গতকাল রাতে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটি হয় ৷ আশা করি ম্যাচটি সবাই উপভোগ করেছেন ৷ আমিও গতকাল রাতে ফাইনাল ম্যাচটি উপভোগ করেছি ৷ তো আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটি দেখার অনুভুতিই আপনাদের মাঝে শেয়ার করবো ৷ গতকালে রাতের ফাইনাল ম্যাচটি কেমন হয়েছে তা আপনারা জানেন-ই ৷ চমৎকার একটি খেলা হয়েছে ৷ যাই হোক খেলা নিয়ে আমি তেমন কিছু লিখবো না ৷ আশা করি সবাই খেলাটি দেখেছেন এবং জানেন আসলে কালকের ম্যাচটি কি ছিলো ৷ আজকে মূলত আমি আমার খেলা দেখার অনুভুতি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো গতকাল ফাইনাল ম্যাচটি খেলেছেন আর্জেন্টিনা ও ফ্রান্স , আপনারা হয় তো জানেন তবুও বললাম ইচ্ছে হলো তাই ৷ তো যাই হোক , অন্যান্য দিনে অন্যান্য ম্যাচ গুলি আমি আমার ফোন থেকেই দেখেছি ৷ গত কাল ফাইনাল খেলা ছিলো ৷ প্রিয় দল হিসাবে আর্জেন্টিনাকেই সাপোর্ট করতাম ৷ যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা অন্য দিকে প্রিয় দল থাকছে , সেহেতু ম্যাচটি বড় পর্দায় সবার সাথে উপভোগ করার ইচ্ছে হলো ৷ তাই ঠিক করলাম ফাইনাল এই ম্যাচটি সবার সাথে বড় পর্দায় উপভোগ করবো ৷ রাত ৮ টা ৩০ মিনিটে বাসা থেকে বের হলাম ফাইনাল এই ম্যাচটি বড় পর্দায় দেখার উদ্দেশ্য নিয়ে ৷
এলাকার কিছু পোলা-পান সহ দু-দলের আলোচনা সমালোচনা করতে করতেই পৌঁছে গেলাম সেই জায়গায় ৷ যেখানে বড় পর্দীয় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে ৷ মূলত প্রজেক্টর লাগানো হয়েছে ৷ আমি তো সে জায়গায় গিয়ে অবাক ৷ এতো মানুষের ভীর লেগে গেছে চার পাশে , মনে হচ্ছে কোনো সমাবেশ হবে বোধায় ৷ যাই হোক , আমি খেলা দেখার জন্য এতো মানুষের ভীরে নিজেকে জরিয়ে নিলাম ৷ খেলা শুরু হলো ৷ খেলা শুরু হতে না হতেই মানুষের চিল্লাচিল্লি আর নাচানাচি দেখে আমি তো অবাক ৷ আসলে এর আগে আমি কখনো আসিনি বড় পর্দায় খেলা দেখতে ৷ বাসা থেকে এদের চিল্লাচিল্লি শুনি প্রতি ম্যাচ থাকা কালিন৷ আজ প্রথম দেখলাম মানুষের খেলার প্রতি এতো উত্তেজনা ৷
বল একটু চাপলেই এদিকে মানুষ শুরু করে দেয় চিল্লাচিল্লি আর নাচানাচি ৷ শুরুতে এতো মানুষের পিছনে থাকলেও কখন যে অনেক মানুষের ভীরে পড়ে গেছি বুঝতেও পারিনি ৷ পিছনেও অনেক মানুষ জমে গেছে খেলা দেখার জন্য ৷ মানুষের এতো ভির দেখেই আমি অবাক ৷ এভাবেই চিল্লাচিল্লি আর নাচানাচির মাঝে খেলা দেখতেছি ৷ প্রথম ২১ মিনিটে যখন আর্জেন্টিনা প্রথম পেনাল্টি শর্টে গোল করে তখন অবস্থা আরো বেশি খারাপ ৷ আর্জেন্টিনার সাপোর্টর দের নাচা-নাচি আর চিল্লাচিল্লি দেখে মাথা নষ্ট ৷ চিপায় পড়ে গেছি ৷ কেউ কাউকে দেখছে না , নাচানাচি আর চিল্লাচিল্লিতে ব্যস্ত সবাই ৷ আমার তো পায়ের অবস্থা শেষ করে দিয়েছে ৷ যাই হোক এভাবেই চলছে খেলা ৷
এরপর আবারও একটি গোল করলো আর্জেন্টিনা ৷ দু গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা ৷ টান টান উত্তেজনা সবার মনে ৷ আমাদের এখানে চিল্লাচিল্লি ধাক্কাধাক্কি তো আছেই ৷ মানুষের ভিরে থেকে আমার অবস্থা শেষ প্রায় ৷ পিছনে চলে আসলাম ৷ পিছন থেকে মানুষের এতো মাথার জন্য খেলাও ভালো দেখা যাচ্ছে না ৷ তবুও দারিয়ে রইলাম কি হয় দেখার জন্য ৷ এরপর হাফ টাইম শেষ হলো ৷ আবারও খেলা শুরু হলো ৷ একটুতেই চিল্লাচিল্লি আর নাচা নাচি আমাদের এখানে হচ্ছে-ই ৷ আর্জেন্টিনার সাপোর্টটা ভেবেই নিয়েছিলো তারা জিতবে ৷ এবং অনেক খুশি ছিলো সবাই ৷ এরপর যখন পেনাল্টির শর্টে এমবাপ্পের গোল হলো তখন আর্জেন্টিনার সাপোর্টর টা একটু চুপ হয়ে গেলো ৷ অন্যদিকে ফ্রান্সের সাপোর্টরা লাফিয়ে উঠলো ৷ এভাবেই চলছে খেলা ৷ আবারও গোলা হলো , ফ্রান্স আর আর্জেন্টিনা দুই দুই রয়ে গেলো ৷ আবার সময় বাড়ানো হলো , এবং আর্জেন্টিনা আরো একটি গোল করলে ৷ পরে ফ্রান্স ও গোল করলো ৷ আবার দু-দল সমান ৷ এভাবেই চলছে খেলা ৷
এদিকে একটুতেই চিল্লাচিল্লি আর নাচানাচিতে ব্যস্ত পাবলিক ৷ গোল হলে কেউ কাউকে দেখে না ধাক্কাধাক্কি নাচানাচি শুরু হয়ে যায় ৷ আর্জেন্টিনা গোল করলে আর্জেন্টিনার সাপোর্টার রা বিজয়ের উল্লাসে মেতে উঠে ৷ আর ফ্রান্স গোল করলে ফ্রান্সের সাপোর্টার রা লাফিয়ে উঠে ৷ আর এক ধরনের পাবলিক আছে , যারা গোল হলেই লাফিয়ে উঠে ৷ তারা আসলে কোন দল করে বোঝাই যায় না ৷
যাই হোক এভাবেই আমাদের এদিকে খেলা দেখা চলছে ৷ যদিও আর্জেন্টিনার ভক্ত অনেক বেশি ছিলো ৷ ফ্রান্সের ভক্ত খুবই কম ছিলো ৷ শেষ মুহূর্তে যখন আর্জেন্টিনার জয় হলো তখন আর্জেন্টিনার ভক্তদের শুরু হলো আনন্দ আর মেসিকে নিয়ে মিছিল করা ৷ অন্য দিকে ফ্রান্সের ভক্ত গুলো চলে গেলো ৷
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
তো যাই হোক , অবশেষে আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়ে গেলো ৷ নিজের প্রিয় টিমের জয় দেখে আমার নিজেও অনেক ভালো লাগলো ৷ তবে এবারের ফাইনাল খেলা আসলেই চমৎকার হয়েছে ৷ দু দল-ই হাড্ডা-হাড্ডি লড়াই করেছিলো জয় আনার জন্য ৷ তবে খেলা তো খেলাই ৷ খেলায় হার জিত থাকবেই ৷ দুই দল-ই চেয়েছিলো জয়টা নিজের হোক ৷ সবাই সবার নিজের জায়গায় থেকে যথেষ্ট চেষ্টা করেছিলো ৷ তবে জয় তো সবার হবার নয় ৷ যাই হোক আজ এ টুকুই ছিলো ৷ ধন্যবাদ সবাইকে ৷ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম হাড্ডাহাডি লড়াই যাকে বলে ৷ আমি তো মনে করি আর্জেন্টিনার ভাগ্য ভালো যে ট্রাইফিকার হলো ৷ যদি ফ্রান্স শেষে আর একটি গোল দিতে পারতো ৷ তাহলে তো খেলা শেষ ৷ যা হোক শেষ মেষ ট্রাইফিকার নির্ধারন ৷ তবে খেলাটি সত্যি অনেক টান টান উত্তেজনা ছিল ৷
বন্ধু তুমি খেলা দেখতো তবুও আমাকে বললি না আমিও যেতাম ৷ আমি তো বাড়ি তে চিল্লাচিল্লি শুনছিলাম ৷ যা হোক অনেক ভালো লাগলো তোমার খেলা দেখার অনুভূতি টা শুনে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম বন্ধু ঠিক ৷ ধন্যবাদ তোকে সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের বিশ্বকাপের মত এত মজার খেলা হয়তো কখনো হয়নি, আর হলেও আমি দেখিনি। জাস্ট অসাধারণ খেলেছে দুই দল। প্রথমদিকে যদিও ফ্রান্সের টিম একটু দুর্বল খেলেছিল। কিন্তু ফ্রান্সের প্রথম গোলের পরপরই তারা বেশ উত্তেজনা নিয়ে খেলছিল। অনেক বেশি ভালো লেগেছে। তবে বেশ আনন্দ নিয়ে খেলা দেখেছি সবাই। টান টান উত্তেজনা তার পাশাপাশি কে জিতবে কে নেবে বিশ্বকাপ সেটা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। শেষ টাইমে আর্জেন্টিনাই হয়ে গেল বিজয়ী আর এবারের বিশ্বকাপ তাদের হাতেই চলে গেল। তবে বলতেই হবে দুই দলই জাস্ট অসাধারণ খেলেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু এই ফাইনাল ম্যাচটি অনেক মজার ছিলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সব সময় 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে টানটান উড়তে জনার সাথে আমি কালকের ফাইনাল ম্যাচটি দেখেছি। এরকম খেলা দেখতেই ভীষণ ভালো লাগে যেখানে টানটান উত্তেজনা থাকে। আমি কখনো খেলা দেখিনি কিন্তু কালকের ম্যাচ টি দেখেছিলাম। যখন আর্জেন্টিনা প্রথমে দুটি গোল দিয়ে দিল তখন ফ্রান্স একটু দুর্বল ছিল কিন্তু ফ্রান্স একটি গোল দেওয়ার পর পরই তারা উত্তেজনার সাথে খেলেছিল। এবং খেলার ড্র হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরও আবার তাদের খেলার ড্র হয়েছিল। আমরা তো শেষের দিকে ভাবছিলাম আর্জেন্টিনা বোধহয় এবার হেরেই যাবে। কিন্তু তার উল্টো হলো ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জয়ী হলো। এরকম খেলা গুলো দেখতে বেশি মজার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া এই ম্যাচটি ছিল বেশ চমৎকার ৷ টানটান উত্তেজনা নিয়ে ম্যাচটি উপভোগ করেছি আমিও ৷ দেখা দেখে কে জিতব আর কে হারবে বলাই মুশকিল ছিলো ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে কি ভাইয়া গতকালকের ফাইনাল খেলাটা যেন খেলাই হয়েছে একটা। সহজ জয় ছিল না। তবে আপনাদের ঐদিক এর মত আমাদের এইদিকেও অনেক চিল্লা চিল্লি হয়েছে। তবে শুভ কামনা রইল প্রিয় দলের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফাইনাল খেলাটি সর্বোচ্চ হয়েছে ভাইয়া। শ্বাসরুদ্ধ খেলা। খেলাটি প্রথমদিকে মনে হয়েছিল এটা কোন খেলায় হলো না। কিন্তু শেষ অর্ধেকের পরে যখন আর্জেন্টিনার গোল শোধ করল তখন হাড্ডাহাড্ডি লড়াই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই হাড্ডাহাড্ডি খেলা ছিলো সে দিনের ফাইনাল ম্যাচটি ৷ দেখাটি দারুন লেগেছিল আমার ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া গতকালের ফাইনাল খেলা খুবই আনন্দের হয়েছিল। আপনি যেহেতু বাসায় বসে এতদিন সব খেলা দেখেছেন তাই গতকাল হঠাৎ পর্দায় খেলা দেখার কারণেই আনন্দটা একটু বেশি লেগেছে। আর খেলার আগে সবার চিল্লাচিল্লি দেখেই বুঝতে পেরেছেন খেলাটা কতটা জমজমাট হবে। আসলে সবাই মিলে মাঝে মাঝে এ ধরনের আনন্দ গুলো ভাগাভাগি করলে ও ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit