আজকের ফটোগ্রাফি ★★ ০৪ জানুয়ারি ২০২২ ★★ 10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago 

★★ আমার বাংলা ব্লগ★★

★ আজকের ফটোগ্রাফি ★

★ বাংলাদেশ ★

PicsArt_01-04-09.44.30.jpg

★ হ্যালো বন্ধুরা ★

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ! আমিও ভালো আছি ! প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে কিছু মোবাইল ফটোগ্রাফি শেয়ার করবো ! আশা করি আপনাদের ভালো লাগবে,আমার তোলা মোবাইল ফটোগ্রাফি গুলো ! আজ মঙ্গলবার জানুয়ারি মাসের চার তারিখ ! আমি সাধারণত মোবাইল ফটোগ্রাফি করতে অনেক ভালো বাসি ! যদিও ভালো ফটোগ্রাফি করতে পরি না ! ভালো মানের ছবি তুলতে গিয়েও তুলতে পারি না ! অনেক ছবির মাঝে দু-একটা ছবি ভালো হয় ! কিন্তু আমি সব সময় চাই ভালো কিছু ছবি তুলতে ! এবং আপনাদের সাথে শেয়ার করতে ! আমার ছবি ভালো না আসার প্রথম কারণ মোবাইলের ক্যামেরা ! দ্বিতীয়ত আমার দক্ষতা !তো আজ আমি আপনাদের সাথে ফটোগ্রাফি বিষয়ে কিছু কথা শেয়ার করবো

ভালো ছবি তোলার জন্য ক্যামেরার গুরুত্ব অনেক ! একটি ভালো মানের ক্যামেরা থাকলে, একটি ভালো মানের ছবি তোলা যায় !ভালো মানের ক্যামেরা থাকলে দক্ষতা ছাড়াও একটি উজ্জ্বল ছবি তোলা যায় ! এজন্য আমি মনে করি ভালো ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরা গুরুত্ব সব থেকে বেশি ! এজন্য ফটোগ্রাফি করতে হলে একটি ভালো মানের ক্যামেরা থাকা দরকার ! আমি সাধারণত মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলেছি এবং সাধারণ মোবাইলের ক্যামেরা দিয়ে ! আমি মনে করে ভালো ক্যামেরা ব্যতীত ভালো ছবি আশা করা যায় না !

ভালো মানের ক্যামেরা থাকলেও ভালো মানের ছবি সবসময় আশা করা যায় না ! ছবি তোলার ক্ষেত্রেও দক্ষতা প্রয়োজন আছে ! একটি ছবি তুলতে চাইলেই তোলা যায় , কিন্তু সে ছবি দক্ষতার সাথে তুললে আরো বেশি ভালো হয় ! এজন্য ভালো ছবির জন্য ভালো দক্ষতা দরকার ! আমরা সবাই ছবি তুলতে ভালো বাসি, কিন্তু সবাই ভালো ছবি তুলতে পারি না ! যে সব সময় ভালো ছবি তুলতে পারে , যার ছবি দেখতে সুন্দর এবং উজ্জ্বল সেই ভালো ফটোগ্রাফার ! আমি ছবি তুলতে অনেক ভালোবাসি কিন্তু আমার ছবি সবসময় ভালো হয় না ! মাঝে মাঝে দু একটা ছবি ভালো তুলতে পারি অনেক গুলো ছবির মাঝে !আমি মনে করি ভালো ছবি তোলার জন্য দক্ষতা থাকা অনেক প্রয়োজন !

আজ আমি যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তার মাঝে ফুলের ছবি একটু বেশি আছে ! ফুল জিনিস টা এমনিতেই অনেক সুন্দর ! সেজন্য আমি আমার ফটোগ্রাফি সুন্দর করার জন্য ফুলের ছবিগুলোই বাছাই করে নিয়েছি ! ফুল একটি প্রবিত্র জিনিস এবং সৌন্দর্যের প্রতীক ! ফুল আমরা বিভিন্ন ভালো কাজে লাগাই ! যেমন পূজার জন্য , ঘর সাজানোর জন্য , বাড়ি সাজানোর জন্য এবং শখ করেও বিভিন্ন ভাবে ফুলের সাথে আমাদের সম্পর্ক রয়েছে ! এবং আজ আমি একটি ছবিতে চকলেটের শেয়ার করেছি ! তো আজ সকাল বেলা ভাতিজার জন্য আনা চকলেট গুলোর ছবি তুলে তাকে আবার ফিরত দেই ! কেউ আবার আমার কাছে চকলেট চেয়ে লজ্জা দিয়েন না ! আমার কাছে চকলেট নেই !

আজকের ফটোগ্রাফি

IMG20211227080914_00.jpgIMG20220104155815_00.jpg
IMG20220104160837_00.jpgIMG20220104160136_00.jpg
IMG20220102094324_00.jpgIMG20220104160019_00.jpg
IMG20220104155350_00.jpgIMG20220104160430_00.jpg

তো বন্ধুরা এই ছিলো আজকের ফটোগ্রাফি ! কেমন লেগেছে আশা করি মন্তব্য করে জানাবেন ! এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন..…....

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০৪ জানুয়ারি ২০২২

★★ ধন্যবাদ সবাইকে ★★

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে ।আমার কাছে এমনিতে যে কোন ফুলই খুবই ভালো লাগে ।ফুল পছন্দ করেনা এমন লোকের সংখ্যা খুবই কম ।আপনার প্রতিটি ছবি অসাধারণ হয়েছে ।তবে ফুল গুলির নাম ও ফুলগুলো সম্পর্কে বিস্তারিত লিখলে আরও অনেক বেশি ভালো হতো ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ! পরবর্তী পোষ্ট করার সময় আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো ! এবং আরো সুন্দর ভাবে উপস্থাপন করবো ! ধন্যবাদ আপনাকে আপনার মতামত মন্তব্য করার জন্য !

আপনি ঠিকই বলেছেন ভাইয়া একটি ভালো ছবি তুলতে হলে একটি ভালো মানের ক্যামেরার প্রয়োজন হয়। শুধু ক্যামেরাই না সঙ্গে দক্ষতার প্রয়োজন হয়। অনেক বেশি দক্ষ হাতে সুন্দর ফটোগ্রাফি হয়। আপনার ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ফুলের ছবি চমৎকার হয়েছে। বিশেষ করে পাতার ছবি টা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য ! আসলে ভালো ছবি তুলার জন্য ভালো ক্যামেরা এবং দক্ষ ফটোগ্রাফার দরকার! আমার তোলা ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম...

দুর্দান্ত সব ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ছবিই অসাধারণ হয়েছে। বেশ দক্ষতার সঙ্গে ছবিগুলো ক্যাপচার করেছেন আপনি। সবকয়টি ছবি বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য করার জন্য ! আমার তোলা ছবিগুলি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম...

ঠিকই বলেছেন ভাই ভালো ক‍্যামেরা থাকলেও ভালো ফটোগ্রাফি করার জন্য প্রয়োজন দক্ষতার।‍ যেটা সবার থাকে না। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে।

তবে আপনার ফটোগ্রাফি পোস্ট টার উপস্থাপনা আমার কাছে ভালো লাগেনি। অন‍্যদের ফটোগ্রাফি পোস্ট গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন।।

ধন্যবাদ আপনাকে আপনার মতামত মন্তব্য করার জন্য ! আমি পরবর্তীতে আরো ভালো করে পোষ্ট উপস্থাপনা করার চেষ্টা করবো !ধন্যবাদ

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে 4 নাম্বার ছবিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ! আমার তোলা মোবাইল ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ! পরবর্তীতে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো..ধন্যবাদ