কুয়াশাছন্ন সকাল ৷ অদূরে কিছুই দেখা যায় না ৷steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

20221228_154723.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ ইং
বাংলা ১২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ! আমিও বেশ ভালোই আছি ৷ যদিও ভালো থাকাটা একটু কষ্টের , আবহাওয়া পরিবর্তনের জন্য ভালো থাকাটা ততটা সম্ভব নয় ৷ এমন বিরূপ আবহাওয়ার জন্য সবাই বেশ সমস্যায় ৷ তো যাই হোক আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজকে মূলত একটি কুয়াশাছন্ন সকালের অনুভুতি আপনাদের মাঝে শেয়ার করব ৷ আসলে দুদিন ধরে শীতের কুয়াশায় আছন্ন আমাদের এদিকে চারপাশ ৷ কদিন ধরে যেনো একটু বেশিই কুয়াশাছন্ন সকাল উপভোগ করছি ৷ তবে আজকের সকাল টা একটু বেশিই কুয়াশা ছন্ন ছিলো অন্যান্য দিনের তুলনায় ৷ যদিও মিষ্টি সকাল গুলো খুব বেশি উপভোগ করা হয় না অলসতা জন্য ৷ আমি সাধারণত অনেক বেলা করে ঘুম থেকে উঠি , মূলত অনেক রাত করে ঘুমানোর জন্য ৷ যাই হোক শীত শুরু হয়েছে অনেক আগেই ৷ এমন কুয়াশাছন্ন সকাল প্রায় দেখা যায় গ্রামে ৷ তবে বেলা হওয়ার সাথে সাথে কুয়াশাটাও অনেকটা কমে আসে ৷ দুপুর বেলা তেমন শীত লাগেনা ৷ কিছুটা রোদ থাকে আকাশে ৷ তবে আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় সম্পূর্ণই আলাদা ছিলো ৷

IMG20221223084552_00.jpg

IMG20221223084541_00.jpg

অন্যান্য দিনে ভোর বেলা প্রচুর কুয়াশায় আছন্ন থাকতো চারপাশ ৷ এই কুয়াশা সকাল নয়টা কিংবা দশটার মধ্যে কেটে যেতো ৷ দশটার পর আর কুয়াশা দেখা যেতো না ৷ তবে আজকের দিনটি ছিলো অন্যরকম ৷ আমি সাধারণত দশটা সাড়ে দাশ টায় ঘুম থেকে উঠি ৷ অন্যান্য দিনে এতোক্ষণে সূর্য মামা উঠে যেতো ৷ কুয়াশাও ততটা থাকে না ৷ তবে আজ সাড়ে দশটায় ঘুম থেকে উঠে তো আমি অবাক ৷ চারপাশে এতোই কুয়াশা মনে হচ্ছে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি ৷ চারদিকের আবহাওয়া দেখে ঘড়িকে বিশ্বাস ই হচ্ছে না ৷ এতোটাই কুয়াশা পড়েছে যে সামনের কোনো কিছু দেখা যাচ্ছে না ৷

IMG20221223084406_00.jpg

IMG20221223084425_00.jpg

এভাবে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো তবুও আবহাওয়া কোনো পরিবর্তন নেই ৷ চারদিকে যেমন কুয়াশায় ঢাকা ছিলো তেমনি আছে ৷ আমি ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরির পর বারোটা বেজে গেলো তবুও কুয়াশা কমছে না ৷ শীতও ভালোই লাগছে বাইরে ৷ যেমন কুয়াশা তেমনি ঠান্ডা ৷ শেষমেশ একটু মাঠে গেলাম তখন সাড়ে বারোটা নাগাদ হবে ৷ তখনোও প্রচুর কুয়াশা ৷ মাঠে গিয়ে ভাতিজা সহ একটু ঘোরাঘুরি করলাম সাথে এই ফটোগ্রাফি গুলো করলাম ৷ এভাবেই একটা সাড়ে একটা বেজে গেলো তবুও কুয়াশা ভালোই ৷

IMG20221223084206_00.jpg

IMG20221223084101_00.jpg

দুটার পর ধীরে ধীরে কুয়াশা কমতে থাকে এবং আশেপাশের চারপাশ একটু ভালো ভাবে দেখা মেলে ৷ যাই হোক আজ সারা টা দিনে প্রায় কুয়াশা কুয়াশা ভাবটা ছিলোই , সাথে ঠান্ডা ও ৷ সকালটা আজ একটু ভালোই উপভোগ করি ৷ এমন কুয়াশাছন্ন সকাল গ্রামে প্রতিদিন ই হয় তবে দেরি করে ঘুম থেকে উঠার জন্য উপভোগ করা হয় না ৷ তবে আজ ভালোই উপভোগ করতে পারলাম ৷ অবশেষে দিনটা কেটে গেলো ৷

IMG20221223084124_00.jpg

IMG20221223084149_00.jpg

IMG20221223084806_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
কুয়াশায় ঢাকা শীতের সকাল। অদূরে কিছুই দেখা যায় না।


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

@tipu curate

image.png

যদিও এত সকাল সকাল ওঠার অভ্যাস আমার নেই কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে সকাল বেলায় উঠে শীতকালের সকাল বেলার সেই মুহূর্তটি উপভোগ করার। আপনি আজকে কুয়াশাছন্ন সকাল নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে খুবই ভালো সময় অতিবাহিত করেছেন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

  ·  2 years ago (edited)

আপনার আর আমার মাঝে অনেকটা তফাৎ আছে। আপনি সকাল নয়টা দশটায় ঘুম থেকে উঠেন। আর আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি। তবুও আপনি যেই সময়টা উপভোগ করেছেন, কুয়াশাচ্ছন্ন একটা সকাল সেই সৌভাগ্যটা আমার হয়ে উঠে না। আজ প্রায় ১ মাসের ও বেশি মোটামুটি কুয়াশা কিংবা ঠান্ডা পড়ছে। তবে বাহিরের পরিবেশ উপভোগ করার মত সেই সময় আমার হয়ে ওঠেনি। দারুন ছিল আপনার ফটোগ্রাফি গুলো, সেই সাথে অনুভূতি। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

আজ দু তিন দিন ধরে একটু বেশি কুয়াশা পড়ে বাহিরে। শীতের ভিতর সকালে উঠতে ইচ্ছা করে না। আজকেও সকালে উঠে দেখি বাহিরের কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে আছে চারপাশ। বেলা 11 টার পর হালকা মৃষ্টি রোদের দেখা পেয়েছি। আগে শীতে কুয়াশায় ভিতর হাটতে বের হয়েছি। এখন আর সময় পাইনা।

আপনি দেখছি আমার মতই দেরিতে উঠেন ৯-১০ টাই ঘুম থেকে উঠলে আসলেই কুয়াশা দেখা যায়না।তবে কালকে দেখা যাচ্ছিল কুয়াশা।২ টা থেকে পরিষ্কার হয়েছিল আমাদের এখানেও।ফটোগ্রাফি গুলো দারুন করেছেন ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।