আজকের ফটোগ্রাফি 📸 ০৬ জানুয়ারি ২০২২ 🇧🇩 beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago 

★★ আমার বাংলা ব্লগ★★

📸 আজকের ফটোগ্রাফি 📸

🇧🇩 বাংলাদেশ 🇧🇩

IMG20220106160142_00.jpg

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ! আমিও ভালো আছি ! আমি @nirob70 বাংলাদেশ থেকে , আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ! আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে ! আজ বৃহস্পতিবার জানুয়ারি মাসের ছয় তারিখ , কিছু ফটোগ্রাফি করি আমি ! ফটোগ্রাফি গুলোর মাঝে ফুলের ছবি আছে , এবং বিকাল বেলা তোলা একটি ঘড়ির ছবি আছে ! ছবিগুলো আমার ব্যবহারকারী মোবাইল ফোন থেকে তোলা হয়েছে ! মোবাইলের ক্যামেরা থেকে ছবিগুলো যথেষ্ট সুন্দর আসেনি ,যার জন্য ছবিগুলি এডিট করা হয়েছে ! ছবিগুলি সুন্দর এবং আকর্ষনীয় করার জন্য এডিটিং অ্যাপ থেকে এডিট করা হয়েছে ! আমরা যেমন গল্প বা কবিতা লেখার সময় প্রয়োজন ছাড়াও বিভিন্ন বাক্য নিয়ে থাকি কবিতাটিকে সুন্দর করে সাজানোর জন্য ঠিক তেমন, সাধারণ একটি ছবি উজ্জ্বল এবং সুন্দর করার জন্য কালারিং অ্যাপ থেকে ছবি এডিট করা হয়ে থাকে !আমি ছবিগুলি উজ্জল করার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি !

আজকের ফটোগ্রাফি

IMG20220104160526_00.jpgছবিতে একটি ফুলের ছবি ! এই ফুলের নাম জানি না ! তবে এই ফুলটি দেখতে খুব সুন্দর !ফুলটির রং হলুদ এবং পাপরি গুলোও হলুদ রং এর ছোট ছোট
ছবিতে সাদা রং এর একটি ফুল , এই ছবির ফুলটিও নাম আমার জানা নেই ! তবে ফুলটি দেখতে অনেক সুন্দর ৷IMG20220103123311_00.jpg
IMG20220104160238_00.jpgছবিতে একটি পাতা ৷ ছবিটি বিকাল বেলা আকাশের দিকে তুলে ধরে তোলা হয়েছে ৷ ছবিটি দেখতে আমার কাছে ভালোই লেগেছে ৷ আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ৷
ছবিতে আমার প্রিয় ঘড়িটি ৷ আজ বিকাল চাঁরটার সময় ছবিটি তোলা হয়েছে ৷ শরিষা ক্ষেতে বিকাল বেলা ঘুরতে গিয়ে ছবিটি তোলা হয়েছে ৷IMG20220106160138_00.jpg
PicsArt_01-06-07.55.18.jpgএই ছবিতে আমার ঘড়িটি রয়েছে এবং পাশে সরিষা ফুল ৷ ছবিতে আমি সরিষা ফুলের ছায়া আমার ঘড়ি উপর রাখতে চেয়েছি এবং ঘড়িতে সরিষা ফুলটি তুলে ধরতে চেয়েছি ৷
শখের ঘড়ি আর সরিষা ফুলের সাথে আজকের বিকাল বেলাPicsArt_01-06-07.13.10 (1).jpg
IMG20220102162056_00-01.jpgছবিতে ফুলটি গাছ থেকে পড়তেছে ,এমন দৃশ্য দেখাতে চেয়েছি ৷
এই ছবিটিও শুপারি গাছ থেকে শুপারি পড়তেছে এমন দৃশ্য প্রকাশ করতে চেয়েছি ৷IMG20220102155834_00-01.jpg
মোবাইলফটোগ্রাফি
ডিভাইস নামrealme C11
ক্যামেরা8 megapixel
ছবি লোকেশনW3W
তারিখ০৬ জানুয়ারি ২০২২

★★ ধন্যবাদ সবাইকে ★★

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হয়েছে একদম প্রফেশনাল। অনেক সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ফুলের ছবিটা ধন্যবাদ ভাই

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে সত্যিই অনেক অনেক বেশি ভালো লেগেছে। কোনটা রেখে কোনটা আর প্রশংসা করবো সত্যিই আমি ভেবে পাচ্ছি না। এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য, আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আশা করব।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের কাছে ! অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷

@nirob70 আজ আপনার ক্লাস আছে ১০ টায়। ক্লাস না করলে পোস্ট এ সাপোর্ট দিবো না। ধন্যবাদ।

ক্লাসে থাকবো আপু সমস্যা নাই ৷