আজকের ফটোগ্রাফি ×͜× ২৭ শে ডিসেম্বর ২০২১

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগ

আজকের ফটোগ্রাফি
২৭শে ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
🇧🇩🇧🇩

ছবি - ১

PicsArt_12-27-02.33.04.jpg

বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ! আমিও ভালো আছি ! আজ ২৭ শে ডিসেম্বর আবারও নতুন কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো ! আশা করি সবার ভালো লাগবে আমার তোলা মোবাইলের ফটোগ্রাফি! আজ সোমবার যে ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করবো তা সব আজকেরি তোলা ছবি ! ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি , কিন্তু আমি ভালো ছবি তুলতে পারিনা কারণ আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো না ! সাধারণত মোবাইলের ক্যামেরা দিয়ে খুব কাছের জিসিন গুলোর ছবি ভালো আসে ! যেমন ফুল কিংবা ফুলের মতো কাছের বস্তুগুলোর ছবি তুললে ছবি গুলো ভালো আসে ! যেমন আজকের তোলা আমার ছবিগুলো খুব কাছে থেকে তোলা হয়েছে যার কারণে ছবি গুলো একটু ভালো দেখাচ্ছে ! কিন্তু যখন মোবাইলের ক্যামেরা দিয়ে দূরের কিছু তোলা হয় তখন ছবি গুলো ভালো দেখা যায় না ! আমি যখন আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে দূরে বসে থাকা একটা পাখির ছবি তুলতে যাই তখন পাখিটিকে ভালো মতো দেখাই যায় না ! এরকম প্রাকৃতিক দৃশ্য কিংবা সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য ছবি তুললে তা খুব একটা ভালো দেখা যায় না,তাই মোবাইল দিয়ে ফটোগ্রাফি জন্য আমার তোলা এই ছবিগুলোই সুন্দর..

ছবি-২

PicsArt_12-27-08.49.42.jpg

মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য কাছের ছোট সুন্দর ফুল গুলো অনেক বেশি সুন্দর আসে ! সাধারণত মোবাইল দিয়ে ফুলে ছবি অনেক আসে , দেখতে অনেক ভালো লাগে মোবাইল দিয়ে তোলা ফুলের ছবি

ছবি-৩

IMG20211227122601_00.jpg

ফুলের ছবি গুলো যখন কাছে থেকে তোলা হয় তখন ফুলের চারপাশে ফোকাস হয় এবং একটু আলোতে ছবি তুললে অনেক সুন্দল দেখা যায় !

ছবি-৪

PicsArt_12-27-08.36.56.jpg

লাল রঙ্গের ফুল ! শীতের দিনে সকাল বেলা ফুল গুলো সতেজ থাকে এবং শীতের পানি কনা ফুলের গায়ে লেগে থাকে যার কারণে সকাল বেলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে! ছবিটি বারোটার দিকে তোলা হয়েছে

ছবি-৫

PicsArt_12-27-08.34.45.jpg

ছবিতে সাদা রঙ্গের একটি ফুল ! শীত কালিন সময় অনেক সবজী পাওয়া যায় ! অনেক সবজী প্রথমে ফুল দেয় এবং ফুল থেকে ফল দেয় !এই ফুলটি একটি সবজির ফুল ,এই ফুল থেকে ফল তৈরি হয় !

ছবি-৬

PicsArt_12-27-08.38.15.jpg

এটি একটি সুন্দর ঘাস ফুল, দেখতে অনেক সুন্দর ! এই ফুলটি আসলে কেনো ফুল নয় ! এটি একটি ঘাস জাতিয় সবুজ গাছ! এই গাছটি ছোট ছোট ফুলের মতো দেখাচ্ছে!

ছবি-৭

IMG20211227122805_00.jpg

আমার তোলা আজকে ছবিগুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য তরে জানাবেন ! ছবিগুলো মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ! এবং সব ছবি আজকের তোলা
মোবাইলফটোগ্রাফি
ডিভাইস নামrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ২৭শে ডিসেম্বর ২০২১

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই ফটোগ্রাফিক গুলো দারুন ছিল অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো আর আপনি অনেক সুন্দর ভাবে ফটোশুট করেছেন ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ...

আপনি দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে সাদা কালোর মাঝখানে লাল রঙের ফুলের ফটোগ্রাফিক দেখতে বেশ সুন্দর লাগছে এবং অনেকটাই ইউনিক লাগছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন । প্রত্যেকটা ফটোগ্রাফি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ! ভালোবাসা রইলো আপনার প্রতি !

@nirob70 ভাইয়া আপনাকে যেভাবে গাইড দিয়েছি তা অনুসরণ করে আগে পরিচয়মূলক পোস্ট লিখুন।

হ্যা আপু আজ আমি "আমার পরিচয়" পোষ্টি করেছি : নিচের লিংক এ দেখে আসুন একটু প্লিজ https://steemit.com/hive-129948/@nirob70/or-or