জবা ফুলের ভিডিওগ্রাফি

in hive-129948 •  2 years ago 

Picsart_23-05-22_18-33-06-821.jpg

হ্যালো বন্ধুরা...

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিওগ্রাফি শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজকের দুপুর টা একটু রোদেলা দুপুর ছিলো ৷ কয়েকদিন যাবত ধরে মেঘলা আকাশ থাকলেও আজ বেশ কড়া রোদ উঠেছে ৷ দুপুর বেলা খানিকটা গরমও ছিলো তবে ও ততোটা নাহ ৷ প্রতিদিনের মতোই আজও ভাবছিলাম কি পোস্ট লিখবো ৷ আমার অবশ্য এই সমস্যা টা মাঝে মাঝেই হয় ৷ পোস্ট লিখতে যতটা না সময় লাগে , তার থেকেও বেশি সময় লাগে কি পোস্ট লিখবো সেটা ভাবতে ভাবতে ৷ যাই হোক এটা কোনো ব্যপার নাহ ৷ এই কাঠ ফাটা রোদে বসে বসে সেটাই ভাবতেছি , যে আজ কি শেয়ার করা যায় ৷ আমি অবশ্য সাত দিনে সাত রকম পোস্ট করার চেষ্টা করি ৷ এজন্য আজ একটু ভিন্ন রকম কিছু'র প্রয়োজন ৷ এসব ভাবতেছি আর কমিউনিটিতে ঘোরাঘুরি করতেছি ৷ হঠাৎ চোখ পড়লো আমার সামনে থাকা জবা ফুলের গাছটায় ৷ এই রক্ত জবা ফুলের ফটোগ্রাফি করেছি দু একবার ৷ তবে ভিডিওগ্রাফি করিনি ৷ তাই আজ মনে হলো একটা ভিডিওগ্রাফি করার চেষ্টা করি ৷

Picsart_23-05-22_18-30-05-977.jpg

এর আগেই অবশ্য একটা ভিডিও গ্রাফি শেয়ার করেছি ৷ সেটা ছিলো সরিষা ফুলের ৷ আজ দ্বিতীয় বারের মতো একটা ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম ৷ এর পূর্বে কিন্তু আর করা হয়নি আমার , এ দুটোই প্রথম দ্বিতৃয় ৷ ভিডিওগ্রাফি করার তেমন ধারণাও নেই , অভিজ্ঞতা ও নেই ৷ কেবল মনের ইচ্ছে থেকেই আজও একটা ভিডিওগ্রাফি করলাম ৷ আশা করি আপনাদের কাছে ভালো না লাগলেও , মন্দ লাগবে না ৷

সূর্যটা তখন মাথার উপর ৷ বেশ কড়া রোদ দিচ্ছে ৷ আর আমি পুকুর পাড়ের জবা ফুলের গাছটায় ভিডিওগ্রাফি করার চেষ্টা করতেছি ৷ বেশ কয়েক বার চেষ্টা করেও তেমন ভালো লাগছে নাহ , নিজের কাছেই ৷ শেষমেশ একটা লাশ শর্ট নিয়ে রেখে দিলাম ৷ রোদলা দুপুরের আর হচ্ছে নাহ ৷ এরপর সেগুলো একটু এডিট করার চেষ্টা করলাম ৷ হচ্ছে না আর কিছুই এলোমেলো সব ৷ শেষ যে ভিডিও টা করেছি সেটাই এখন শেয়ার করলাম ৷ ভিডিও টা কেমন হয়েছে আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷


রক্ত জবা ফুলের ভিডিওগ্রাফি


ভিডিওঃ জবা ফুলের ভিডিওগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 May 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি জবা ফুলের খুব সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এখন দেখছি অনেকেই ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছেন আর আমার কাছে সবার পোস্ট অনেক ভালো লাগে। আমিও সময় পেলে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব। ধন্যবাদ সুন্দর একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

জবা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর আপনি রীতিমতো দেশের জবা ফুলের ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করেছেন। জমা করে ভিডিওটি দেখে বেশ ভালো লেগেছে ভাই ধন্যবাদ সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

জবা ফুলের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি এই ফুলের ভিডিও করেছেন। সত্যিই আপনার ভিডিও দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে আমার।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আমার কিন্তু ভিডিও গ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগে। আপনি জবা ফুলের বেশ সুন্দর করে ভিডিও গ্রাফি করেছেন। আসলে আমরা যদি প্রতিনিয়ত আমাদের পোস্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি তাহলে আমাদের পোস্ট গুলো হবে ক্রেয়েটিভ। ধন্যবাদ ভাইয়া ভিন্ন রকমের একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

বাহ ভাইয়া অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। ‌‌জবা ফুল টি দেখতে অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে জবা ফুলের ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

জবা ফুলের ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আরো বেশী ভালো লাগলো পাখির ডাক।অসাধারণ লাগলো ভাইয়া। খুব সুন্দর ডিডিওগ্রাফি আপনি করেছেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷