এলোমেলো ফুলের ফটোগ্রাফি 🌼

in hive-129948 •  21 days ago 

IMG20241211113618_00.jpg

ফুলের ফটোগ্রাফি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ তাই ফুল দেখলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ ফুল দেখতে যেমন সুন্দর তেমনই ফটোগ্রাফি করতেও বেশ ভালো লাগে ৷ বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি করেছি আমি ৷ এখনো ফুলের ফটোগ্রাফি করি , যার সবটাই জমা হয় ফোন গ্যালারিতে ৷ আজ সেখান থেকেই কয়েকটা ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷


রেনডম ফুলের ফটোগ্রাফি


গাঁদা ফুল..

IMG20241211113618_00.jpg

IMG20241211113650_00.jpg


সবার শুরুতে যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম গাঁদা ফুল ৷ সবার পরিচিত এবং পছন্দের এই ফুলটি ৷ গাঁদা ফুলের অপরূপ সৌন্দর্যের জন্য আমার কাছেও এই ফুলটি ভীষণ ভালো লাগে ৷ শীতকালে কম বেশি সব জায়গায় গাঁদা ফুলের গাছ এবং তাজা গাঁদা ফুল দেখা যায় ৷ ভালোলাগার মতো একটি ফুল গাঁদা ফুল ৷ এই ফটোগ্রাফি গুলো আমি দুই দিন আগে বাড়ি পাশে লাগানো গাঁদা ফুলের গাছ থেকে করেছি ৷ আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ৷



জিনিয়া ফুল..

IMG20221222154359_00.jpg

IMG20221222154354_00.jpg


এবার যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুল গুলোর নাম জিনিয়া ফুল ৷ দেখতে খুবই সুন্দর এই ফুল গুলো ৷ আমার কাছে বেশ ভালো লাগে জিনিয়া ফুল ৷ এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম কিছুদিন আগে ছোট একটি ফুলের নার্সারী থেকে ৷ চমৎকার ভাবে ফুটে আছে জিনিয়া ফুল গুলো ৷ ফুল গুলোর অনুরূপ সৌন্দর্য দেখে কয়েকটা ফটোগ্রাফি ক্যাপচার করে নিয়েছি ৷



চন্দ্রমল্লিকা ফুল

IMG20221222154517_00.jpg

IMG20221222154512_00.jpg


চমৎকার এই ফুল দু'টোর নাম চন্দ্রমল্লিকা ৷ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এই ফুলের সৌন্দর্য ৷ এই ফুলের ফটোগ্রাফি গুলোও ছোট ফুলের নার্সারী থেকে করেছিলাম ৷ বেশ ভালো লাগে আমার এই ফুলের সৌন্দর্য ৷ শীতের কুয়াশার মাঝে চন্দ্রমল্লিকা ফুল দেখতে আরো বেশি সুন্দর লাগে ৷ আশা করি চন্দ্রমল্লিকা ফুলের এই ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷



জবা ফুল..

IMG20230613130740_00.jpg

IMG20230613130731_00.jpg


জবা ফুল দু'টো ঠিক ভাবে ফুটেনি ৷ কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে ৷ বাড়ির পাশে ছোট জবা গাছ থেকে এই ফটোগ্রাফি দুটো করেছিলাম ৷ জবা ফুল আমার বেশ ভালো লাগে ৷ এই জবা ফুল গুলো ফুটলে দেখতে ভীষণ ভালো লাগবে ৷ জবা ফুলের এই ফটোগ্রাফি দুটো কেমন হয়েছে , আশা করি মন্তব্য করে জানাবেন ৷



ল্যান্টেনা ফুল..

IMG20240707170652_00.jpg

IMG20240707170641_00.jpg


রাস্তার ধারে জন্মানো উদ্ভিদ ল্যান্টেনা ৷ খুবই সুন্দর এই ল্যান্টেনা ফুল গুলো ৷ দেখতে বেশ চমৎকার লাগে ৷ বছরের প্রায় সব সময় এই ফুল গুলো দেখা যায় ৷ রাস্তায় চলার পথে হঠাৎই মাঝে মাঝে এই ফুলের ফটোগ্রাফি করি ৷ বেশ ভালো লাগে এই ফুল গুলো আমার আর ফটোগ্রাফি করতেও ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ল্যান্টেনা ফুলের ফটোগ্রাফি ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ এলোমেলো ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 Dec 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সব সময় অনেক পছন্দ করি। আমার কাছে আপনার চন্দ্রমল্লিকা ফুল আর জিনিয়া ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

ধন্যবাদ আপু , আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷

চমৎকার কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর বর্ননার মাধ্যমে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। প্রতিটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। আরে এমনিতেও আমি ফুলের ফটোগ্রাফি একটু বেশিই পছন্দ করি। জিনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। জিনিয়া ফুল গুলো দারুন সৌন্দর্য বহন করেছে। সুন্দর এবং সাবলীল ভাষায় ফটোগ্রাফি সহ বর্ণনা করে আমাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে একটু বেশিই ভালো লাগে ৷ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

আপনার জন্যেও অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল ভাইয়া ৷ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

বেশ কয়েকটি শীতকালীন ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গাঁদা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। আপনার আজকের পোস্টে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

20241223_000015.jpgIMG_20241223_001233.jpg
Screenshot_2024-12-23-00-11-00-73.jpgScreenshot_2024-12-23-00-11-40-36.jpg
Screenshot_2024-12-23-00-07-34-79_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2024-12-23-00-09-18-92.jpg

বেশ দারুন কিছু ফুলের এলোমেরা ফটোগ্রাফি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রতিটি ফুলের ফটোফটোগ্রাফি আপনার ফটোগ্রাফারের দক্ষতার সাথে আমাদের মাঝে শেয়ার করেছেন।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগে আমার। তাই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করেছি।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে অনেকদিন জিনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

আমার তোলা ফুলের ছবি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাই। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

দাদা আপনারা শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করি। জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যে জন্য ৷

ছোট্ট হলুদ গাদা ফুলটাই বেশি সুন্দর লাগছে। তবে চন্দ্রমল্লিকা ফুলটাও বেশ দারুণ ছিল। অন্য ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

দারুন সুন্দর সব ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করলেন ভাই। ফুলের ছবি কে না ভালোবাসে। আর সেখানে যদি এমন সুন্দর সব ফুলের ছবি হয় তবে তো কথাই নেই। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাঁদা বা জবার ছবিগুলি এক কথায় অসাধারণ হয়েছে।

আপনার ফটোগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনাদের পোস্ট সাজিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে প্রথমে আপনি যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷