২৫ সেপ্টেম্বর রবিবার-দুইsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

glass-2440877_640.jpg
Pictures

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ ইং
বাংলা ২০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ শুক্রবার ০৭ অক্টোবর ৷ দেখতে দেখতে দূর্গা উৎসব শেষ হয়ে গেলো ৷ কিন্তু দূর্গা পূজার আগে ২৫ সেপ্টেম্বর রবিবারের সেই দিনটির কথা মনে করে অনেকেই পূজা করতে পারেনি ৷ এই দূর্গা উৎসবের জন্য প্রতিটি সনাতনী ধর্মীয় মানুষ অপেক্ষায় থাকে ৷ কত শত কল্পনা জল্পনা থাকে এই ধর্মীয় উৎসব নিয়ে আমাদের হিন্দু ধর্মালম্বীয়দের ৷ অথচ এই উৎসব না আসতেই অনেক পরিবারে কান্নার রোল পড়ে গেলো ৷

সেদিন ছিলো রবিবার ৷ এই দূর্গা উৎসবের একটি ছোট অংশ মহালয়া উৎসব ৷ এই মহালয়া উৎসব পালন করতে হাজার হাজার পুর্নাথি রবিবার মহালয়া উৎসব পালনের জন্য বদেশ্বরী মন্দিরে যায় করতোয়া নদী পার হয়ে ৷ এই মহালয়া উৎসব পালনের জন্য যাওয়াতেই অনেক পরিবারের জন্য কাল হয়ে দারিয়েছে ৷ সেদিন মহালয়া করতে গিয়ে নৌকা ডুবে অনেক মানুষ মারা যায় ৷ অনেক পরিবার তিন জন-চার জন করে মানুষ হারিয়েছে ৷ অথচ এই মানুষ গুলো মহালয়া করে এসে দূর্গা উৎসবে আনন্দে সামিল হওয়ার কথা ছিলো ৷ দুর্গা পূজার আট দিন আগেই চলে যেতে হলো না ফেরার দেশে ৷ সেই পরিবার গুলোও এবারে পূজার কোনো সাদ গ্রহণ করতে পারলো না ৷ পূজার আনন্দ করার কথা ছিলো এই পরিবার গুলো কিন্তু একটা দূর্ঘটনা বেদনার স্মৃতি বয়ে নিয়ে আসলো ৷


ছোট একটি নৌকায় যেখানে পঞ্চাশ জন মানুষের জায়গা হয় কোনো রকম ভাবে ৷ সেখানে একশত-পঞ্চাশের বেশি মানুষের নদী পার হওয়ার জন্য উঠেছে ৷ কিভাবে সুস্থ ভাবে পার হওয়া যেতে পারে এখানে ৷ মানুষের এমন অসতর্কতার জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে ৷ আর অকালে হারাচ্ছে মানুষের জীবন ৷ জেনে শুনেও মৃত্যু দিকে পা বারিয়েছে সবাই ৷ এতো মানুষ ছোট একটা নৌরায় ৷ কিছুটা না যেতেই ডুবে গেলো ৷ তীরে দারিয়ে ছিলো হাজার হাজার মানুষ ৷ অন্যদিকে বাচার জন্য নদীতে ডুবে যাওয়া মানুষ গুলো চিৎকার করতে আছে ৷ অথচ কেউ ডুবে যাওয়া মানুষদের বাঁচাতে এগিয়ে যেতে সাহস পাচ্ছে না ৷ চোখের পলকেই কতগুলো মানুষ ডুবে ভেসে মারা গেলো ৷ একটা দূর স্বপ্নের মতো ঘটনা ঘটে গেলো চোখের সামনে ৷ আসলে এমন ঘটনা দেখে কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না আমি ৷ আমি মনে করে এই দূর্ঘটনার পিছনে মানুষের অসতর্কতা ভূমিকা যথেষ্ট ৷মানুষের ভুল আর অসতর্কতার জন্য এতো বড় একটি দূর্ঘটনা ৷

আমাদের সবার উচিত সতর্ক হওয়া ৷ সতর্কতার সাথে চালা ফেলা করা ৷ এমন দূর্ঘটনা দেখে আমাদের এখন কেবল সর্তক হওয়ার শিক্ষা নেওয়া ছাড়া আর কিছু নেই ৷ সময়ের মূল অনেক কিন্তু তার থেকেও জীবনের মূল অনেক ৷ জীবন যদি না থাকে তাহলে সময় দিকে কি হবে ৷ হোক দেরি বিপদ হতে পারে জেনেও কখনো সেই পথে হেটো না ৷ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ৷ সবাই সর্তক থাকুন ভালো এবং সুস্থ থাকুন একটাই কামনা করি ৷ সবাইকে ধন্যবাদ ৷ ভালো থাকবেন সবাই ৷


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

image.png

Nice post keep it up buddy.
Hope you got the 100 STEEM & 1000 TAKI Airdrop, if not get it quickly before the campaign ends.
go to this official taki announcement how to get the airdrop CLICK HERE