গ্রামের কালীপুজো

in hive-129948 •  last year 

20231123_175159_0000.png


ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজ আমি আপনাদের মাঝে আমার গ্রামের কালীপুজোর কিছু ফটোগ্রাফি এবং আমার অনুভূতি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে সময়টা যেনো খুব দ্রুত যাচ্ছে ৷ টেরি পাওয়া যাচ্ছে না সময়ের এই গতিবিধি ৷ মনে হচ্ছে এই তো দিন গুলো আসলো ৷ আবার কিভাবে এতো দ্রুত সেই দিন গুলো কেটে গেলো ? সময়ের কাটা কি খুব দ্রুত ঘুরছে ! টেরই পাওয়া যাচ্ছে না সময়ের এই চলে যাওয়ার গতি ৷ এতো অপেক্ষার পর সে দিনই আসলো দুর্গা পুজো ৷ কত কল্পনা জল্পনা ছিলো এই দিনটি নিয়ে ৷ হঠাৎ করে আসলো সেই সুখকর সময়টা ৷ এসে চলেও গেলো অথচ বুঝতেই পরলাম না ৷ আনন্দের দিন গুলো হয়তো খুব দ্রতই চলে যায় ৷ কত অপেক্ষা করতে হয় , এই দিন গুলোর জন্য ৷ অপেক্ষা করতে করতে হঠাৎ এই আনন্দের দিন গুলো আসে , আর এসেই খুব দ্রুত চলে যায় , কিছু দিন যেতে না যেতেই আবার এই দিন গুলোর কথা মনে হয় ৷ আর মনে হয় সময়টা খুব দ্রুত যায় ৷ পার করে ফেললাম দিন গুলো , অথচ ভাবতে গেলে সব শূন্য লাগে ৷ যাই হোক , দুর্গা পুজো গেলো এরপর কালিপুজোও চলে গেলো ৷ কিভাবে কাটিয়েছি এই আনন্দের দিন আমার মনে নেই ৷ ভাবতে গেলে শুধু মনে হয় এই আনন্দের সময়টা অনেক অল্প ছিলো , আরো কিছুটা বেশি হওয়ার দরকার ছিলো ৷ সময়টা হয়তো এখানে বেইমানি করেছে , কই খারাপ সময় গুলো তো এতো দ্রুত যায় ৷ তাহলে আনন্দে বেলা এমন কেনো ? এসব সব আজেবাজে ভাবনাচিন্তা তৈরি হয় মাঝে মাঝে আমার ৷ আসলে সময় তো তার গতিতেই চলে , শুধু অনুভূতির কাছে পাল্টে যায় নিজের ভাব না চিন্তা ৷



IMG20231112214219_00.jpg

IMG20231112214222_00.jpgIMG20231112214230_00.jpg

যাই হোক, দুর্গা পুজোর পর পরই কালীপুজো হয় প্রত্যেক বছর ৷ এবারও দুর্গা পুজোর কিছু দিন পর কালিপুজো হয়ে গেল ৷ আমাদের অন্যান্য বড় ধর্মীয় উৎসব গুলোর মধ্যে কালিপুজোও অন্যতম ৷ অনেক জায়গায় এই পুজো বেশ জাঁকজমক ভাবে করা হয় ৷ তবে বাংলাদেশের তুলনায় ভারতের কালিপুজো অনেক বড় হয়ে থাকে ৷ তবে কিছু কিছু জায়গায় এ দেশেরও কালিপুজো অনেক বড় ভাবে করা হয়ে থাকে ৷ তো যাই হোক , আজ আমি আমার গ্রামের ছোট একটি কালি মন্দিরের উৎসব উর্যাপনের বিষয় শেয়ার করবো ৷ এই কালি মন্দির টি আমাদের বাড়ির সামনেই অবস্থিত ৷ অনেকটা পারিবারিক ভাবে এই পুজো মণ্ডপে আমরা পুজো করে আসছি ৷ কেবল সতেরো/আটারোটা পরিবার মিলে প্রতিবছর আমরা এই পুজো মণ্ডপে পুজো করে থাকি ৷ অনেকটা ছোট পরিসরে পুজো করি গ্রামের এই ছোট পুজো মণ্ডপে আমরা ৷



IMG20231112205529_00.jpg

IMG20231112234638_00.jpgIMG20231112234723_00.jpg

এবার কালিপুজো আর দীপাবলি এক সাথে পড়েছে ৷ পুজোর সে দিনটা আমি বেশ ব্যস্ত ছিলাম ৷ কারন পুজো ছোট হলেও পুজোর আয়োজন করা আর সব কিছু সামলানো অনেকটা ব্যস্ততম কাজ ৷ কেবল কয়েকটা পরিবার মিলে এই পুজো মণ্ডপে আমরা পুজো করে থাকি বলে কিছু কাজের জন্য মানুষজনের কমতি ছিলো ৷ এজন্য কিছুটা ব্যস্ততা আরো বেশি ছিলো ৷ যাই হোক পুজোর সব কিছু দেখা শুনা আর সামলানোর জন্য তেমন সময় পাইনি ফটোগ্রাফি করার ৷ ব্যস্ততার মাঝে কিভাবে যেনো কেটে গেলো প্রথম দিনটা ৷ এরপর রাতের দিকে টুকটাক আনন্দ বাজনা আর পুজো সব মিলিয়ে কেটে গেলো রাতটা ও ৷ এরপর পরের দিন সকাল বেলা স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষষ হয় আমাদের এই পুজো ৷ এরপরও আমরা বিকাল পর্যন্ত আনন্দ করে শেষ করি কালিপুজোর আমেজ ৷ এভাবেই কেটেছে আমার এবারের কালিপুজো ৷ যদিও কিছুটা ব্যস্ততা ছিলো , তবুও পুজোর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি ৷ সেদিন তেমন কথাও যাওয়া হয়নি আমার , তবে নিজ গ্রামের নিজ পুজোয় বেশ আনন্দ করেছি ৷ যাই হোক সেই আনন্দঘন মুহূর্ত গুলো আসলেই মনে রাখার মতো ৷

IMG20231112205536_00.jpg

IMG20231113000725_00.jpgIMG20231112234818_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷


ছবিঃ কালিপুজোর
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 Nov , 2023


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমাদের গ্রামেও এবার এই পূজা উদযাপন করল দেখলাম। তবে প্রতি বছর আমাদের গ্রামে এ পূজা উদযাপন করে না যেহেতু আমাদের গ্রামের এই সম্প্রদায়ের মানুষগুলো দরিদ্র। যাইহোক সুন্দরভাবে কালী পূজা সম্পর্কে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে খুশি হলাম।

দূর্গা পূজা, লক্ষী পূজা এর পরেই কালী পূজা।পূজা মানেই আনন্দ উল্লাস। আর কালিপূজায় তো আরো বেশি আনন্দ হয়ে থাকে বাজি ফাটানো,কতো কি আয়োজন। আপনার কালিপূজার অনুভূতি ও কালি পূজা মায়ের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।