আজকের ফটোগ্রাফি 📸 ০৭ জানুয়ারি ২০২২ 🇧🇩 10% beneficiaries for @shy-fox]

in hive-129948 •  3 years ago 

★★ আমার বাংলা ব্লগ★★

★ আজকের ফটোগ্রাফি ★

★ বাংলাদেশ ★

হ্যালো বন্ধুরা ... আমি @nirob70 বাংলাদেশ থেকে ৷আশা করি আমার বাংলা ব্লগ এর সব সদস্যই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷আজ আমি আপনাদের সাথে কিছু আজকের ফটোগ্রাফি শেয়ার করবো ! আশা করি আপনাদের ভালো লাগবে ! আজ শুক্রবার জানুয়ারি মাসের সাত তারিখ সুন্দর একটি দিন ! শীত শীত ভাব নিয়েই সকাল টা শুরু এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নিয়েই দিনটি কেটে গেলো ৷ তো আজ এই শীত শীত আবহাওয়ার মাঝে আমি কিছু ফটোগ্রাফি করি যেগুলো ছিলো খুব সাধারণ ৷ছবি গুলো মোবাইল ফোন থেকে তোলা এবং বিভিন্ন অ্যাপ থেকে এডিট করা হয়েছে ৷ তো আজ সকালে ঘুম থেকে সারা দিনের ব্যস্ততা মাঝে কিছু ছবি তুলি আমার মোবাইল দিয়ে যেগুলো আপলোড করেছি আমার আজকের ব্লগ এ ৷ছবিগুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন ৷ এবং কিভাবে ফটোগ্রাফি পোষ্ট করলে ভালো হবে সে বিষয়েও একটু মন্তব্য করে জানাবেন ৷ আমি সাধারণত ফটোগ্রাফি পোষ্ট করতে চাচ্ছি , তাই ফটোগ্রাফি পোষ্ট বিষয়ে আপনাদের ধারণা মন্তব্য করবেন ৷এবং আমি পরবর্তী পোষ্টিও ফটোগ্রাফি করবো ৷ ধন্যবাদ সবাইকে , ছবিগুলি কেমন লেগেছে জানাবেন ৷

আজকের ফটোগ্রাফি

ছবি-০১

IMG20220107153916_00.jpg

এই ছবিটি আজকে দুপুর বেলা তোলা হয়েছে ৷ ছবিটি একটি ফুলের ছবি এবং এটি একটি ঘাস ফুল ৷

ছবি-০২

IMG20220107152929_00.jpg

এটি একটি গাছের সবুজ পাতা এবং এই ছবিটিও দুপুর বেলা তোলা হয়েছে আকাশ এবং সূর্যের সাথে ৷

ছবি-০৩

IMG20220107153807_00.jpg

এই ছবিতে একটি ব্লেট ৷ সকাল বেলা ছবিটি তোলা হয়েছে ৷ ঘাসের উপর পড়ে ছিলো যে কারণে পানি জমে আছে ৷

ছবি-০৪

IMG20220107151001_00.jpg

এটি একটি গাছের শুকনো পাতা ৷ পাতাটি এখনো গাছে আছে হয়তো দু-এক দিনের মধ্যে পাতাটি ঝড়ে পড়ে যাবে ৷

ছবি-০৫

IMG20220106201440_00.jpg

এই ছবিটি আজকের রাতের তোলা ৷ আজ যখন বই পড়তে বসেছি একটু তখন ইয়ার ফোন এবং বই এক করে ছবিটি তুলেছি ৷

ছবি-০৬

IMG20220107153330_00.jpg

এই ছবিটি একটি ফুলের ছবি ৷ এই ফুলটি আমি দুরফির ফুল নামে চিনি ৷ এই ফুলটি মাঠে কিংবা গ্রামের রাস্তার ধারে দেখা যায় ৷

ছবি-০৭

IMG20220106161326_00.jpg

এই ফুলটিও একটি ঘাস ফুল ৷যেটি আজ রাস্তায় হাটার সময় দেখতে পেছে তুলেছি ৷ ফুলটি দেখতে অনেক ছোট কিন্তু দেখতে ভালোই সুন্দর ৷

মোবাইলফটোগ্রাফি
ডিভাইস নামrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০৭ জানুয়ারি ২০২২

★★ ধন্যবাদ সবাইকে ★★

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই অসাধারণ ছিলো প্রতিটা ফটোগ্রাফি। আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি ভাই, প্রতিটা ছবির কালার গ্রেডিং অসম্ভব সুন্দর ছিলো। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভাই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

আজকের ফটোগ্রাফি গুলো একটু ব্যতিক্রম হয়েছে। ভাই আজকে আপনি অনেক ভাইব্রেট কালারে চমৎকার সব ফটোগ্রফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পানি মাখা ব্লেডটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এমন সব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর উৎসাহিত মূলক একটি মন্তব্য করার জন্য ৷

ওয়ও!!!
দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।।
সাথে সুন্দর করে উপস্থাপন করেছেন।।
বিশেষ করে ২,,৪,৫,৬ নং

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করেছেন ৷

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ প্রতিটি ফটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তবে বিশেষ করে ছয় এবং সাত নম্বর ফটোগ্রাফি দুটি আমার কাছে অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনাকে ও অনেক অনকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷