আজকের ফটোগ্রাফি ★★ ০২ জানুয়ারি ২০২২ ★★10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago 

★★ আমার বাংলা ব্লগ★★

★ আজকের ফটোগ্রাফি ★

★ বাংলাদেশ ★

IMG20220102135728_00.jpg

হ্যালো বন্ধুরা আজকেও আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে আসলাম ! আজ রবিবার জানুয়ারি মাসের দুই তারিখ শীতের দিন ! সকাল বেলা ঘুম থেকে উঠেই নিজের টুকটাক কাজ নিয়েই ব্যস্ত ! ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেনো কিছু শান্তি মতো করা যায় না ! গায়ে অনেক কাপড় পড়ে ঘুরতে হয় ,বিরক্তকর লাগে গায়ের এতো কাপড় ! আবার কাপড় ছাড়া চলাও কষ্টের তাই বিরক্তকর অনুভূতি টা দূরে রেখে পায়ে জুতা,গায়ে জ্যাকেট আর মাথায় টুপি পড়ে বের হই দুপুর বেলা ! তখন দুপুর বেলা হলেও মাথার উপরে সূর্যের দেখা নেই ! কথায় যাবো আগে থেকে ঠিক করা ছিলো না ! তাই কেনো উদ্দেশ্য ছাড়া বাড়ি থেকে বের হই ! রাস্তায় হাটতে হাটতে ভাবি কথায় যাবো ? কথাও যাওয়ার মতো কথা মাথায় আসতেছেনা ! তাই বাড়ির পাশে একটা ছোট নদীর পাড়ে এসে দাড়াই ! তখন সূর্য মামা একটু একটু দেখা দিচ্ছে ! পায়ের জুতা নদীর ধারে রেখে নদীতে হাটতে শুরু করি ! নদীতে পানি আছে কিন্তু খুব কম ! শুধু পা ভিজে , প্যান্ট ভিজার ভয় নেই একটু উপরে গুজে রাখলেই হয় ! নদীতে নেমে নদীর ছোট ছোট গাছ গুলো ছবি তুলে নেই ! ভালো কিছু ফটোগ্রাফি করার মতোও কিছু দেখতে পাই না ! কি করার জুতা হাতে নিয়ে বাড়ি চলে আসি ! এরপর আবার একটু ব্যস্ত তারপর বাড়ির উঠানে ছোট ফুলের গাছটা চোখে পড়ে ! ছোট ফুলের গাছটাতে মাত্র দুইটি ফুল ফুটেছে ! সেই ফুল দুটো যথেষ্ট বড় এখনো হয়নি ! সেই ফুল ছিড়ে কয়েকটি ছবি তুলে নিলাম ! কাঁঠাল গাছের নিছে আজকের তোলা ছবিগুলো দেখতে লাগলাম ! হঠাৎ কাঁঠাল পাতার ছবি তুলতে ইচ্ছে হলো ! কি আর করার কাঁঠাল পাতারও একটি ছবি তুলে নিলাম ! সব মিলে তৈরি করলাম 'আজকের ফটোগ্রাফি' "আমার বাংলা ব্লগ" এর জন্য...

IMG20220102162539_00.jpg

IMG20220102135047_00.jpg

IMG20220102140623_00.jpg

IMG20220102152421_00.jpg

IMG20220102162812_00.jpg

IMG20220102165841_00.jpg

আজের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবে ! আশা করি সবার ভালো লাগবে ! তারপরও যদি কিছু খারাপ লাগে কিংবা আপনাদের কেনো মন্তব্য থাকে তাহলে জানাবে ! আমি আরো ভালো কিছু করতে চাই ! এজন্য আপনাদের মন্তব্য অনেক দরকারি ! আর অনেক অনেক ভালো থাকবেন সবাই ..ধন্যবাদ

মোবাইলফটোগ্রাফি
ডিভাইস নামrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০২ জানুয়ারি ২০২২

★★ ধন্যবাদ সবাইকে ★★

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও কি চমৎকার ফটোগ্রাফি ভাইয়া।
আপনি খুব সুন্দর ভাবে খুব দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি করছেন।
আপনার সব গুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর একটি মন্তব্য করেছেন ! আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনার উৎসাহ মূলক এমন মন্তব্যের জন্য ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ !

সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য ! খুব ভালো লাগলো আপনার মন্তব্য ! আমি আরো ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করবো ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ !

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো তো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনি পায়ের জুতো খুলে পানির মধ্য দিয়ে হেঁটে বেরিয়েছেন এটা খুবই মজার ব্যাপার। এরকম পানির মধ্যে হাঁটলে খুবই ভালো লাগে ।আপনার কথা শুনে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু ! আমার লেখা আপনি পড়েছেন এতে আমার খুব ভালো লাগতেছে ! আর নদীতে হাটার বিষয়টা একটু মজা-রি হয় ! আর বড় কথা আমি আপনার স্মৃতি মনে করে দিয়েছি , এ বিষয়টা আমার আরো বেশি ভালো লেগেছে ! তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য !

ওয়াও ভাইয়া আপনার ছবিগুলোর যতই প্রশংসা করবো কম হয়ে যাবে।আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো মনের একজন ফটোগ্রাফার। ফুলের ছবি গুলো তো এক কথায় অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ! আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে ! আমি আরো ভালো কিছু করার উৎসাহ পেলাম আপনার এই মন্তব্য থেকে ! ধন্যবাদ আপনাকে....

আপনার প্রতিটি ফটোগ্রাফি সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফির প্রশংসা করতেই হয়। বিশেষ করে শেষের ফটোটা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ! আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনার এমন উৎসাহিত মূলক মন্তব্যের জন্য !

এই শীতের ভিতর আপনি এত সকাল বেলা নদীর পানির ভিতর হেঁটেছেন শুনেই তো আমার ঠান্ডা লাগছে। তবে শীতের মধ্যে আপনি যে ছবিগুলো তুলেছেন প্রত্যেকটা ছবি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে দুই নম্বর ছবিটা ও পাঁচ নম্বর ছবি তুলেছেন ছবিটি খুবই চমৎকার লাগছে ।একটি ফুলের ছবি আপনি কত সুন্দর করে তুলেছেন ।আসলেই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন ।আপনার পরবর্তী ফটোর অপেক্ষায় রইলাম।

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ! আপনার এমন উৎসাহিত মূলক মন্তব্য আমার সামনে যাওয়ার অনুপ্রেরণা জাগাবে!

জাস্ট অসাধারণ আমি সত্যিই আপনার ফটোগ্রাফিক গুলো দেখে মুগ্ধ। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে কোনটা রেখে কোনটা আর প্রশংসা করবো সত্যিই আমি ভেবে পাচ্ছি না আমি রীতিমত কনফিউজড। এভাবেই চেষ্টা করতে থাকুন ফটোগ্রাফি করার জন্য, এইভাবে কন্টিনিউ চেষ্টা করতে থাকলে আপনি একটা সময় যে অনেক দক্ষ ফটোগ্রাফার হতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

  • এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারব আজ আশা করেনি। প্রতিটি ছবি ছিল দেখার মতো। খুবই চমৎকার করে করে তুলেছেন প্রতিটি ছবি। বিশেষ করে শেষের আগের ছবিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে ছবিগুলোর প্রতিচ্ছবি দেখা যায় ওই ছবিগুলো আমার চমৎকার লাগে। শুভকামনা রইল আপনার জন্য

ওয়াও ভাই আপনি শীতের দিনে দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ফুলগুলো দেখতে। আমি ব্যক্তিগতভাবে ফুল অনেক ভালোবাসি কেননা ফুল হলো একটি পবিত্র জিনিস। আপনি পোস্টটি আমাদের মাঝে অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং নতুন বছরের শুভেচ্ছা।

আপনার ছবি গুলা কি কোনো রকম এডিটিং করা হয়েছে। এডিটিং না করা হয়ে থাকলে সত্যিই আপনি চমৎকার ছবি তুলেছেন। বিশেষ করে পানির উপরে রাখা ফুলটির ছবি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে

ওয়াও অসাধারন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে 1 এবং 3 নং ফটো আমার কাছে বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য

ছবিগুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটা ছবি খুবই চমৎকার লাগছে দেখতে। প্রথম ছবি টাই সবচাইতে বেশী ভালো লাগছে । ঠান্ডার ভিতর নদীতে হাঁটতে নেমেছিলেন শুনে একটু অবাকই লাগে😱🥶 , কিন্তু নদী থেকে তোলা ছবিগুলো দেখে খুবই মুগ্ধ আমি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ছবি গুলো আমাদের মাঝে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।