আমার বাংলা ব্লগে, কলেজের প্রথম দিন অনুভূতি **~~~14 june2023**

in hive-129948 •  2 years ago 

আমার কলেজ এর নাম নীলফামারী সরকারি কলেজ। নীলফামারী জেলার মধ্যে একটি অন্যতম নান্দনিক সৌন্দর্যে ভরপুর এ কলেজ। আমি অনার্স প্রথম বর্ষের, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। কলেজের প্রথম দিনটি ছিল ২০জুলাই ২০২২, এ দিনে বাড়ি থেকে সকাল ৮ টায় রওনা হলাম, অটোরিকশা করে ১ঘন্টা সময় লেগেছে। সেদিনের দিনটি ছিল মেঘলা , উওরা হাওয়া বইছিল। রাস্তার দু'পাশে পুকুর, নদী ফুল বাগানে ছিল ভরপুর। দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। এর পর শেষ পথে দেখলাম নীলফামারী পুলিশ লাইন্স, বিএডিসি, ট্রেন স্টেশন, বড়মাঠ, পৌর মার্কেট, নীলফামারী প্রানকেন্দ্র চৌরঙ্গী মোড়। চলে এলাম আমার কলেজ প্রাঙ্গনে । স্যার এবং অন্যান্য শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও বরন করে নিল। এরপর আমাদের বিভাগে পরিচয় করিয়ে দিল।
IMG_20230614_184522.jpg
অনেক নতুন মুখ সাথে পরিচয় হলো।
এরপর দেখতে পেলাম অত্যন্ত চমৎকার একটি ফুলের বাগান। ফুলের সুগন্ধে মৌমাছি গুন করছে, প্রজাপতি 🦋🦋 মেলা । সত্যি অসাধারণ। আমার কলেজ অধ্যক্ষ স্যার জনাব প্রফেসর দিদারুল ইসলাম, এই ফুলের বাগান টিকে সন্তানের মতো পরম স্নেহে পালন করেন।
IMG_20230214_101421.jpg
কলেজের দু'পাশে রাস্তায় সাদা রঙে রাঙানো সবুজ গাছ। ঘাট বাঁধানো পুকুর, অনেক বড় বড় মাছের খেলা তার ওপর কৃষ্ণচূড়া গাছের লাল ফুলের সমারোহ।
IMG_20230522_182636.jpg

IMG_20230503_164446.jpg
এই দিনটি আমার জীবনের সেরা। এটি আমার হৃদয়ে চির স্মরণীয় একটি দিন। সকলের প্রতি শুভকামনা নিরন্তর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!