বন্ধুরা যে চলে গেছে তার জন্য দুঃখ করার থেকে অনেক অনেক ভাল হলো যা আপনার কাছে আছে সেটিকে গুরুত্ব দেওয়া। এখন সবাই শুধু এটিই চায় যে, সে যেনো সুন্দর একটা জীবন সঙ্গী পায় । একবার জঙ্গল দিয়ে এক রাজকুমার যাবার সময় একটি খুব সুন্দর পরীকে দেখতে পায়। সে তার রুপ দেখে পাগল হয়ে যায় এবং জঙ্গলে পরীর পিছনে ছুটতে থাকে। কিছুদুর যাবার পর সে পরীটিকে হারিয়ে ফেলে। রাজকুমার ব্যাকুল হয়ে তাকে খুজতে থাকে হঠাৎ একটি কুচ্ছিস মহিলার সাথে রাজকুমারের দেখা হয় এবং রাজকুমারকে জিজ্ঞেস করে আপনি কাকে খুজছেন? রাজকুমার তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বলেন আমি আমার পরীকে খুজছি যাকে আমি ভালবেসে ফেলেছি।
তারপর মহিলাটি রাজকুমারকে বললেন, আপনি কি সত্যিই তাকে ভালবাসেন? রাজকুমার বলল হ্যা আমি তাকে সত্যিই অনেক ভালবাসি। তখন মহিলাটি বললেন তাহলে চুলন না রাজকুমার সেই মেয়েটি আমিই ছিলাম। এটা শুনে রাজকুমার চমকে গেলো এবং মেয়েটি তখন বলল, আপনি যখন আমাকে সুন্দর রুপে দেখেছিলেন তখন আপনি মুগ্ধ হয়ে গেছিলেন। আর একন এই রুপে দেখে আপনি ভয় পেয়ে গেলেন? আপনি এখন আমায় ভাল বাসবেন? রাজকুমারের মাথা নিচু হয়ে গেলো এবং সে বুঝতে পারলো সত্যিকারের সৌন্দর্য মানুষের ভিতরে থাকে, বাইরে নয়।
রাজকুমার বলল হ্যা আমি এখনও আপনাকে ভালবাসি এবং আমি কখোনো আপনাকে ছেড়ে যাবনা। এটা শুনার পর ঐ মেয়েটি আবার সুন্দর পরী হয়ে গেল এবং দুজন একসঙ্গে বাড়ির দিকে চলে গেলো।
তাই বন্ধুরা যে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার আগে শুধু একবার ভাবুন আপনি এতদিন কেন সম্পর্কটা টিকিয়ে রেখেছিলেন। আর যদি সম্পর্কটা আপনি ভাঙ্গতে চাইছেন তাহলে কেন সম্পর্কটা তৈরী করেছিলেন।
একবার একটা পাখি একটা সাদাগোলাপকে ভালবেসে ফেলে। একদিন সে গোলাপটিকে প্রপোজ করে , গোলাপটি মানা করে দেয় এবং সে বলে আমি যখন লাল হয়ে যাব তখন আমি তোমাকে ভালবাসবো। এটি শুনে পাখিটি তার ডানা কেটে নিজের রক্তদিয়ে গোলাপটিকে লাল করে দেয়। এখন গোলাপটি বুঝতে পারে পাখিটি তাকে কতটা ভালবাসতো। তাই গোলাপটি বলল আমি এখন তোমাকে ভালবাসি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। পাখিটি আর নেই কারন সে মারা গেছে।
বন্ধুরা হতে পারে এটি শুধুমাত্র একটি গল্প। কিন্তু এটি থেকে আমরা বুঝতে পারি সবসময় আমাদের অন্যের ফিলিংসকে মূল্য দেওয়া উচিত। সবসময় মনে রাখবেন, পৃথিবীর জন্য হয়তো আপনি কিছুই না। কিন্তু কারো কাছে আপনি তার পুরো পৃথিবী।
একবার একটি মেয়ে একটি পন্ডিতকে জিজ্ঞেস করলেন, সত্যিকারের ভালবাসা সবাই কেন পায় না। পন্ডিত বললেন পাশে একটি ফুলের বাগান আছে সেখান থেকে সবথেকে ভাল ফুলটি তুলে নিয়ে এসো তখন আমি তোমায় বলবো। মেয়েটি পরের দিন খালি হাতে ফিরে আসলো এবং বলল, আমি অনেক ফুল দেখলাম একটা ফুল খুব সুন্দরও ছিল কিন্তু আমার মনে হলো সামনে হয়তো এর চেয়ে বেশি সুন্দর ফুল পাবো। তার আরো বেশি সুন্দর ফুলের আশায় আমি এগিয়ে যেতে লাগলাম্ কিন্তু কোন ভাল ফুল খুজে পেলাম না।
তারপর ভাবালাম পিছন ফিরে আগের ফুলটিকে নিয়ে নিবো কিন্তু ফিরে দেখলাম সেটিকে অন্য কেউ নিয়ে চলে গেছে। এর পর পন্ডিত বললো এটিই হলো ভালবাসার সত্য। যা সামনে থাকে তখন আমরা তাকে মূল্য দেইনা কিন্তু যখন ফিরে আসি তখন সেটিকে অন্য কেউ নিয়ে যায়। এটাই হলো কারন। যারজন্য সত্যিকারের ভালবাসা কেউ পায়ন।
আপনি একটি টিকেট ক্রিয়েট করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোষ্টে কি সমস্যা একটু বলবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit