হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
শুরুতেই বলে রাখি আমি কার মাধ্যমে স্টিমিট সম্পর্কে জানলাম। আমি মূলত আমাদের সম্মানিত মডারেটর@ayrinbd কাছ থেকে জেনেছি স্টিমিট সম্পর্কে । সম্পর্কে উনি আমার মামী হন। অনেকদিন আগে থেকেই স্টিমিট সম্পর্কে উনার কাছে শুনেছিলাম , তবে একাউন্ট খুলবো খুলবো করে এই আজকে একাউন্ট খুলা হলো। দৈনন্দিন জীবনের কর্ম ব্যস্ততার কারণে এতদিন একাউন্ট খুলা হচ্ছিলোনা।
এখন আমার পরিচয় পর্বে আশা যাক, আমার পুরো নাম মোহাম্মদ নিশাত। আমার স্টিমিট id @nishatbd ,আমি একজন স্টুডেন্ট। আমার নিজ গ্রামের বাড়ি নেত্রকোনা। বর্তমানে আমি ঢাকায় মামার সাথে থাকি ও খেলাধুলা করি। আমি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। আমি গত চার বছর যাবৎ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আছি। বর্তমান আমার জাতীয় জুনিয়র সাত।
আমার পছন্দ নিয়ে কথা বলতে গেলে আমি স্বভাবতই ফোটোগ্রাফি করতে ভালোবাসি। যখনি বাইরে যাওয়া হয় তখন মোবাইল ফোন নিয়ে খুঁটি নাটি ছবি তুলতে পছন্দ করি। ফটোগ্রাফির মধ্যে কেন জানি আমি অন্যরকম একটি আনন্দ খুঁজে পাই। যদিও এখন কাজের চাপের কারণে বেশি একটা বাইরে যাওয়া হয়না তাও বন্ধের দিন গুলোতে যেন আমার মন ঘরে টিকতেই চায়না।
এই ছিল ছোট করে আমার পরিচিতি। আমি এখানে একদম নতুন। যদিও অনেকটুকু মামীর কাছ থেকে শিখে নিয়েছি আরো অনেক কিছু আছে যেগুলো এই কমিউনিটির মাধ্যমে শিখতে পারবো। আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আমার বাকি পথ গুলো এগিয়ে যাওয়ার জন্য। এবং আমার ভুল গুলোকে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সকলকে।
আপনার সাথে পরিচিত হয়ে ভীষণ ভালো লাগলো এবং আশা করি সুন্দরভাবে আপনি আমাদের সাথে যোগদান করতে পারবেন কাজে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit