সোশ্যাল মিডিয়ার ব্যবহার।

in hive-129948 •  2 months ago 

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1733726118547583692300145335761.jpg


সোর্স

যত সময় যাচ্ছে আমরা দিন দিন ততই আধুনিক হয়ে যাচ্ছি। আর আমাদের জীবনের এই আধুনিকতা আসার সবচেয়ে প্রধান যে কারণ সেটি হল এই সোশ্যাল মিডিয়া। আমরাই সোশ্যাল মিডিয়ার দ্বারা পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা বিভিন্ন কালচার দেখতে পারি এবং আমরা সেই ভাবে নিজেকে একটু একটু করে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে। এই সোশ্যাল মিডিয়া আসার আগে আমরা জানতেই পারতাম না অন্যান্য দেশের কালচার কেমন? আর আমাদের জীবনযাত্রা ছিল নিজেদের মতো সীমাবদ্ধ। কিন্তু এখন অন্যদের দেখে আমাদের নিজেদের জীবনের চাহিদাও অনেকটাই বেড়ে গেছে আর সেটাও সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ঘরে বসেই অনেক কিছু জানতে পারি নিমেষের মধ্যে। অনেক অজানা তথ্য বা অজানা প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই এই সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও আমাদের অনেক দূর-দূরান্তে থাকা কোন বন্ধু অথবা আত্মীয়-স্বজনের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি অতি সহজে এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।


যখন ইচ্ছা তখন আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি এবং তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতেও পারি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে দূরত্ব অনেকটাই কমে গেছে, আর আমরা প্রতিনিয়ত তাদের খোঁজখবরও নিতে পারি খুব সহজেই। আবার অন্যদিকে দেখা যায় অনেক বেকার মানুষ যারা কাজের অভাবে সংসার চালাতে পারছিল না এবং কাজ খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়েছিল তারা এই সোশ্যাল মিডিয়া থেকে সুন্দর পরিমাণ অর্থ ইনকাম করে সংসার চালাতে পারছে। কিছু হাউজ ওয়াইফ ও দেখা যায় যাদের ইচ্ছা ছিল কিছু করে নিজে আর্থিকভাবে সচ্ছল থাকার কিন্তু সংসারের চাপে হয়ে ওঠেনি বাইরে চাকরি করতে যাওয়ার, তারাও ঘরে বসে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা অর্থ ইনকাম করে নিজের শখ পূরণ করতে পারছে এবং স্বামীর অসময়ে আর্থিকভাবে সাহায্য করতে পারছে। এই সোশ্যাল মিডিয়া বহু মানুষের কাছে অর্থ উপার্জনের একটি সুবিধা জনক রাস্তা হয়ে গেছে। তাই বলা যায় সোশ্যাল মিডিয়া অনেকের জীবনে একটি আশীর্বাদ হয়ে এসেছে।


কিন্তু আমরা জানি প্রতিটা জিনিসের যেমন ভাল দিক থাকে তেমন খারাপ দিক থাকে। তেমনি সোশ্যাল মিডিয়া শুধু যে আমাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করে তেমনটা নয়। সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। এবং অনেকের জীবনে অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। অনেকেই নিজের রাগ মেটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক খারাপ খারাপ পোস্ট করে থাকেন। আবার অনেকে দেখা যায় কোন অশ্লীল ভিডিও অথবা ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় যেটা ছোট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়াও কোন মেয়ের উপর রাগ করে তার ক্ষতি করার চেষ্টা করে সেই মেয়েটির অশ্লীল ছবি বা ভিডিও এর ওপর মুখ বসিয়ে সেই ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তার জীবন নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে। আবার কিছু সময় দেখা যায় কারো প্রাইভেট ছবি বা ভিডিও ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় তাকে বদনাম এবং অপমান করার উদ্দেশ্যে। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যা অবস্থা সেক্ষেত্রে বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া খুবই ভয়াবহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগেকার সময় না ছিল সোশ্যাল মিডিয়া না ছিল ইন্টারনেট, তবে আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল।


এখন দিন দিন যত আধুনিক হচ্ছে আমাদের জীবনটাও ততই জটিল হয়ে উঠছে। আগে আমরা আমাদের পরিবারের মানুষের সাথে অনেক বেশি সময় কাটাতাম গল্প গুজব করে হাসি আনন্দে দিন কেটে যেত। কিন্তু এখনকার দিনে পরিবারের মানুষদের সাথে কথাটাই বলা অনেক কমে গেছে আর ভালো সময় কাটানো তো দূরের কথা। আমরা প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ায় এতটাই আসক্ত হয়ে পড়ছি যে আমাদের পুরো দিনটাই বলতে গেলে ফোন হাতে নিয়েই কেটে যায়। অনেক দম্পতিকে দেখা যায় রাতে ঘুমাতে যাওয়ার পরেও দুজন দুদিকে ফিরে ফোন দেখেই যাচ্ছে অথচ দুজনের মধ্যে কোন ভালো-মন্দ কথা নেই বা একে অপরকে বোঝারও কোন চেষ্টা নেই। এতে করে আমাদের প্রত্যেকটা সম্পর্কের দূরত্ব অনেক বেড়ে চলেছে। তাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এখনকার যুগে আমাদের প্রয়োজন ঠিকই কিন্তু এর সঠিকভাবে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে যেটুকু প্রয়োজন সেই কাজটুকু করে আমাদের পরিবারকে সময় দেওয়া উচিত। আমাদের নিজেদেরই বুঝতে হবে কোনটা কতটুকু ব্যবহার করা উচিত এবং নিজেদের জীবনে কোনটা ভালো এবং কোনটা খারাপ।

17337262783627813171330667706255.jpg



সোর্স


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png