আমি তোমার থেকে দূরে আরও দূরে চলে যাই
শুধু তারার আলো গলতে থাকে সময়ের সীমানায়
শব্দ গুলো গলার ভেতর ডুবতে থাকে গভীরে
তোমার মুখ মিশে যায় মানুষের ভিড়ে ,
এভাবেই ইতিহাস রয়ে যায় পাতায় পাতায়
আর আমাদের গল্পের শেষ অধ্যায়ে -
তোমার ঠোঁটের রুক্ষ স্পর্শ জানায়
আমার আগে ডিসেম্বর গোপনে ছুঁয়েছে তোমায়,
নতুন আরম্ভের তীরে কেক, গিটার আর আলোর শহরে
মনখারাপের রূপকথারা ভেসে যাক চুপিসারে
কখনো গোলাপ দিয়ে বলা হয়নি , প্রিয়তমা
দৈনন্দিন জীবনে কোনো অন্তমিল থাকে না,
চলো ছুঁড়ে ফেলি যত থতমত ইতস্তত ভাবনা গুলো
এসো , হাত ধরো আরও সুন্দর করি আমাদের আগামীর দিনগুলো ।।