ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি তে ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

সবাই কেমন আছেন ?
আশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়াই অনেক ভালো আছি। আজ আপনাদের মাজে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_2704.jpeg

আজ হঠাৎ কিছু বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা । ক্লাস সিক্স থেকে ওদের সঙ্গে পরিচয়। আমি ২০১৮ সালে জেএসসি সম্পূর্ণ করে ঢাকায় চলে আসি । তাই তাদের সঙ্গে পরে তেমন করে আর দেখা হয়নি। আজ হঠাৎ তাদের সঙ্গে ঢাকায় দেখা। তাই তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়,টিএসসি তে।

IMG_2705.jpeg

যেহেতু আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার ভালোবাসা দিবস, তাই সেখানে মানুষের পরিমাণটা একটু বেশিই ছিল। সবাই সবার মত করে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছিল । আমি বন্ধুদের সঙ্গে নিয়ে পুরো ক্যাম্পাসটি গুড়ে দেখি। পুরো ক্যাম্পাসের রাস্তার দুপাশে নানান রঙের নানান রকম ফুল দেখে আমি মনমুগ্ধ। এ যেন এক প্রাকৃতিক মনোরম পরিবেশ।

IMG_2713.jpeg

ফুল পছন্দ করেনা এমন মানুষ হয়থ খুঁজে পাওয়া যাবে না। তেমনি আমিও নানান রঙের ফুল পছন্দ করি। এই সুন্দর পরিবেশকে আরও মনুরম করে তুলল এই ফুল গুলো। রাস্তার পাশে এত সুন্দর ফুল আর এই পরিবেশ দেখে নিজের মধ্যে ফটোগ্রাফি করার ইচ্ছে জাগে।

IMG_2693.jpeg

IMG_2707.jpeg

মনের আনন্দে এই সুন্দর পরিবেশের কিছু সুন্দর দৃশ্য ও রঙিন ফুলের ছবি ক্যামেরায় বন্দি করেছি। তা আপনাদের মাজে শেয়ার করেছি । আজ এতটুকুই । সবাইকে শুভ ভালোবাসা দিবস।

জায়গার লোকেশন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে করা ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে। তবে ফটোগ্রাফি গুলোর প্রতিটির ২/৩ লাইন করে বর্ণনা লিখলে আরো ভালো হতো। ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আমারও বেশ ভালো লাগে। আমি সময় পেলেই আপুদের নিয়ে সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। তবে সব সময় পয়লা বৈশাখ ভালোবাসা দিবস ও ফাল্গুনে টিএসসির পরিবেশটি আরো ঝলমলেই ওঠে।আজ আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফির সৌন্দর্য গুলো দেখে আমিও মুগ্ধ হয়েছি।ধন্যবাদ ভাই আপনাকে

Posted using SteemPro Mobile

রাত্রিবেলার ফটোগ্রাফি খুবই সুন্দর হয়, যদি সুন্দর ফোকাসের মাধ্যমে তোলা যায়। তবে এক্ষেত্রে ফ্লাশ লাইটের ভূমিকা অপরিসীম। যাইহোক চমৎকার ছিলো ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।