অন্যরকম প্রেম

in hive-129948 •  11 days ago  (edited)

Screenshot_2024-09-19-18-29-24-50.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ যদিও কিছুদিনের ব্যস্ততায় তেমন একটা সময় পাচ্ছি নাহ ৷ তবে গতকাল আমি একটি নাটক দেখেছি ৷ নাটকটির নাম অন্যরকম প্রেম ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''অন্যরকম প্রেম" এই নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকঅন্যরকম প্রেম
পরিচালকমাহমুদ মাহিন
শিল্পীমুশফিক আর. ফারহান, সামিরা খান মাহি এবং আরো অনেকেই
প্রযোজকতানভির মাহমুদ
সম্পাদনা ও রঙমোঃ সাব্বির আহমেদ
ভাষাবাংলা
দৈর্ঘ্য৫৮ মিনিট
প্রকাশইউটিউব , ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে



Screenshot_2024-09-19-20-28-51-83.jpg

Screenshot_2024-09-19-20-30-25-08.jpg


এই নাটকের শুরুতে দেখা যায় , গল্পের নায়ক ফাহানের মা কবুতরের খাঁচায় খাবার দিতে গিয়ে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে ৷ ফাহানের পরিবারের মা , ছোট ভাই ছাড়াও তার দুই বোন আছে ৷ বোন দুটোর বিয়ে হয়ে গেছে ৷ তারা শ্বশুর বাড়িতে থাকে , তবে প্রায় সময় এসে মায়ের বাড়িতে থেকে যায় ৷ ফারহানের বাবা মারা গেছেন অনেক আগেই ৷ এখন ফারহানের হাতেই সংসারের হাল , তবে সংসার চালাতে তার দুই বোন বেশ সাপোর্ট করে ৷ এখন তা মা অসুস্থ , সংসারের যাবতীয় কাজ কে কবে ! এই ভেবে ফাহানের দু'বোন ফারহানকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ ফারহান ছোট একটা জব করে , ছোট ভাই পড়াশোনায় ব্যস্ত , যদিও তার এখন বিয়ে করার ইচ্ছে ছিলো না ৷ তবে মায়ের এমন অবস্থা দেখে আর কিছু বলতে পারেনা ৷ বিয়েতে রাজি হয়ে যায় , তাছাড়াও ফারহান তার বোন এবং মায়ের কথার উপরে কথা বলে না ৷ ফারহান বিয়ে করতে রাজি হলে , তার দু-বোন এবং দুই দুলাভাই পাত্রী দেখতে বের হয় ৷


Screenshot_2024-09-19-23-46-13-39.jpg

Screenshot_2024-09-19-20-31-48-64.jpg


ফারহানের জন্য পাত্রী দেখতে এসে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায় ৷ কারণ পাত্রী ছিলো কালো রঙের ৷ তারা এমন পাত্রী দেখে চলে আসে বাসায় ৷ বাসায় এসে দু-বোন এবং দুলাভাইয়েরা মিলে অনেকে কিছু ভেবে এই কালো মেয়েকেই ফারহানের জন্য ঠিক করার সিদ্ধান্ত নেয় ৷ এরপর আবার আলাপন শুরু হয় ৷ একপ্রজায় বিয়ের দিন তারিখও ঠিক হল ৷ তবে এই বিয়েতে অনেক দাবিদাবা রাখেন ফারহানের দু বোন ৷ কালো মেয়ের বিয়ে দিতে সব দাবিদাবা পূরণের চেষ্টার আশ্বাস দেন মাহি'র বাবা ৷ কিছু দিন পর ফারহান এবং মাহি'র বিয়েও হয়ে যায় ৷ এই বিয়ের পর অনেকেই খুশি হতে পারে নি ৷ কিছু মানুষ কালো পাত্রী দেখে ৷ কিছু মানুষ দাবিদাবা পূরণ নিয়ে ৷ তবে ফারহান বেশ খুশি মাহি'কে স্ত্রী হিসেবে পেয়ে ৷


Screenshot_2024-09-19-20-31-58-19.jpg

Screenshot_2024-09-19-20-32-17-78.jpg


মাহি'র গায়ের রং ছিলো কালো রঙের , এজন্য ফারহানের পরিবারের অনেকেই তাকে সেভাবে গ্রহণ করেনি ৷ তাছাড়া মাহির বাবা সঠিক ভাবে তাদের দাবিদাবা পূরণ করতে পারনি , এজন্য কথায় কথায় মাহিকে কথা শোনায় ফারহানের দু-বোন ৷ মাহিকে তার বাবা নিতে আসলে যেতে দেয় না ফারহানের পরিবার ৷ সব কিছুই মেনে নিয়ে মাহি সবার সাথে ভালো ভাবে চলার চেষ্টা করে কষ্টটা লুকিয়ে ৷


Screenshot_2024-09-19-20-32-27-27.jpg

Screenshot_2024-09-19-20-32-58-54.jpg


তবে ফারহান সব কিছুই বুঝতে পারে ৷ কিন্তু কিছু করতে পারে না ৷ কারণ ফারহান তার পরিবারকে অনেক বেশ ভালোবাসে এবং সম্মান করে ৷ ফারহান তার মায়ের উপর এবং বোনের উপর কখনো কথা বলেনি এবং তাদের উপর কথা বলতেও চায় না ৷ এজন্যই ফারহান চুপচাপ থাকে স্ত্রীর কষ্টটা দেখে বুঝেও ৷ মাঝে মাঝে ফারহান কিছু বলতে গেলেও মাহি বাধা দেয় ৷ কারণ মাহিও অশান্তি চায় না ৷ তবে ফারহান এব় মাহির মাঝে অসম্ভব ভালোবাসা আছে ৷ তারা দুজন দুজনকে অসম্ভব ভালোবেসে ফেলে ৷


Screenshot_2024-09-19-20-33-02-46.jpg

Screenshot_2024-09-19-20-33-33-49.jpg


কিছু দিন পর ফারহানের ছোট ভাই বিয়ে করে পাত্রী নিয়ে আসে ৷ তার পাত্রী দেখে ফারহানের পরিবারের সবাই বেশ খুশি ৷ খুশি হওয়ার কারণ ছিলো সে মেয়েটা ভালো পরিবার মেয়ে ৷ তার বাবা অর্থ সম্পদ আছে আর মেয়েটা দেখতেও মোটামুটি ভালো ৷ সবাই নতুন পাত্রীকে ভীষণ ভালো বাসতে থাকে ৷ অন্যদিকে মাহিকে অপমান আর ছোট করে কথা বলে ৷ মাহি তবুও কিছু বলে না ৷ চুপচাপ মেনে নেয় ৷ এভাবেই যাচ্ছে দিন গুলো ৷

কিছু দিন বাদে ফারহানের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে চলে যায় আলাদা ভাবে থাকতে ৷ এবার সবাই অবাক হয় আর কষ্ট পায় ছোট ভাইয়ের আচরনে ৷ ফারহানও এসময় তাদের ভুল গুলো ভেঙ্গে দেয় ৷ পরবর্তীতে ফারহানের দু-বোন এবং দুলাভাইয়েরা তাদের নিজেদের ভুল গুলো বু়ঝতে পারে ৷ এবং ফারহানের ছোট্ট পরিবারটা সুন্দর ভাবে চলতে থাকে ৷


Screenshot_2024-09-19-20-33-40-85.jpg

Screenshot_2024-09-19-20-33-47-10.jpg

Screenshot_2024-09-19-20-34-01-36.jpg



রেটিং:-০৮


আমার মতামত:-

অন্যরকম প্রেম এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ সবার অভিনয়ও ছিলো অসাধারণ ৷ নাটকের গল্পটাও ছিলো দুর্দান্ত , বাস্তবতার সাথে মিলে যায় অনেক চিত্র ৷ এই গল্পের মতোই আমাদের সমাজে ঘটছে অনেক ঘটনা ৷ বাস্তবতার কাছে হেরে যাচ্ছে অনেক মানুষ ৷ কিছু মানুষ হেরে যাচ্ছে ভাগ্যের কাছে ৷ আজকাল অর্থ সম্পদের অনেক মূল্য ৷ সুন্দর ব্যবহার আর সুন্দর মনকে মানুষ পছন্দ করে না টাকার কাছে ৷ টাকা ই সব বিবেকহীন মানুষের কাছে ৷ সুন্দর মন থাকাটা গুরুত্বপূর্ণ নয় , সৌন্দর্য খোঁজে গায়ের রঙে ৷ যাই হোক , মন আর মনবিকতা থেকে প্রেম হয় , অর্থ আর সৌন্দর্য দেখে হয় ৷ এই নাটকের গল্পটা এমন কিছুই বলে ৷ সব মিলিয়ে দারুণ একটি নাটক ৷ চাইলে দেখে আসতে পারেন ,আশা করি ভালো লাগবে ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ..



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে এই ধরনের নাটক কিন্তু অনেক শিক্ষনীয় বিষয়ে লুকিয়ে রয়েছে। কেননা শুধুমাত্র নাটক নয় বাস্তব জীবনে আমরা অনেকে গায়ের রং দেখে তাদের বিচার বিবেচনা করি। এছাড়াও এই নাটকটি খুব সুন্দর একটি নাটক আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে। যদি সময় পাই তাহলে অবশ্যই এই নাটকটি দেখব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

@nirob70 ভাইয়া আপনি মনে হয় ভুলে অন্য আরেকটা নাটকের লিংক দিয়ে দিয়েছেন। আর এটা না হলে মনে হয় ভুলে আগের নাটকের লিংক থেকে গিয়েছে। আশা করছি এটা দেখে ঠিক করে নিবেন।

অন্যরকম প্রেম নাটকটা অনেক সুন্দর ছিল। ফারহানের নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। খুবই সুন্দর করে আপনি আজকের এই নাটকের রিভিউটা শেয়ার করেছেন। অর্থ সম্পদ এবং টাকা-পয়সা মানুষের কাছে এখন অনেক বেশি। মানুষ এখন ভালো কোন কিছু পছন্দ করে না। সৌন্দর্য আর এরকম টাকা পয়সা তাদের কাছে অনেক কিছু। অনেক সুন্দর হয়েছে আজকের নাটকের পুরো রিভিউটা।

অসংখ্য ধন্যবাদ আপু ,বিষয়টি খেয়াল করে দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন , আপনার সুন্দর মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ জানাই ৷

আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা নাটকগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার আজকের এই নাটক রিভিউ টা খুবই সুন্দর হয়েছে। নাটকটা আগে কখনো দেখা হয়নি। নাটকের গল্পটা ভীষণ সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ এই নাটকের মধ্যে যা কিছু ঘটেছিল সবকিছুই আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আমি এখনো এই নাটকটি দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷