নাটক রিভিউঃ চলো ভালোবাসি || ১০% লাঁজুক খ্যাকের জন্য ..

in hive-129948 •  2 years ago 

Screenshot_2022-09-03-19-27-29-01.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং
বাংলা ১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ৷ আজ শনিবার ১৭ ভাদ্র ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের একটি নতুন নাটক ৷ মুশফিক ভাইয়ের কম বেশি সব নাটক-ই আমি দেখি ৷ কারণ মুশফিক আর ফারহান ভাইয়ের নাটক গুলো আমার অনেক ভালো লাগে , আমার প্রিয় একজন অভিনেতা তিনি ৷ তার-ই একটি নাটক নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো ৷ আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং আপনাদের ভালো লাগবে ৷ যদিও সময়ের ব্যবধানে নাটক কিংবা মুভি দেখা আগের তুলনায় অনেকটাই কমে গেছে ৷ তবুও ব্যস্ততা শেষে একটু এতটু নাটক দেখা আজও চলছে ৷ চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমার দেখা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের চলো ভালোবাসি নাটকটি ৷


💢 চলো ভালোবাসি 💢


Screenshot_2022-09-03-20-04-14-84.jpg

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামচলো ভালোবাসি
পরিচালকমেহেদি হাসান রিদয়
অভিনয়েমুশফিক আর ফারান ও কেয়া পায়েল ৷
রিলিজড০৯ জুলাই ২০২২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪৭ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2022-09-03-19-21-40-92.jpg

Screenshot_2022-09-03-19-21-55-40.jpg



চলো ভালোবাসি নাটকের শুরুতে দেখানো হয় মুশফিক নাটকের হিরো স্নান করতেছে ৷ স্নানের সময় বাথরুমে পানি নেই ৷ তখন মুশফিক ভাই তার মাকে ডেকে বলেন যে এই বাসায় সে আর থাকবে নাহ ৷ এই বাসায় পানির সমস্যা গ্যাসের সমস্যা , তাই সে থাকবে না এই বাসায়, তার বাবা ও মাকে জানায় ৷ এরপর খাবার টেবিলে দেখানো হয় মুশফিক ও তার মা বাবা খাবার খাচ্ছে এমন সময় মুশফিক ভাই বলেন নতুন বাসায় উঠবো ৷ এবাসায় পানি গ্যাসের সমস্যা ৷ তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে , এই বাসায় আরো এক মাস থাকি তারপর অন্য কথাও চলে যাবো ৷ এই বাসায় এক মাসের টাকা অগ্রিম দেওয়া আছে এবং নতুন বাসা খোজাখুজি অনের বিরক্তকর কাজ ৷ কিন্তু মুশফিক তার বাবার কথা মানতে রাজি নন ৷ বাপ বেটা বের হয় নতুন বাসার খোজে ৷ বেশ খুজাখুজির পর অবশেষে নতুন বাসা পেয়ে যায় ৷ এবং সেখানে বাসা ভারা নিয়ে নেয় ৷

Screenshot_2022-09-03-19-27-06-41.jpg

Screenshot_2022-09-03-20-03-30-03.jpg


এরপরের দৃশ্যে দেখানো হয় মুশফিক নাটকের হিরো বাসায় ডুকতেছে গেট দিয়ে সেই সময় নাটকের হিরোইন কেয়া পায়ের বাসা থেকে বের হচ্ছে সেই গেট দিয়ে ৷ গেট দিয়ে একসাথে দুজনে বের হওয়ার সময় চোখাচুখি হয় ৷ এটা বেশ রোমান্টিক একটা দৃশ্যে দেখানো হয় ৷ এরপর নায়ক গেট দারোয়ানকে সেই মেয়েটি বিষয়ে জানতে চায় ৷ গেটের দারোয়ান মজার ভঙ্গিতে নায়কের প্রশ্নের উত্তর দেয় ৷ এরপর নায়ক আবার সিদ্ধান্ত নেয় সে এবাসা থাকবে ৷ এবং তার বাবা কে বিভিন্ন ভাবে বোঝায় ৷ তার বাবা আবার বাড়িওলাকে বোঝায় যে তারা এবাসায় থাকবে ৷ এবং নায়ক সেই নতুন বাড়িওয়াল কাছে যায় অগ্রিম টাকা ফিরত আনতে ৷ সেই নতুন বাড়িওয়ালা মোটু টাকা দিতে না চাওয়া কুকুরের ভয় দেখিয়ে টাকা ফিরত আনে ৷ এরপর দেখা যায় নাইকা সেই মোটুওয়ালা বাড়িতে বাসা ভারা নিয়ে থাকতে যাচ্ছে ৷ তখন নাযক আবার সিদ্ধান্ত বদল করে আবার নতুন মোটুর বাড়িতে বাসা ভারা নিয়ে থাকার ইচ্ছো জানায় নায়ক তার বাবাকে ৷তার বাবা বাড়ি খোজাখুজি করতে পারবেনা জানায় এবং তিনি খুব বিরক্ত হয় ছেলের কাণ্ডকারখানা দেখে ৷

Screenshot_2022-09-03-20-23-39-85.jpg

Screenshot_2022-09-03-20-39-44-37.jpg


এরপর আবার মোটুর বাড়িতে নায়ক নাইকার আবার দেখা হয় ৷ এবং তাদের বিভিন্ন কথা হয় এতে তাদের ভালো পরিচয় হয় ৷ নায়ক মোটুর বাড়িতে বাসা ভারা নিতে চায আবার কিন্তু মোটু বাড়িওয়ালা কেনো ভাবে তাকে আর বাড়ি ভারা দিবে নাহ ৷ বিভিন্ন ভাবে বোঝানোর পরও নায়ক বাড়ি ভারা নিতে পারেনি ৷ এরপর সামনের আরেক বাড়ি ভারা করে নেয় ৷

Screenshot_2022-09-03-20-39-44-37.jpg

Screenshot_2022-09-03-20-42-08-64.jpg


এরপর সামনের বাড়িতে নাকয় থাকতে শুরু করে ৷ এতে নায়ক নাইকার প্রতিদিন দেখা হতো কথা হতো ৷ এভাবেই খুঁটিনাটি তথ্য আদান প্রদান হতো ৷ একসময় নায়ক জানায় কেয়া পায়েলকে জানায় সে তাকে ভালোবাসে ৷ কিন্তু নাইক বলে কেবল তো পরিচয় হলো আরো কিছু দিন যাক তরপর ভাবা যাবে এবিয়ষ ৷ নায়ক চুপচাপ চলে আসে এবং একমাস উদাও হয়ে যায় ৷ তখন আবার নাইকা মিচ করতে থাকে নায়কে ৷ একমাস পর দেখা হয় এবং আবার তাদের কথা হয় ৷ সব শেষে দুজনে ভালোবাসায় মিলে যায় ৷ এবং এখানেই নাটকটির সমাপ্তি হয় ৷

Screenshot_2022-09-03-20-49-13-79.jpg

Screenshot_2022-09-03-20-50-47-88.jpg

Screenshot_2022-09-03-20-45-33-06.jpg

আমার মতামত

মুশফিক আর ফারহান ও কেয়া পায়ের এর চলো ভালোবাসি নাটকটি আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছিলো ৷ নাটকটির মাঝে ছিলো দারুণ কিছু ব্যপার যা দেখে আমার অনেক মজা লেগেছে ৷ এছাড়াও এটি একটি রোমান্টিক ভালোবাসার নাটক ৷ অভিনয়েও দারুণ ছিলো কেনো কিছুর কমতি ছিলো না ৷ সব মিলিয়ে দারুণ একটি নাকট ছিলো চলে ভালোবাসি ৷ আপনারা যদি না দেখে থাকেন তাহলে নাটকটি দেখার চেষ্টা করবেন ৷ আশা করি নাটকটি আপনাদের অনেক মজার লাগবে ৷


রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৯
অভিনয়০৮


ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আপনার আশা করে ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রিভিউ করা নাটকটি আগে কখনো দেখিনি। তবে আপনার রিভিউটি পরে নাটকের সম্পূর্ণ অংশ ভালোভাবে বুঝে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে নাটকটি রিভিউ দিয়ে আমাদের সাথে সেটা করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷

ঠিক বলেছেন ভাইয়া সময়ের ব্যবধানে নাটক এবং মুভি খুব কম দেখা হয়। কারন মানুষ এখন কাজে কামে খুব বেশি ব্যস্ত থাকে। কিন্তু ভালবাসি নাটকটি আমার মনে হচ্ছে বেশ রোমান্টিক। কারণ সম্পূর্ণ রিভিউটি পড়ে সেরকমই মনে হচ্ছিল। মাঝে মাঝে এমন নাটক দেখতে ভালই লাগে। তাই যখন মন খারাপ থাকে আমি নাটক গুলো দেখি।

হ্যা আপু চলো ভালোবাসি নাটকটি অনেক রোমান্টিক এবং মজার ৷ দেখবেন নাটকটি আশা করি ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে

মুশফিক আর ফারহান ভাইয়ের নাটক গুলো আমার অনেক ভালো লাগে

একদম আপনার মত আমিও মুশফিক ফারহানের নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। যদি ওই নাটকটি আমার দেখা হয়নি। তবে মনে হচ্ছে ভালোই একটি নাটক।

হ্যা আপু নাটকটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনার ৷ ধন্যবাদ আপনাকে

ওয়াও চলো ভালোবাসি দারুন একটি নাটক ভাই আমি কিছুদিন আগে দেখেছিলাম ভেবেছিলাম আমি রিভিউ করব কিন্তু আপনি তো আমার আগেই শেয়ার করে দিয়েছেন তাই আর ভুল করবোনা। আমি অবসর সময় পেলে মুশফিক আর ফারান ও কেয়া পায়েল এই দুই জুটির নাটক দেখে থাকি। আমার কাছে এদের দুজনের নাটক দেখতে ভীষণ ভালো লাগে।

সত্যিই চলো ভালোবাসি নাটকটি দারুণ ৷ সমস্যা নেই ভাইয়া , আপনিও এই নাটকটি রিভিউ করবেন ৷ আশা করি আপনার রিভিউটাও দারুণ হবে৷ ধন্যবাদ আপনাকে

নাটকের প্রথম দিকে বাথরুমে পানি না থাকায় মুশফিক ভাই জানায় যে সে এই বাসায় থাকবে না শেষ দিকে নায়িকার পাশে সামনের থাকার সুবাদে নায়ক নায়িকা কে ভালোবাসা ফেলে সব মিলিয়ে অনেক সুন্দর এবং গোছালো ছিল আপনার ভালোবাসা নাটকের রিভিউ।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে ৷ নাটকটি দেখবেন আশা করি ভালো লাগবে ৷