পেপার কাটিং

in hive-129948 •  last month 

IMG20241015204940_00.jpg

পেপার কাটিং


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে কিছু সময় এসব কাজে নিজেকে ব্যস্ত রাখতে বেশ ভালোই লাগে ৷ আমি প্রায় সময় কাগজ কেটে বিভিন্ন ধরনের নকশা তৈরি করার চেষ্টা করি ৷ এবং আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের মাঝে তুলে ধরি ৷ বেশ ভালোই লাগে কাগজের এসব নকশা তৈরি করতে এবং আপনাদের মাঝে তুলে ধরতে ৷ যদিও এই নকশা গুলো তৈরি করা খুব একটা কঠিন নয় ৷ তবে একটু সতর্কতা অবলম্বন করতে হয় ৷ আজ একটু ব্যস্ত ছিলাম নিজের কিছু টুকটাক কাজে ৷ হাতে খুব একটা সময় নেই , তাই আজ ভাবলাম সিম্পল একটা ডাই পোস্ট শেয়ার করি ৷ এজন্য শেষ বেলায় প্রয়োজনী সব উপকরণ নিয়ে বলে পড়লাম এবং সিম্পল একটি পেপার কাটিং করলাম ৷ আশা করি আমার এই পেপার কাটিং আপনাদের সবার ভালো লাগবে ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল , কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20241015201709_00.jpg

IMG20241015201739_00.jpg


পেপার দিয়ে নকশা তৈরির জন্য শুরুতে আমি একটি রঙিন পেপার নিয়েছি ৷ এরপর পেপারটি সুন্দর ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20241015201907_00.jpg

IMG20241015201920_00.jpg


কিছু ধাপ অনুসরণ করে পেপারের ভাঁজ গুলো সুন্দর ভাবে করে নিতে হবে ৷


IMG20241015202008_00.jpg

IMG20241015202037_00.jpg


পেপারের ভাঁজ সম্পূর্ণ হলে এবার ডিজাইন এঁতে নিতে হবে ৷


IMG20241015203554_00.jpg

IMG20241015204506_00.jpg


সুন্দর ভাবে ডিজাইন এঁকে নিয়ে কাচি দিয়ে কাটিং করে নিতে হবে ৷


IMG20241015204535_00.jpg

IMG20241015204557_00.jpg


পেপার কাটিং শেষ হলে এবার পেপারের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷


IMG20241015204915_00.jpg

IMG20241015204940_00.jpg


পেপারের ভাঁজ গুলো খুলে নিলেই নকশা তৈরি ৷


IMG20241015204950_00.jpg

IMG20241015204958_00.jpg

IMG20241015205012_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 16 Oct 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পেপার কাটিং করে তৈরি করে নকশা গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। কিন্তু আমি এগুলো তৈরি করতে পারি না। এগুলো দেখতে সোজা মনে হলেও করতে গেলে অনেক কঠিন। কাগজ কেটে নকশা করার পদ্ধতিটি আপনি বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

বাহ! খুব দারুণ একটি নকশা তৈরি করেছেন। ধাপগুলো পড়লে মনেহয়, আরেহ! কত্ত সোজা! কিন্তু নিজে করতে গেলে বুঝা যায় কি কঠিন! হাহা।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

দারুন একটা ডিজাইন এর পেপার কাটিং আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে এই ধরনের পেপার কাটিং দেখতে আমার খুব ভালো লাগে। আর আপনি এই পেপার কাটিং এর পদ্ধতিটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

শুধুমাত্র পেপার কাটিং করে কি সুন্দর ডিজাইন তৈরি করেছেন ভাই। পেপার কাটিং এর মাধ্যমে বানানো ডিজাইনগুলি আমার খুব ভালো লাগে। ভীষণ নিখুঁতভাবে ডিজাইনটি তৈরি করলেন। সবমিলিয়ে পোস্টটি দারুন হয়েছে। এমন ডিজাইন আরো পোস্ট করবেন সেই অপেক্ষায় রইলাম।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এমন সুন্দর মতামত মন্তব্যের জন্য ৷

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পেপার কাটিং করে দেখিয়েছেন। আপনার এ পেপার কাটিং দেখে বেশ ভালো লেগেছে আমার। চমৎকার ভাবে কাটিংয়ের কাজ সম্পন্ন করেছেন আপনি। বেশ দেখার মত ছিল আপনার আজকের এই নকশা।

ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

কাগজ কেটে নকশা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের নকশা তৈরি করা অনেক কঠিন ব্যাপার। একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্যের জন্য ৷

পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই পেপার কাটিং ডিজাইনগুলো দেখা যেত। আর এই পেপার কাটিং ডিজাইন খুব সাবধানে কাটতে হয়। সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

পেপার কাটিং এই নকশা গুলো দেখলে মনে হয় তৈরি করা অনেক কঠিন। তবে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাগজটা পারফেক্টভাবে কাটতে পারলে নকশাগুলো ভীষণ সুন্দর হয়। আপনার আজকের এই নকশাটা ও দারুন হয়েছে ভাইয়া। খুব সুন্দরভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কাগজের নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

পেপার অথবা কাগজ একই কথা এগুলো দিয়ে খুবই চমৎকার ভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়। আপনি আজকে খুব ই চমৎকার একটি ডিজাইন তৈরি করেছেন। ফুলের ডিজাইন তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আমিও চেষ্টা করি পেপার কাটিং ডিজাইন গুলো শেয়ার করার।আপনার পেপার কাটিং ডিজাইন টি আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনি অনেক সুন্দরভাবে পেপার কাটিং তৈরি করেছেন। পেপার কাটিং তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কাটিং গুলো দেখতে অনেক চমৎকার লাগছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর পেপার কাটিং শেয়ার করার জন্য।