শুভ রাত্রি ৷ প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছে ৷ আমিও অনেক ভালো আছি ৷ কারণ চলতেছে দূর্গা উৎসব ৷ আনন্দ আর আনন্দ ৷ আজ মহা সপ্তমী ৷ সবাইকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব এই দূর্গা উৎসব ৷ চারদিকে এখন উৎসবমুখর পরিবেশ ৷ সপ্তমীতে অনেকেই শুরু করে দিয়েছে ঘুরাঘুরি আর আনন্দ করতে ৷ আজ আমার মহা সপ্তমী কিভাবে কাটলো সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে ৷ সম্পূর্ণ দিনলিপি শেয়ার করা চেষ্টা করবো , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
পূজা মানেই আনন্দ ৷ তবে এ বার একটু কম কম মনে হচ্ছে আমার ৷ গত কয়েক বছরের মতো আনন্দ খুজে পাচ্ছি না , বা করতে পারছি নাহ ৷ আসলে বড় হয়েছে গেছি তো ৷ বাস্তবতা বুঝতে শিখে গেছি ৷ আগে ছোট ছিলাম কল্পনার জগতে ৷ এতো কিছু ভাবার সময় ছিলো না ৷পূজা মানে আনন্দ আর আনন্দ তাই বুঝতাম আর তাই করতাম ৷ তো এবারের পূজাটা আমি একটু ভিন্নতা খুজে পাচ্ছি গত বারের থেকে ৷ ব্যক্তিগত ভাবেই একটু মন খারাপ আর বিশেষ করে ২৫ সেপ্টেম্বরের রবিবার মাড়েয়ার নৌকা ডুবে যাওয়ার ঘটনার পর থেকে আরো বেশি মন খারাপ ৷ আসলে মহালয়ার দিনে এতো বড় একটা দূর্ঘটনা এবার পূজার ভিন্নতা এনে দিয়েছে ৷ আমি মহা সপ্তমীতে লক্ষ করলাম গত কয়েক বছরের তুলনায় এবার মানুষের মাঝে আনন্দ বেশ কিছুটা কমেছে ৷ গত বছরেরই আমার বাড়ি সামনে দিয়ে আনেক মানুষের ভীর ছিলো ঠাকুর দেখা নিয়ে ৷ কিন্তু এ বছর বাড়ির সামনে রাস্তা একদম ফাকা ৷ যাই হোক আজকের আমার দিনলিপি নিয়ে কিছু বলি ৷
আমি প্রতিরাতে-ই একটু বেশি রাত করে ঘুমাই ৷ আসলে ফোনে চার্জ আর এমবি থাকলে ফোনটাকে একা পাশে রেখে আমার ঘুমার ইচ্ছে করে নাহ ৷ তাই ফোনের সাথে রাত জাগি ৷ আর রাত জাগতে জাগতে বর্তমান এমন হয়ে গেছে যে সন্ধ্যায় ঘুমানোর চেষ্টা করলেও অনেক রাত হয়ে যায় তবুও ঘুম আসেনা ৷ এপাশ ওপাশ করতে করতে অনেক রাত হয়ে যায় তার পর ঘুমাই ৷ আর বেশি রাত জেগে থাকার ফলে অনেক বেলা হয়ে গেলেও ঘুম ভাঙ্গেনা ৷ তাই প্রতি দিনের নেয় আজকেও অনেক বেলা হয়ে ঘুম থেকে উঠেছি ৷ ঘুম থেকে উঠেই দেখি বাইরে দাদারা খারা বানাচ্ছে ৷ খারা শব্দটি আমাদের গ্রাম ৷ অন্য জায়গায় কি বলে জানি নাহ ৷ খারা হচ্ছে বাঁশ খুটি দিয়ে তৈরি একটি বসার জায়গা ৷ তো আমি একটু সাহায্য করতে লাগলাম ৷ আসলে দাদারা বাইরে থাকে পূজার ছুটিতে বাড়িতে এসেছে ঘুরতে ৷ আর এই বসার জায়গায় আমিই বেশি বসে সময় কাটাই ৷ তো তাদের সাহায্য করতে করতে দুপুর হয়ে গেলো ৷ এরপর স্নান খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম ৷
বিকাল বেলা ঘুম থেকে উঠে এদিক সেদিক করতে করতে শেষ বিকাল হয়ে গেলো ৷ এরপর বের হলাম , সূর্য যখন ডুবে যাচ্ছে লালচে রং ধারণ করে তখন বের হয়েছি বাড়ি থেকে গ্রামের ঠাকুর দেখার উদ্দেশে ৷ বাড়ি থেকে ঠাকুর বাড়ি বেশ দূরে না খুব কাছেই ৷ হেটে হেটে যাচ্ছি ৷ যাওয়ার পথে দেখালাম সূর্যের এমন সুন্দর দৃশ্যে ৷ লালচে রং পশ্চিম দিকের আকাশে ৷ দেখে অনেক ভালো লাগলো তাই কয়েকটি ছবি ক্যামেরা বন্দি করলাম ৷ আর এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম ৷
শেষ বিকাল বেলা গ্রামের পূজা মন্ডপে গিয়ে প্রথমে ঠাকুরকে ভক্তি করি ৷ এরপর বাইরে এসে একটু ঘুরাঘুরি হালকা-পাতলা খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাড়ি ফিরি ৷ এই মহা সপ্তমীতে কেলব গ্রামের ঠাকুর বাড়িতেই কাটিয়ে দিলাম ৷ ঠাকুর বাড়িতে বেশ কিছু দোকান বসেছে ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে এসব দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায় ৷ বিভিন্ন মেলা গুলোতে যেমন অনেক দোকানপাট বসে বিভিন্ন আসবাবপত্র জিনিস নিয়ে ঠিক তেমন এখানেও বসেছে ৷ গ্রামের পূজা মন্ডপে বেশ ভালোই সময় কাটিয়ে বাড়ি ফিরি ৷ বাড়িতে মনটা একটু ভারি থাকলেও পূজা মন্ডপে গিয়ে অনেক ভালো লাগলো ৷ আজ আমার এটাই ছিল দিনলিপি ৷ ধন্যবাদ সবাইকে
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
বিষয় | দিনলিপি |
---|---|
ক্যামেরা | রিয়েলমি সি এগারো |
ফটোগ্রাফি | নিরব |
তারিখ | ০২ অক্টোবর ২০২২ ইং |
লোকেশন | বাংলাদেশ W3W |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মহা সপ্তমীর দিনে আপনার কাটানো সময়টুকু ও তার সাথে ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। সবথেকে বিকেল বেলা আপনি যখন ঘুম থেকে উঠে বিকেলের ফটোগ্রাফি গুলো করেছেন সেই ফটোগ্রাফি গুলো আমাকে অনেক সুন্দর লেগেছে।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit