রয়েছে সৌর লাইন রয়েছে। কিন্তু কারেন্ট না থাকলে বেশ অসুবিধা বোধ করতে হয়। এখন মূলত ওয়াইফাই লাইনটাও শুরু লাইনের সাথে সংযুক্ত। তবুও কারেন্ট আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোবাইল চার্জ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন কারেন্টের ব্যবহার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলেকট্রিসিটি ছাড়া আমাদের জীবন একেবারে অচল। জীবনের প্রতিটা ক্ষেত্রে এখন আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি। এখন যদি কয়েক ঘন্টার জন্যেও লোডশেডিং হয় তাহলে আমরা বুঝতে পারি এটা ছাড়া আমরা ঠিক কতটা অসহায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit