আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফটোগ্রাফি করতে আমার বেশ ভলোই লাগে ৷ তাই মাঝে মাঝে ভালো কিছু দেখলে সেই দৃশ্য গুলো মুঠোফোনে দু-একটা ক্যাপচার করে রাখি ৷ যদিও ব্যবহার করা মুঠোফোনের বেশ বয়স হয়েছে ৷ ক্যামেরা ততটাও ভালো , তাও চেষ্টা করি ফ্রেশ ছবি তোলার ৷ যাই হোক , আজ বেশি কথা না বলি ৷ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ৷ ফোনেও চার্জ নেই তেমন আর নিজেও একটু অসুস্থ ৷ গতকাল থেকেই সর্দি আর হালকা জ্বরে আমার অবস্থা বেহাল করে দিয়েছে ৷ যাই হোক , চলুন তাহলে এবার ফটোগ্রাফি গুলো দেখে আসি ৷


IMG20230519142753_00.jpg

IMG20230518135711_00.jpg

এই ফুল গুলোর নাম নয়নতারা ৷ ফুল গুলো দেখেই বুঝতে পারছেন , ফুল গুলো দেখতে কতটা সুন্দর ৷ অনেক জায়গায় এই ফুল গুলো দেখা যায় ৷ হয়তো অনেকেই চিনে থাকবেন এই ফুল গুলো ৷ আমাদের বাড়ি আশে পাশে প্রায় সব জায়গায় এই ফুলের গাছ আছে বেশ ভালো ৷


IMG20230523135255_00.jpg

IMG20230523135234_00.jpg

এই ফুল গুলোর নাম টগর ফুল ৷ নয়নতারা ফুলের মতোই দেখতে অনেকটা এবং অনেক সুন্দর ৷ আকাশের সাদা রঙের সাথে মিলিয়ে গেছে এই ফুলের সৌন্দর্যতা ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে টগর ফুলের ফটোগ্রাফি ৷


IMG20230319163948_00.jpg

IMG20230319163944_00.jpg

এই ফুল গুলোর নাম আপাতত আমার মনে নেই ৷ তবে গ্রামের রাস্তার ধারে এই ফুল গুলো বেশ দেখা যায় ৷ আমি কিছু দিন আগে এই ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম ৷ আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে ফুলটি ছিড়ে সূর্যের সাথে তার সৌন্দর্য্যতা প্রকাশের চেষ্টা করেছিলাম ৷ ফটোগ্রাফি দুটা কেমন হয়েছে আশা করি মন্তব্য করে জানাবেন ৷


IMG20230319164314_00.jpg

IMG20230319163900_00.jpg

এই ফুলটিও নাম আমার আপাতত মনে নেই ৷ অনেকটা তারাহুড়ো করে পোস্টটি লিখছি তো ৷ ফোনে চার্জ আছে খুবই অল্প , যখন তখন বন্ধ হবে ৷ তাই সব গুছিয়ে লিখতে একটু কষ্ট হচ্ছে ৷ যাই হোক , এই ফুলটির নাম আপনার জানা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷


IMG20230521170644_00.jpgIMG20230521171443_00.jpg

উপরের ছবি দুটি মাশরুমের ৷ যেগুলো আমাদের গ্রামের দিকে ব্যাঙের ছাতা নামে বেশ পরিচিত ৷ সেদিন বাড়ির পাশে দেখলাম বেশ কিছু ব্যাঙের ছাতা হয়েছে ৷ তবে সবকটা আলাদা আলাদাভাবে হয়েছে ৷ সেখান থেকেই কয়েকটা ফটোগ্রাফি করেছি ব্যাঙের ছাতার ৷

IMG20230425095830_00.jpg

IMG20230425095941_00.jpg

এই দুটি মেঘলা আকাশের ফটোগ্রাফি ৷ হালকা হালকা মেঘ গুলো দেখতে বেশ ভালো ই লাগছে ৷ সেদিন আমি রাস্তার পাশে কিছু বড় ঘাসের সাথে মেঘলা আকাশের এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ কেমন হয়েছে আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷


ছবিঃ রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 25 May 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। ফুল সৌন্দর্যের প্রতীক ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আসলে ভাই বুনো ফুল আর টগর ফুলের ফটোগ্রাফি গুলো হৃদয় ছুঁয়ে যায়। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই, আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফিতে নাম না জানা ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। তবে দুঃখজনক কথা হচ্ছে এই, ফুলটির নাম আমারও জানা নেই। তবে নাম না জানা থাকলেও ফুলটি কিন্তু চোখের দৃষ্টি কেড়ে নিচ্ছে। যাই হোক ভাই, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ৷

যদিও আপনার মোবাইলে অনেক বয়স হয়েছে কিন্তু ফটোগ্রাফি গুলা আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারেছেন। নয়ন তারা ফুল এবং মাশরুমের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। এছাড়াও বন্য ফুল গুলো দেখতে আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

আপনার তোলা এক একটা ফটোগ্রাফি বলতে গেলে এক কথায় অসাধারণ লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই নিখুঁতভাবে করেছেন আপনি। আমার কাছে প্রথম ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি সুন্দর লেগেছে। নিজের মুঠো ফোন এত সুন্দর ফটোগ্রাফি করেছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার মত এই কয়েকদিন আমারও অনেক সর্দি জ্বর হয়েছে। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার ফটোগ্রাফি আমার বরাবরই খুব ভালো লাগে। এই পোস্টেও চোখ ধাঁধানো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ছবি খুব দারুণভাবে ক্যামেরাবন্দী করেছেন। টগর ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। নাম না জানা ফুল দুটি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাইয়া।

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷