প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আজ আমি আপনাদের সাথে একটি ছোট গল্প শেয়ার করবো যেটা সম্পূর্ণ আমার নিজেকে নিয়ে লেখা ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷
ছোট বেলা থেকেই মোবাইলের প্রতি একটু আসক্ত ছিলাম ৷ মোবাইল পেলে আর কিছু লাগতো না ৷ হাতে মোবাইল থাকলে খাবার কথাও ভুলে যেতাম ৷ মোবাইল আর মোবাইল ৷ সারাক্ষণ শুধু মোবাইল নিয়েই পড়ে থাকতে ভালো লাগতো ৷ মোবাইলের মাঝে কি আছে এখনো বুঝে উঠতে পারি না ৷ অল্প বয়সে মোবাইল চালানো শুরু করেছি ৷ প্রথম দিকে ছোট বাটাম ফোন দিয়ে শুরু ৷ এরপর অ্যান্ড্রয়েড ৷ চলতেছে ভালোই , যদিও ক্ষণিকের জন্যও ফোনটা দূরে রাখতাম না ৷ ফোনে কিছু না থাকলেও পকেটে কিংবা হাতে ধরে ঘুরে বেরাতাম, কিন্তু ফোন টা নিজের কাছেই রাখতাম সব সময় ৷ এর জন্য পরিবার থেকে অনেক কথাও শুনতে হয় ৷ তবুও ফোন ছাড়তে পাড়ি না , পাড়ি নি ৷ ফোনের মাঝে আসক্ত থাকলেও ফোন আমার কেনো সমস্যা করে না ৷ মাঝে মাঝে একটু অতটু গান শুনতাম আর অনলাইনে একটু সময় কাটাতাম ৷ বাকি সময় হাতে কিংবা পকেটে ফোন থাকতো ৷ কেবলমাত্র ফোনটা নিজের মাঝে রাখার মাঝেই ছিলো ফোনের প্রতি আসক্তকতা আমার ৷আমি ফোনের প্রতি আসক্ত থাকলেও সব ঠিকঠাক ছিলো ৷ সময়গুলো যাচ্ছে ভালোই ৷
অতিরিক্ত কেনো কিছুই ভালো ৷ যাই করো না কেনো , যাই হোক না কেনো অতিরিক্ত হলে তা খারাপি হবে ৷ আসক্ত হচ্ছে দুর্বলতা নেশার মতো ৷ কেনো কিছু প্রতি আসক্ত হলে তা থেকে বেরতে অনেক কষ্ট হয় ৷ অনেক কিছু হারিয়ে যায় এবং নষ্ট হয় ৷
হঠাৎ করে আরো নতুন কিছুর সাথে পরিচয় হলাম ৷ সময়টা বছর দুই আগে হবে ৷ নতুন একটা খেলা সাথে একটু অতটু পরিচয় ৷ সারা পৃথিবী যখন ভয়ে ছিলো করোনা নামক একটি ভয়ানক রোগে ৷ তখন আমি সময় কাটানোর জন্য নতুন একটি আসক্তকতা সাথে জোরাতে শুরু করি ৷ স্কুল কলেজ বন্ধ ঘর থেকে বেরোনোও বন্ধ ৷ ঘর বন্ধি জীবনে সময় কাটানোর জন্য শুরু হয় ফোনে অনলাইন গেম খেলা ৷ বসে বসে মোবাইল দিয়ে খেম খেলা ছাড়া আর তেমন কাজ ছিলো না ৷ এমনিতে আমার ফোনের মাঝে সময় কাটাতে ভালো লাগে ৷ খুব ভালোই কাটছিলো দিন গুলো ৷ সমসময় অনলাইনে গেম আর গেম নিয়েই দিন গুলো কাটতেছে ৷ অনেক গুলো দিন কেটে গেলো , সময় কাটানোর জন্য যে , অনলাইন গেম নামিয়েছি ফোনে সেই গেম খেলেই সুন্দর দিনগুলো পর করেছি ৷ সারা বেলা কাটিয়েছি শুধু অনলাইনে গেম খেলে , কখন যে মূল্যবান সময় গুলো চলে গেছে জীবন থেকে বুঝতেও পাড়ি নাই ৷ সময় কারো জন্য অপেক্ষা করে না ৷ সময় সময়ের গতিতে চলে ৷ আমি গেমের মাঝে অসক্ত হয়ে যাই ৷ অনেক মূল্যবান সময় চলে গেছে , যাচ্ছে কিন্তু আমি বুঝতে পেরেও কিছু করতে পারতেছি না ৷ মোবাইল আর গেম নিয়েই জীবনের মূল্যবান সময় গুলো কাটাচ্ছি ৷
গেমের মাঝে আমি এতোটাই আসক্ত হয়েছি যে , নিজের ভুল গুলো বুঝতে পেরেও ফিরতে পাড়ছি না ৷ গেমের মাঝে আজ আমি এতোটাই আসক্ত যে ছাড়ে চেয়েও জাড়তে পারছি না ৷ কয়েক বার চেষ্টা করেও ব্যর্থ আমি ৷ যখনি ভুলে থাকতে চেষ্টা করেছি তখনি অশান্তি আর খারাপ সময় পাড় করতে হয়েছে আমার ৷ আমি আসক্ত হয়েছি অনলাইন গেমে ৷ আসক্তকতা এতটাই খারাপ যে আমি ফিরতে চেয়েও ফিরতে দিচ্ছে না আমায় ৷ আমি ডুবে যাচ্ছি কথাও , বুঝতেও পাড়ছি , কিক্তু ফিরতে পাড়ছি না ৷ আমি চাচ্ছি সব ঠিকঠাক করে সব কিছু শুরু করতে কিন্তু হচ্ছে না ৷ হয়তো চেষ্টার অভাব , চেষ্টা করলে সব সম্ভব ৷
আ স ক্ত
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কোন বিষয়ের উপর আশক্ত হওয়াটা আসলে অভ্যাসে পরিণত হয়ে যায়। যেটা আমি মনে করি খারাপ দিক। এটা থেকে পরিত্রান পাওয়া সবারই উচিত অনেক ভালো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটিতে নিয়মিত হওয়ার চেষ্টা করুন । যদিও বলেছেন টিকিটে সমস্যার কথা , তবে শীঘ্রই নিয়মিত হবেন এই কামনাই করছি । সাই-ফক্স কে বেনিফিট না দেওয়ার কারণে আপনার পোস্টটা নমিনেশনে পাঠাইতে পারলাম না । ভেরিফাইড ইউজারদের কাছ থেকে এইটা একদম অপ্রত্যাশিত। ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া একটু সমস্যার কারণে সময় দিতে পারিনি ৷ কাল থেকে নিয়মিত কাজ করবো এবং সময় দিবো ৷ আর ভুল কে সাই-ফক্স কে বেনিফিট দেওয়ার মনে ছিলো না ৷ আমি দুঃখিত ভাইয়া ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit