আমার পরিচিতি : ছোটবেলা থেকে আজ অব্দি কিছু সংখিপ্ত ঘটনা চক্র আপনাদের সামনে উপস্থাপন করলাম।

in hive-129948 •  2 years ago 

20220831_151650.jpg

আসসালামুয়ালাইকুম, সবার আগে ধন্যবাদ জানাচ্ছি "আমার বাংলা ব্লগ"এর সম্মানিত এডমিন এবং সকল সদস্যদের। আমি মোঃ নুর-আমিন বাপ্পি, আমার জন্ম নারায়নগঞ্জ জেলার নারায়নগঞ্জ উপজেলার চাষারাতে।

আমি ছোটবেলা থেকে খুবই বুলি টাইপের ছেলে ছিলাম তার সাথে খুবি মিশুক এবং খেলা প্রেমিক, ছোটবেলাই সবচাইতে প্রিয় খেলা ছিলো কাইট মানে ঘুরি খাটি নারায়ণগঞ্জের ভাষায় জাকে আমরা গুড্ডি বলতাম,এই গুড্ডি উরানোর জন্য কতবার যে মায়ের হাতে উত্তম মদ্দম খেয়েছি তার কোন হিসাব নাই। দেখতে দেখতে কিভাবে এচ এচ সি পাশ করে ফেল্লাম তা বলতে পারবো নাহ।

P_20170705_175944.jpg
ভারসিটি লাইফে উঠার পর থেকে মাথাই চেপে বসে ঘুরা ঘুরির,, সেই থেকে অনেক জাইগায় ঘুরা ঘুরি করছি কিন্তু আমার পিসির পুরাতন হারডিস্কটা ক্রাশ এর পর পুরাতন ছোবি নাই বললেই চলে তবে গোগল ফোটতে কয়েকটা ছিলো যা আপনাদের সাথে শেয়ার করলা, আমার পিছোনের ব্রিজটার হোল ঝুলন্ত ব্রিজ রাংগামাটি।

received_968872180208998.jpg

ভারসিটি শেষ করার পর থেকে একটা ছোটখাট চাকরি করতে শুরু করি,, আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। আপনাদের সকলের নিকট আমি একান্ত দুয়া কামনা করছি।।

আর বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় তারিকুল ভাইকে যার রেফারার আইডি @engtariqul,, যে আমাকে এত বড় একটা প্লাট ফরমে আসতে সাহায্য করেছেন।

তাই পরিশেষে "আমার বাংলা ব্লগ" যাতে আমার ব্লগটি পস্টিং দিয়ে এবং আমাকে আপনাদের সদস্য হিসাবে থাকার সুযোগ করে দিবেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@nuramin
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। অনেক গুছিয়ে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আশা করছি কমিউনিটির সকল নিয়ম মেনে ব্লগিং করার চেষ্টা করবেন।
শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু, আর কমিনিটির সকল নিয়ম গুলো অনুশরন করে আমি ব্লগিং করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

@engtariqul আপনি কি উনাকে রেফার করেছেন? রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।

জি আপু আমি রেফার করেছি।

ধন্যবাদ আপনাকে

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...