ভাপা পিঠা

in hive-129948 •  3 days ago 

IMG20241223183131_00.jpg

ভাপা পিঠা


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজ আমি শীতের কিছু ভালোলাগা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

শীতকাল সময়টুকু আমার অনেক পছন্দের এবং ভালোলাগা ৷ তবে মাঝে মাঝে একটু বিরক্তিকরও লাগে ৷ যখন শীতের এই দিন গুলোতে জ্বর শর্দি হয় ৷ দীর্ঘ দিন সূর্য মামার দেখা পাওয়া যায় না ৷ কনকনে ঠান্ডার মাঝে এতো এতো কাপড় পড়েও ঠান্ডা লাগে , তখন মনে হলে শীতকাল চলে যাক , শীতকাল ভাল্লাগেনা ৷ তবে শীতকাল ভালো না লাগার এ কয়েকটা কারণ থাকলেও ভালোলাগা কিন্তু অনেক অনেক কারণ রয়েছে , যা বলে শেষ হবে না ৷ বিভিন্ন কারণে শীতকাল ভালোলাগে ৷ অনেক ভালোলাগা মাঝে পিঠাপুুলি একটা ৷ শীত যতদিন ততদিন নানার প্রকার পিঠার স্বাদ পাওয়া যায় ৷ যা অন্য কেনো সময় পাওয়া যায় নাহ ৷


IMG20241223183504_00.jpg

IMG20241223183416_00.jpg


আমাদের এদিকে শীতকাল শুরু হতে না হতেই রাস্তার ধারে , বাজারে , বিভিন্ন জায়গায় পিঠার দোকান বসে ৷ এসব দোকানে বসে প্রায় সময় পিঠা খাওয়া হয় ৷ ভোর সকাল কিংবা রাত্রি বেলা সব সময়ই গরম গরম পিঠা পাওয়া যায় ৷ খেতে বেশ ভালো লাগে ৷ এতোই ভালো লাগে যে এক দুটো দিয়ে হয় না ৷ স্বাদ মিটাতে আরো কয়েকটা খেতে হয় ৷ তাছাড়া এসব দোকানের পিঠা একটু ছোট ছোট ভাবে তৈরি করা হয় ৷ দু-তিনটে না খেলে ভালোই লাগবে না ৷


IMG20241223183411_00.jpg

IMG20241223183407_00.jpg


আজকের দিনটা আমার ছোটাছুটি আর ঘোরাঘুরিতে কেটে গেলো ৷ সকাল বেলা ঘুম থেকে উঠে এই যে বের হয়েছি , ফিরেছি একদম রাত্রি বেলা ৷ গত কিছু দিনের তুলনায় আজকের শীতটাও বেশ ভালো ছিলো ৷ গত অন্য দিন গুলোতে তেমন শীত লাগেনি ৷ সকাল হলেই সূর্যের দেখা মিলতো ৷ রাতের বেলাও তেমন কুয়াশা বা ঠান্ডা ছিলো না ৷ তবে আজকের এই দিনটা দেখে মনে হচ্ছে এবার কনকনে শীত এলো ৷ আজ সারা বেলা সূর্যের দেখা নেই , দুপুরে একটুখানি দেখা দিলেও সূর্যের আলোর তেজ একদমই নেই ৷ তার মাঝে আবার ঠান্ডা বাতাস ৷ সব মিলিয়ে আজকের দিনটা বেশ গায়ে লাগার মতো ছিলো ৷ এমন দিনে বাইকে ঘোরাঘুরি করা যথেষ্ট কষ্টদায়ক ৷ প্রয়োজন মিটিয়ে যখন বাড়ি ফিরছি , তখন রাস্তার ধারে ভাপ পিঠা দেখে গরম গরম কয়েকটা ভাপা পিঠার স্বাদ নিই ৷ পাশপাশি কয়েকটা ফটোগ্রাফি করি , গল্প হয় চাচা-চাচির সাথেও ৷


IMG20241223183507_00.jpg

IMG20241223183447_00.jpg


একাই জায়গায় বসে প্রতিদিন চাচা আর চাচি ভাপা পিঠা তৈরি করে বিক্রি করে ৷ ওনাদের এই পিঠার স্বাদ যেমন মজাদার তেমনই ভালোলাগার ৷ অনেক মানুষই এখানে তাদের ভাপা পিঠা খেয়ে যায় ৷ ভাপা পিঠা ছাড়া অন্য কোনো পিঠা নেই তাদের এই ছোট দোকানে ৷ অস্থায়ী দোকান মাঠির চুলা , কিছু চালের গুড়া আর গুড় দিয়ে তৈরি ভাপা পিঠা বিক্রি করে তাদের চলছে বেশ ভালোই ৷ সকাল এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাপা পিঠা তৈরি করে বিক্রি করেন ওনারা ৷ খুবই ভালো লেগেছে ওনাদের তৈরি ভাপা পিঠা খেয়ে ৷ এবং তার চেয়েও বেশি ভালো লেগেছে ওনাদের কথা শুনে ৷ তাই ভাবলাম ভালোলাগা এই মুহূর্তটা আজ আপনাদের মাঝে তুলে ধরি ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ৷


IMG20241223183120_00.jpg



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক গতকালই আমি এমনভাবে ভাপা পিঠা খাওয়ার অনুভূতি পোস্ট করেছিলাম। দারুন লাগলো আপনার পোস্টে ভাপা পিঠা খাওয়ার অনুভূতি পড়ে। ভাপা পিঠা খেতে সত্যিই ভালো লাগে। আর এটা বানানোর প্রক্রিয়াটা দেখতে আমার আরো ভালো লাগে। এত সহজে মনে হয় আর কোন পিঠা রান্না হয় না। দারুন সুন্দর ভাবে ছবি সমেত অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Picsart_24-12-31_00-20-09-144.jpg

এখন শীতের সময়। আপা পিঠা তৈরি করে খাওয়ার মজাই আলাদা। কিছুদিন আগে আমিও তৈরি করেছিলাম। এছাড়া মাঝেমধ্যে আপনার ভাইয়া বাজারে গেলে কিনে আনে। গরম গরম ভাপা পিঠা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ভাপা পিঠা খাওয়ার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷