হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, এই কনকনে শীতের দিনে ? আশা করি সবাই ভালো আছেন ! আমিও ভালো আছি ! কুয়াশাছন্ন সকাল আর রোদ্দুর দুপুর,বিকাল বেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেমন যেনো এই দিন গুলো ! তো শীত মানেই ঠান্ডা !এই শীতে সকাল দুপুর আর বিকাল , তিন বেলায় বিভিন্ন দৃশ্য দেখা যায় ! আজ আমি কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ! আজ রবিবার ২৬শে ডিসেম্বর ! শীত কালিন একটি দিন ! ভোর বেলা কুয়াশা ঢেকেছে চার পাশের পরিবেশ ! কুয়াশার জন্য ভোর বেলা আজ বেশি দূর পযন্ত দেখা যায়নি ! শীত কালের দিনগুলো খুব অলস টাইপের হয়ে থাকে ! কারণ শীত কালে ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে মন চায় না ! আজ আমার এমন হয়েছে,খুব সকালে ঘুম ভেঙ্গে গেলেও বিছানা ছেরে উঠতে মন চায়নি !তবুও আজ আমি খুব সকাল বেলা ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে কুয়াশাছন্ন পরিবেশটি একনজর দেখি ! কুয়াশার জন্য একটু দূরের জায়গা গুলো দেখা যাচ্ছে না! আমি মিষ্টি ঠান্ডার জন্য বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি,বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই ! এবং নয় টার পর আমি ঘুম থেকে উঠে কিছু ছবি তুলি ! আজ যে সব ছবি শেয়ার করবো সব আজ সারা দিনের তোলা !
1
এই দূশ্যটি আজ সূর্য উঠার সময় ! আমি আজ যখন এই ছবিটি তুলি তখন বোধায় সময় ৯টা বাজে ! ছবিটি দেখেই বোঝা যায় যে ছবিটি একটি শীতের সকাল বেলার ! কারণ ছবিতে দেখা যাচ্ছে শীতের বিন্দু বিন্দু পানি কনা লেগে আছে একটি ফুলের গায়ের মাঝে ! এই ছবিতে ফুলটি সরিষা ফুল নামে পরিচিত ! ফুলটি দেখতে অনেক সুন্দর !
2
এই দৃশ্যটিও আজ সকাল বেলার ! সুর্য উঠার সময় তেলা হয়েছে! ছবিটির মধ্যেমে আমি শীতের সকাল বেলার সূর্য উদ্বয়ের একটি চিত্র তুলে ধরতে চেয়েছি ! শীতের সকালে যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন প্রতিটি ঘাসের মাথায় বিন্দু বিন্দু পানি কনা দেখা যায় !
3
এই ছবিতে একটি সুন্দর রঙ্গিন আকাশ দেখা যাচ্ছে ! তার সাথে একটি ছেলে শুকনো গাছের ডালে দারিয়ে আছে ! ছবিতে ছেলেটি পোষ্টার বাধার জন্য গাছে উঠেছে ! রঙ্গিন আকাশটির জন্য ছবিটি ফুটে উঠেছে!
4
গরম চায়ের কাপ থেকে ভেসে উঠা ধোয়ার দৃশ্য ! শীতের সকালে এক-কাপ গরম চা যেনো অন্য রকম অনুভুতি ! ছবিতে চায়ের ধোয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে !
5
আজ সুর্য যখন পশ্চিম দিকে ডুবে যাওয়ার আগে এবং দুপুর বেলার একটু পরে ছবিটি তোলা হয়েছে ! সুর্য তখন সুপারি গাছের পাতার উপরে ছিলো ! ছবিটির মাধ্যমে সুন্দর একটি দৃশ্য প্রকাশ করা হয়েছে !
6
আজ সূর্য ডুবার আগে আকাশে এমন দৃশ্য দেখা যায় !খুব সুন্দর একটি বিকালের আকাশ ছিলো আজকে ! ছবিটি বিকাল বেলা তোলা হয়েছে এবং গ্রামের পরিবেশ থেকে ! ছবিটির মাধ্যমে সুন্দর একটি বিকাল বেলার দূশ্য প্রকাশ করা হয়েছে !
মোবাইল | ফটোগ্রাফি |
ডিভাইস নাম | realme C11 |
ক্যামেরা | 8 megapixel |
ছবি লোকেশন | W3W |
সময় | ২৬শে ডিসেম্বর ২০২১ |
ধন্যবাদ সবাইকে
@nirob70, আপনাকে আবার একটি পরিচিতমুলক পোস্ট করতে হবে৷ ২ মাস এর মধ্যে আপনার কোনো পোস্ট নেই এই কমিউনিটি তে। আপনি আবার পরিচিতিমুলক পোস্ট করুন আগে এবং সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। নিচের লিংক থেকে ধারণা নিতে পারেনঃ
👉পোস্ট লিংক
আশা করছি সঠিক ভাবে পরিচয় মূলক পোস্ট করে আবার আমার বাংলা ব্লগ এ যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা আপু ঠিক আছে ! আমি আবার আমার পরিচয় পোষ্টি করবো সঠিক নিয়ম মেনে ! ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর ফটো আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ভাই। বিশেষ করে 5 নাম্বার ফটোটাই আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ বৃষ্টি আপুর পরামর্শ ফলো করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ কিছু ভালো কথা মন্তব্য করার জন্য ! আর হ্যা আমি বৃষ্টি আপুকে ফলো করবো এবং কমিউনিটি র নিয়ম মেনে পোষ্ট করার চেষ্টা করবো !ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি কিন্তু চেষ্টা করবেন নিয়মিত পোস্ট করার। সেইসঙ্গে অন্যের পোস্টে নিজের মতামত দেবেন। দীর্ঘ বিরতির পর পোস্ট করলে আপনি সেক্ষেত্রে কমিউনিটি থেকে কোন সাপোর্ট পাবেন বলে আমার মনে হয় না। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম ভাইয়া ঠিক বলেছেন ! এখন থেকে প্রতিদিন পোষ্ট করার চেষ্টা করবো এবং অন্যের পোষ্টে পড়ে মন্তব্য করার চেষ্টা করবো ! ধন্যবাদ ভালো একটি মন্তব্য করার জন্য ..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit