কাগজের তৈরি নকশা কাটিং

in hive-129948 •  last month 

IMG20240828184557_00.jpg

কাগজের তৈরি নকশা ডিজাইন ৷


শুভ সন্ধ্যা..

হ্যালো বন্ধুরা...কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আমার এই পেপার কাটিং ডিজাইনটি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কাগজের তৈরি এসব নকশা ডিজাইন করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মাঝেই এসব নকশা কাটিং করার চেষ্টা করি ৷ গত বেশ কিছু দিন ধরে আমার একটু শরীর খারাপ লাগছে ৷ তাই আজ ভাবলাম আপনাদের মাঝে আমার সিম্পল একটা নকশা কাটিং শেয়ার করি ৷ আসলে এ ধরনের নকশা গুলো খুবই সহজে তৈরী করা যায় ৷ আর দেখতেও অসম্ভব ভালো লাগে আমার কাছে ৷ রঙিন কাগজ দিয়ে এমন নকশা কাটিং করলে দেখতে আরো বেশি ভালো লাগে ৷ তবে আমি সাদা পেপার দিয়ে সিম্পল একটি ডিজাইন কাটিং করেছি ৷ আশা করি এই সিম্পল ডিজাইনের নকশাটি দেখতে আপনাদের কাছে ভালোই লাগবে ৷ তো চলুন এবার সিম্পল এই নকশা তৈরির কাটিং প্রক্রিয়া গুলো আপনাদের মাঝে সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করি ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • পেপার ,
  • পেন্সিল , কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


শুরুতে একটি রঙিন পেপার বা সাধারণ পেপার নিতে হবে ৷ এরপর পেপারটি সুন্দর ভাবে ভাঁজ করে নিতে হবে ৷ তারপর ডিজাইন এঁকে নিয়ে কাঁচি দিয়ে কাটিং করলেই সুন্দর একটি নকশা পাওয়া যাবে ৷


IMG20240828183042_00.jpg

IMG20240828183116_00.jpg


আমি একটি পেপার নিয়ে পেপারটি সুন্দর ভাবে ভাঁজ করার চেষ্টা করেছি ৷


IMG20240828183211_00.jpg

IMG20240828183340_00.jpg


পেপারের ভাঁজ গুলো ছবি দেখলেই বুঝতে পারবেন আশা করি ৷


IMG20240828183423_00.jpg

IMG20240828183504_00.jpg


পেপার ভাঁজ গুলো সম্পূর্ণ করার পর উপরের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে ৷


IMG20240828183938_00.jpg

IMG20240828184252_00.jpg


এরপর পেন্সিল এবং পেন দিয়ে ডিজাইন এঁকে নিয়ে কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে ৷


IMG20240828184317_00.jpg

IMG20240828184340_00.jpg


এরপর পেপারের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷


IMG20240828184413_00.jpg

IMG20240828184542_00.jpg


ভাঁজ খোলার পরই এমন সুন্দর একটি নকশা পাওয়া যাবে ৷ আমি কিছু ফটোগ্রাফি নিচে দেওয়ার চেষ্টা করেছি ৷


IMG20240828184557_00.jpg

IMG20240828184530_00.jpg

IMG20240828184613_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 28 Aug 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন আপনি। এমন সুন্দর কাগজ কাটিংগুলো আমি খুবই পছন্দ করে থাকি এবং নিজেও কাগজ কাটিং করে থাকি। তবে আপনার নকশাটা আজ বেশ চমৎকার ছিল।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

কাগজের তৈরি নকশা কাটিং অসাধারণ হয়েছে। সাদা কাগজ ব্যবহার করে নকশাটি অনেক সুন্দর ভাবে সম্পন্ন করেছেন। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

বেশ দারুণ নকশা কাটিং করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আপনার চমৎকার এ নকশা কাটিং দেখে। কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার কাটিং।

আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷

কাগজের নকশা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার নকশা তৈরি করার পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো। এই জিনিস তৈরি করা অনেক কঠিন কাজ কেননা একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন ভাইয়া। আমিও মাঝে মাঝে এই ধরনের নকশা তৈরি করি। এই ধরনের নকশাগুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না কিন্তু কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। খুবই নিখুঁতভাবে আপনি নকশাটি তৈরি করেছেন ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজের তৈরি নকশা। আসলে যে কোন ধরনের কাগজ কেটে নকশা তৈরি করতে হলে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে কাগজ কেটে নকশা তৈরি করেছেন যা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

কাগজ দিয়ে তৈরি নকশা গুলো দেখতে দুর্দান্ত লাগে। আজকে আপনি চমৎকার একটি কাগজের নকশা তৈরি করেছেন ভাইয়া। কাগজ কেটে কেটে আপনার তৈরি নকশাটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা ডিজাইন করেছেন। এই নকশা ডিজাইন দেখে আমারো তৈরি করার ইচ্ছা জাগলো। খুব সহজে তৈরি করেছেন। আমিও তৈরি করব পরবর্তীতে।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

ওয়াও দারুণ একটা নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। এইরকম নকশা ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আমিও মাঝে মধ্যে নকশা ডিজাইন শেয়ার করি।আপনি ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

কিছুদিন ধরে আপনার শরীর ভালো না জেনে খারাপ লাগলো।আপনার সুস্থতা কামনা করছি।আপনি চমৎকার সুন্দর পদ্ধতিতে কাগজের নকশা তৈরি করেছেন।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের নকশা টি।নকশা তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর নকশা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

শরীর কি এখন ভালো হয়েছে ভাইয়া? যাই হোক এরকম কাগজের নকশা গুলো আমার কাছেও খুবই ভালো লাগে। এই নকশাগুলো কাটতে কিছুটা কষ্টকর হয়। কারণ কাগজ ভাঁজ করার পরে অনেক মোটা হয়ে যায়। আপনার কাগজ কাটা খুব নিখুঁত হয়েছে। এজন্য ডিজাইনটি এত সুন্দর লাগছে দেখতে।

Loading...