পূজার সময় তোলা কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

IMG20221003195957_00.jpg


হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শনিবার ০৮ অক্টোবর ২০২২ ইং
বাংলা ২১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের মাঝে কিছু ছবি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ কয়েক দিন আগে দূর্গা উৎসব শেষ হলো ৷ সেই দূর্গা উৎসবে ঘুরতে গিয়ে এসব ফটোগ্রাফি করেছি ৷ অনেক সুন্দর কিছু ফুলের দোকান বসেছে ৷ সে ফুল গুলো ছিলো নকল ফুল ৷ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিলো ফুল গুলো ৷ ফুলের দোকান ছাড়াও আরো বিভিন্ন দোকান পাট বসেছিলো ৷ মেলার মতো সেখানে বিভিন্ন জিনিসপত্র বেচা-কেনা চলছে ৷ তো আমি সেদিন ঘুরতে গিয়ে এসব দোকানপাট গুলোর জিনিসপত্রের সৌন্দর্য উপভোগ করেছি ৷ বিভিন্ন মনোমুগ্ধকর জিনিসপত্র নিয়ে এক-একটি দোকান বসেছে ৷ মানুষের ভীর ছিলো প্রচুর ৷ এসব দোকানে সবাই সবার নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো কিনছে ৷

তো আমিও কিছু কেনার জন্য সেই ভীরের মাঝে দোকান গুলোর দিকে আসি ৷ প্রথমেই একটি ফুলের দোকান দেখতে পাই ৷ এই ফুলগুলো সেখানে সাজিয়ে রেখেছে ৷ ফুল গুলো দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো ৷ মনে হচ্ছে এগুলো সত্যিকারের ফুল ৷ সুন্দর এই ফুলগুলো কালার ছিলো চমৎকার চমৎকার ৷ শুধু ফুল নয় এখানে বিভিন্ন ফলের গাছও ছিলো ৷ এক কথায় অসাধারণ কিছু গাছ , যার সৌন্দর্য দেখে আপনিও অবাক হবেন ৷ সব গাছ ছিলো নকল , প্লাস্টিক ,কাপড় সুতা দিয়ে এসব গাছ তৈরি ৷


IMG20221003195921_00.jpg


IMG20221003195931_00.jpg


ফুলের এই দোকাটিতে অনেক প্রকার গাছ ছিলো ৷ যেগুলো সব নকল প্লাস্টিক কাপড় সুতো দিয়ে তৈরি ৷ কিন্তু এই গাছ গুলো দেখে মনে হবে এইগুলো বোধায় সত্যিকারের গাছ ৷ নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে ছোট ছোট এই ফুল ফলের গাছ গুলো ৷ কালারও এমন ভাবে করা হয়েছে যা দেখে, যে কেউ অবাক হবে ৷ আমার কাছেও এই গাছ গুলো অনেক ভালো লাগেছে ৷ যার জন্য কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ আরো অনেক গাছ ছিলো গুলোর ফটোগ্রাফি করতে পারি নি মানুষের ভীরের জন্য ৷

IMG20221003195940_00.jpg

IMG20221003195947_00.jpg

IMG20221003200037_00.jpg


অনেকেই এই নকল ফুলগুলো কিনছে ঘর সাজানোর জন্য ৷ আমিও কিনতাম তবে কিনিনি কারণ আরো ঘুরতে হবে ৷ এই ফুলের গাছ নিয়ে তো আর ঘুরাঘুরি করা যাবে নাহ ৷ তবে শেষের দিন কিনবো ভেবে রেখেছি ৷ এই ফুলের গাছ গুলো যেখানেই রাখা হোক না কেনো সেখানেই সৌন্দর্যের এক রূপ দেখে পাওয়া যাবে ৷ দোকানটিতে বিভিন্ন প্রকার গাছ ছিলো ৷ প্রতিটি গাছ ছিলো অসম্ভব সুন্দর ৷

IMG20221003200047_00.jpg

IMG20221003200100_00.jpg


এই নকল ফুলগুলো দেখেতে আপনার কাছে কেমন লাগছে ? দেখুন প্রতিটি ছবির গাছ গুলো কত নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে ৷ বোঝাই যাচ্ছে না এগুলো সত্যিকারের গাছ নয় ৷

IMG20221003200106_00.jpg

IMG20221003200116_00.jpg


বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার তোলা ছবিগুলি আপনাদের ভালো লেগেছে ৷ পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ৷ আজ এখানেই বিদায় ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আমার পোষ্টটি সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


বিষয়ফটোগ্রাফি
ক্যামেরারিয়েলমি সি এগারো
আর্ট & ফটোগ্রাফিনিরব
তারিখ৮ অক্টোবর ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

image.png

জি ভাই আপনি ঠিক বলেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যেন সব সত্যিকারের ফুল ফল গাছ। খুবই নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এগুলো। এগুলোর সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর কৃত্রিম জিনিসের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

বাহ ভাইয়া ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মনে হইতেছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তাছাড়া পূজার বাড়িতে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি অনেক সুন্দর ভাবে বর্ণনাগুলো উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে সত্যিকারের ফুল ও ফলের গাছ মনে হচ্ছে। খুব সুন্দর ও নিখুঁতভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন। দেখতে অসাধারণ দেখাচ্ছে। সবগুলো ফুলের গাছ আমার বেশ পছন্দ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

পুজোর সময় তোলা এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করছেন । এই ফুলগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। বেশ সুন্দর লাগে এসব ফুল দিয়ে ঘর সাজালে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

ফুলের দোকানে গিয়ে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেকোনো ধরনের ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

ফুলের সৌন্দর্য কখনো কারো সাথে তুলনা করা যায় না সেটা আসল হোক বা নকল। ছবিগুলো এতটাই সুন্দর উঠেছে মনে হচ্ছে একদম বাস্তব বাগানে গিয়ে ছবি তোলা। আপনার ফটোগ্রাফির পোস্টগুলো সব সময় অনেক সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম ছিল না।

ধন্যবাদ দাদা ৷ আপনার সুন্দর মন্তব্য পড়ে সত্যিই ভালো লাগলো ৷

পুজার সময় তোলা আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপনি বেশ গুছিয়ে সব গুলো ফটোগ্রাফির উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

ভাইয়া আমি প্রথম দেখায় ভেবেছিলাম ফুল গুলো আসল। পরে আপনার পোষ্ট পড়ে ভাল ভাবে খেয়াল করে দেখলাম যে আসলে এগুলো নকল ফুল। মাঝখানের লাল গোল গোল ফুলগুলো দেখে ভালই লাগলো। ধন্যবাদ ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য