আমার বাংলা ব্লগ
আপনাদের সাথে শেয়ার করবো! ছবি গুলো ততটা ভালো আসেনি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ! ছবিগুলো সুন্দর করার জন্য আমি এডিট করি বিভিন্ন অ্যাপ দিয়ে ! মোবাইল দিয়ে ভালো ছবি তোলার জন্য কিছু কথা মনে রাখার দারকার খুব বেশি ! মোবাইল দিয়ে ভালো ছবি তোলার জন্য যে গুলো করতে হবে :-
- প্রথম :-
ভালো ছবি তোলার জন্য মোবাইলের ক্যামেরা পরিষ্কার করতে হবে ! আমরা মোবাইল প্যাকেটে বা হাতে রাখি যার কারণে ক্যামেরার উপর দাগ পড়ে ! সেজন্য প্রথমে মোবাইলের ক্যামেরা পরিষ্কার করতে হবে !
দ্বিতীয় :-
ছবি তোলার সময় যথেষ্ট আলো থাকা দরকার ! তাই এমন সময় ছবি তুলতে হবে যাতে যথেষ্ট আলো থাকে ! আলো থাকলে ছবিগুলো পরিষ্কার আসে ! সেজন্য আলোর দিকটা খেয়াল রাখতে হবে !তৃতীয় :-
ছবি তোলার সময় হাত কাপা-কাপি করা যাবে না ! মোবাইল টি ভালো করে ধরতে হবে যাতে মোবাইল নোড়ে না যায় ! ছবিতে ক্লিক করার সময় মোবাইল নোড়াচড়া করলে ছবি ভালো আসবে না !চতুর্থ :-
মোবাইল দিয়ে ছবি তোলার সময় কখনো ছবি জুম করা যাবে না ! আমরা অনেকে মোবাইল দিয়ে ছবি তোলার সময় দূরের ছবি জুম করে কাছে এনে ক্লিক করি ! মোবাইল দিয়ে ছবি তোলার সময় কখনো জুম করা যাবে না ! জুম করে ছবি তুললে ছবি ভালো আসে না !পঞ্চম :-
মোবাইল দিয়ে কাছের কেনো কিছুর ছবি তুললে ছবি ভালো আসে ! সেজন্য মোবাইল দিয়ে ছবি তোলার জন্য কাছের কেনো দৃশ্য ভালো ! দূরের দূশ্য মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো আসে না !
- ষষ্ঠ :-
মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় বিভিন্ন দিক দিয়ে দেখতে হবে ! যেদিকে ছবি ভালো দেখাবে সেদিক থেকে ছবি ক্লিক করতে হবে ! এবং একটা দৃশ্য অনেক বার অনেক দিক দিয়ে তুলতে হবে ! এরপর সেছবি গুলো বেছে ভালো ছবি বের করতে হবে !
আজকের আমার মোবাইল দিয়ে তোলা ছবি গুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন ! আশা করি আপনাদের ভালো লাগবে আমার তোলা ছবিগুলো ....
মোবাইল | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস নাম | realme C11 |
ক্যামেরা | 8 megapixel |
ছবি লোকেশন | W3W |
তারিখ | ২৭শে ডিসেম্বর ২০২১ |