আমার বাংলা ব্লগে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য** ১৭ জুন ২০২৩**

in hive-129948 •  2 years ago 

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। এ দেশে জন্ম আমার, এ দেশে যেন মরতে পারি। আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো এত সৌন্দর্য আর কোথাও আমি পাব ‌‌. এদেশের মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক।

Snapchat-1970957397.jpg
প্রতিদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গে, হিমেল হাওয়া, শীতের সকালে সোনালী ধানের শীষের উপর শিশির বিন্দু, যেন মুক্তার মতো চকচকে। গাছে গাছে ফুল, 🐦, প্রজাপতি 🦋🦋 , মৌমাছি 🐝🐝 গুন গুন এক অন্তিম সৌন্দর্য। বাংলাদেশ এর অন্যতম নান্দনিক সৌন্দর্য ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের উত্তাল ঢেউ অনেক অজানা কে জানিয়ে দেয়, একরাশ প্রশান্তি।এরপর ই সেন্ট মার্টিন, এত সুন্দর করে সাজানো পাথর দেখে প্রান জুড়িয়ে যায়। কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্য অস্ত ওসূর্যোদয় একসাথে দেখতে পাওয়া, সত্যি বিষ্ময়! সিলেটের সাদা পাথর, জাফলং পানির বয়ে যাওয়া , হৃদয় ❤️ কারা মনমুগ্ধ। এছাড়াও রয়েছে সুবিশাল পাহাড় তাজিংডং , কিওক্রাডং, ময়মনসিংহ গারো পাহাড়,বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, নাটোরের বনলতা সেন, গ্রিনভ্যালি ইকোপার্ক, ।

FB_IMG_1661161560882.jpg

আর আমার জেলা নীলফামারী। এখানে রয়েছে দেশের একটি বিমানবন্দর, নাম সৈয়দপুর বিমানবন্দর, চিনি মসজিদ,
IMG_20230314_172756.jpg
নীলসাগর, উওরা ইপিজেড, তিস্তা ব্যারেজ, কুন্দুপুকুর মাজার, নীলকুঠি, পৃথিবীর একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল।
received_3589532988000538.jpeg

IMG_20230314_172408.jpg

IMG_20230217_131117.jpg
প্রকৃতি সুন্দর যদি আমারা ভালো ভাবে যত্নশীল হতে পারি। অধিক পরিমাণে গাছ লাগানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার থেকে দূরে থাকি ।

IMG_20230618_164121.jpg
প্রকৃতি কে রক্ষা করার দায়িত্ব আপনার,আমার, দলমত নির্বিশেষে। সোনার বাংলা বিনির্মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একজোট হয়ে কাজ করব । ইনশাআল্লাহ।
Snapchat-1970957397.jpg

Snapchat-834188393.jpg সবুজ প্রানবন্ত প্রকৃতি, সবুজে সবুজময় ঘেরা । অপরুপ সৌন্দর্য ভরপুর বাংলাদেশ।
ও আমার প্রিয় দেশ বাংলাদেশ
তোমার পানে চেয়ে এ প্রান জুড়িয়ে
তোমার আকাশে বাতাসে হাজার তারার মেলা।
এ দেশেতে জন্মে আমি গর্বিত।
শুভ কামনা নিরন্তর,,,,
ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!