হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজ আমি আপনাদের মাঝে আমার গ্রামের কালীপুজোর কিছু ফটোগ্রাফি এবং আমার অনুভূতি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে সময়টা যেনো খুব দ্রুত যাচ্ছে ৷ টেরি পাওয়া যাচ্ছে না সময়ের এই গতিবিধি ৷ মনে হচ্ছে এই তো দিন গুলো আসলো ৷ আবার কিভাবে এতো দ্রুত সেই দিন গুলো কেটে গেলো ? সময়ের কাটা কি খুব দ্রুত ঘুরছে ! টেরই পাওয়া যাচ্ছে না সময়ের এই চলে যাওয়ার গতি ৷ এতো অপেক্ষার পর সে দিনই আসলো দুর্গা পুজো ৷ কত কল্পনা জল্পনা ছিলো এই দিনটি নিয়ে ৷ হঠাৎ করে আসলো সেই সুখকর সময়টা ৷ এসে চলেও গেলো অথচ বুঝতেই পরলাম না ৷ আনন্দের দিন গুলো হয়তো খুব দ্রতই চলে যায় ৷ কত অপেক্ষা করতে হয় , এই দিন গুলোর জন্য ৷ অপেক্ষা করতে করতে হঠাৎ এই আনন্দের দিন গুলো আসে , আর এসেই খুব দ্রুত চলে যায় , কিছু দিন যেতে না যেতেই আবার এই দিন গুলোর কথা মনে হয় ৷ আর মনে হয় সময়টা খুব দ্রুত যায় ৷ পার করে ফেললাম দিন গুলো , অথচ ভাবতে গেলে সব শূন্য লাগে ৷ যাই হোক , দুর্গা পুজো গেলো এরপর কালিপুজোও চলে গেলো ৷ কিভাবে কাটিয়েছি এই আনন্দের দিন আমার মনে নেই ৷ ভাবতে গেলে শুধু মনে হয় এই আনন্দের সময়টা অনেক অল্প ছিলো , আরো কিছুটা বেশি হওয়ার দরকার ছিলো ৷ সময়টা হয়তো এখানে বেইমানি করেছে , কই খারাপ সময় গুলো তো এতো দ্রুত যায় ৷ তাহলে আনন্দে বেলা এমন কেনো ? এসব সব আজেবাজে ভাবনাচিন্তা তৈরি হয় মাঝে মাঝে আমার ৷ আসলে সময় তো তার গতিতেই চলে , শুধু অনুভূতির কাছে পাল্টে যায় নিজের ভাব না চিন্তা ৷
![]() | ![]() |
---|
যাই হোক, দুর্গা পুজোর পর পরই কালীপুজো হয় প্রত্যেক বছর ৷ এবারও দুর্গা পুজোর কিছু দিন পর কালিপুজো হয়ে গেল ৷ আমাদের অন্যান্য বড় ধর্মীয় উৎসব গুলোর মধ্যে কালিপুজোও অন্যতম ৷ অনেক জায়গায় এই পুজো বেশ জাঁকজমক ভাবে করা হয় ৷ তবে বাংলাদেশের তুলনায় ভারতের কালিপুজো অনেক বড় হয়ে থাকে ৷ তবে কিছু কিছু জায়গায় এ দেশেরও কালিপুজো অনেক বড় ভাবে করা হয়ে থাকে ৷ তো যাই হোক , আজ আমি আমার গ্রামের ছোট একটি কালি মন্দিরের উৎসব উর্যাপনের বিষয় শেয়ার করবো ৷ এই কালি মন্দির টি আমাদের বাড়ির সামনেই অবস্থিত ৷ অনেকটা পারিবারিক ভাবে এই পুজো মণ্ডপে আমরা পুজো করে আসছি ৷ কেবল সতেরো/আটারোটা পরিবার মিলে প্রতিবছর আমরা এই পুজো মণ্ডপে পুজো করে থাকি ৷ অনেকটা ছোট পরিসরে পুজো করি গ্রামের এই ছোট পুজো মণ্ডপে আমরা ৷
![]() | ![]() |
---|
এবার কালিপুজো আর দীপাবলি এক সাথে পড়েছে ৷ পুজোর সে দিনটা আমি বেশ ব্যস্ত ছিলাম ৷ কারন পুজো ছোট হলেও পুজোর আয়োজন করা আর সব কিছু সামলানো অনেকটা ব্যস্ততম কাজ ৷ কেবল কয়েকটা পরিবার মিলে এই পুজো মণ্ডপে আমরা পুজো করে থাকি বলে কিছু কাজের জন্য মানুষজনের কমতি ছিলো ৷ এজন্য কিছুটা ব্যস্ততা আরো বেশি ছিলো ৷ যাই হোক পুজোর সব কিছু দেখা শুনা আর সামলানোর জন্য তেমন সময় পাইনি ফটোগ্রাফি করার ৷ ব্যস্ততার মাঝে কিভাবে যেনো কেটে গেলো প্রথম দিনটা ৷ এরপর রাতের দিকে টুকটাক আনন্দ বাজনা আর পুজো সব মিলিয়ে কেটে গেলো রাতটা ও ৷ এরপর পরের দিন সকাল বেলা স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষষ হয় আমাদের এই পুজো ৷ এরপরও আমরা বিকাল পর্যন্ত আনন্দ করে শেষ করি কালিপুজোর আমেজ ৷ এভাবেই কেটেছে আমার এবারের কালিপুজো ৷ যদিও কিছুটা ব্যস্ততা ছিলো , তবুও পুজোর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি ৷ সেদিন তেমন কথাও যাওয়া হয়নি আমার , তবে নিজ গ্রামের নিজ পুজোয় বেশ আনন্দ করেছি ৷ যাই হোক সেই আনন্দঘন মুহূর্ত গুলো আসলেই মনে রাখার মতো ৷
![]() | ![]() |
---|
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 Nov , 2023
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের গ্রামেও এবার এই পূজা উদযাপন করল দেখলাম। তবে প্রতি বছর আমাদের গ্রামে এ পূজা উদযাপন করে না যেহেতু আমাদের গ্রামের এই সম্প্রদায়ের মানুষগুলো দরিদ্র। যাইহোক সুন্দরভাবে কালী পূজা সম্পর্কে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দূর্গা পূজা, লক্ষী পূজা এর পরেই কালী পূজা।পূজা মানেই আনন্দ উল্লাস। আর কালিপূজায় তো আরো বেশি আনন্দ হয়ে থাকে বাজি ফাটানো,কতো কি আয়োজন। আপনার কালিপূজার অনুভূতি ও কালি পূজা মায়ের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit